পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అశ్చి উভয় পদের মঙ্গুলীতে ভব করিয়া কিঞ্চিৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া অথবা বামপদের বৃদ্ধাস্কুলী ঐ পদের পাঞ্চির স্থলে স্থাপন করিয়া প্রতিপক্ষের মুখামুখি হুইয়া অভিযানস্থিতিতে বিশুদ্ধ-ভাবে দাড়াইতে হইবে । এইরূপ গতি করিবার কালে সৰ্ব্ব সময়েই সতর্ক থাকিতে হইবে যেন লাঠি কিম্ব অসি নিজ শরীর ও প্রতিপক্ষের মধ্যে থাকিয়া শরীর স্বরক্ষিত রাখে। বাম হস্তে শৃঙ্গ থাকিলে, শৃঙ্গ দ্বারা সৰ্ব্বদা হস্তম্বয় স্বরক্ষিত রাশিবার কল্পনায়, অম্বরূপ গতিতে শৃঙ্গ চালনা করিতে কষ্টবে এবং পদ-চালনা-কালে বর্ণনা-অনুরূপ হস্তঞ্জ পদের চালনায় সম্পূর্ণ সামঞ্জস্য রক্ষা করিতে হইবে । পদ-চালনা দ্বারা প্রতিপক্ষের সন্নিহিত হইতে হইলে পূৰ্ব্ব-বর্ণিত বৃত্বের ব্যাস ক্রমশঃই হ্রস্ব করিবার চেষ্ট করিতে হইবে ; অর্থাৎ পদ-বিক্ষেপগুলি সাধারণ প্রণালী অপেক্ষ প্রতিপক্ষের অধিক সন্নিকটৰত্ৰী করিয়া ফেলিতে इझे३५ প্রতিপক্ষ হইতে দূরে সরিতে হইলে ইহার বিপরীত । ক্ষিপ্রকারিতা সহ পদ-চালনা দ্বারা, প্রতিপক্ষ তৎকালীন তাহার পদচালনার প্রক্রিয়াগুলি পূর্ণ করিবার পূৰ্ব্বেই তাহার পাশ্বদেশে আসিয়া পড়িতে পারিলেই আক্রমণের পক্ষে যথেষ্ট সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। ঐরুপ করিতে হইলে যে-কোন পার্থের পদ-চালনা-কালে বর্ণমাতুরূপ প্রথম পদবিক্ষুেপটি লম্ফ-সহযোগে সম্পন্ন করিতে হয়। প্রতিকার-কল্পে প্রতিপক্ষকে কখন বা লম্ফসহযোগে কখন বা “অবনমন”-সহযোগে পদ-বিক্ষেপ করিতে হয়। জাফমণ-কালীন পদচালনাকালে “নিৰ্ঘাত” পৰ্য্যায়ে বণিত সতর্কতা অবলম্বন করিতে হয় বলিয়৷ পূৰ্ব্ববর্ণিত পদ-চালনার প্রক্রিয়া-সম্পর্কে সময়ে সময়ে কিঞ্চিৎ বিভিন্নত ঘটিয়া থাকে । , পদচালনায় দক্ষতার বিভিন্নতা হেতুও অসি-ধারীগণের উৎকর্ধ-সম্পর্কে যথেষ্ট তারতম্য ঘটিয়া থাকে । বিমোদ ( বিনোট ). এক হস্ত কিম্বা এক হস্ত ছয় অঙ্গুলী পরিমিত কিঞ্চিৎ স্কুল ও দৃঢ় ধষ্টসহযোগে অলি-ধারী-ব্যক্তির সন্মুখীন, প্রবাসী—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড হওয়া এবং উাহার অসি কাড়িয়া লওয়া কিম্বা তাহাকে প্রতিহত করিবার বিভিন্ন কৌশলের নামই “বিনোদ” অথবা “বিনোট " । এই পদ্ধতির কৌশলপ্রয়োগের ফলে আশাতীত আকস্মিক সফলতা দর্শনে গুণগ্রাহী দর্শকগণের এবং প্রয়োগকারীরও যথেষ্ট চিত্ত-বিনোদন হয় বলিয়াই ইহার নাম “বিনোদ" (অপভ্রংশে “বিনোট " ) ইয়াছে। নিয়ে কতিপয় মাত্র সহজসাধ্য কৌশল বর্ণিত হইল। শিক্ষার্থীগণ অনুশীলন ও নিদিধ্যাসন দ্বারা স্বকীয় যোগ্যতা বুদ্ধি করিয়া লইবেন। - “ফুরং” “তুরং” ও “জুরং” অর্থাৎ মন চক্ষু ও শরীর এই তিনটির সমবেত ক্ষিপ্রকারিতার প্রভাবেই “বিনোদের” দক্ষতা-সম্পর্কে উৎকর্ষ জন্মিয়া থাকে ৷ ” প্রত্যুৎপন্নমতিগণ যখনই যে-ভাবেই যে-কর্শেই লিপ্ত থাকুন না কেন সামান্য আভাস-প্রাপ্তি মাত্রই তাহার তৎকালোচিত সতর্কতা-অবলম্বনে সমর্থ হইয়া থাকেন । বিনোদের কৌশলগুলি জ্ঞাত থাকিলে প্রয়োজন-কালে হস্তে উপযুক্ত যষ্টি না থাকিলেও নিকটবর্তী স্থানসমূহ হইতে অনুরূপ কোন পদার্থ সংগ্ৰহ করিয়া লওয়া একেবারে অসম্ভব হয় না ; তথাপি আত্ম-রক্ষা-হেতু সৰ্ব্বদাই কোনও কিছু সঙ্গে রাখা নিতান্তই বিধেয়। বিনোদ প্রয়োগের উপযোগী ক্ষুদ্র যষ্টি সঙ্গে রাগ বিশেষ অসুবিধাজনকও নহে । ... • »ब दिरबांन