পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] করিয়া রাখিবে। যথা অষ্টাদশ চিত্রে। বিনোদ-প্রয়োগ-কারীর পুনঃপ্রতিকার ৰিনোদ-প্রয়োগকারীও তুরস্তে ঈষৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া "সঙ্গে-সঙ্গেই অসি-ধারীর বাম হস্তের মণিবন্ধে সজোরে যষ্টি দ্বারা আঘাত করিয়া নিজ বাম হস্ত মুক্ত করিয়া লইবে এবং বাম হস্ত দ্বারা অসিধারীর মণিবন্ধে সজোরে আঘাত করিবে। যথা উনবিংশ চিত্রে। ১৯শ (খ) বিনোদ ২•শ লিনোদ • লাঠিখেলা ও অসিশিক্ষা .হপ্ত দ্বারা বিনোদ-প্রয়োগকারীর বাম হস্তকে প্রতিরোধ eసి নিষ্কৃতি অসি-ধারীও তুরস্তে বাম হস্ত অপসারিত ফরিয়া বিনোদ-প্রয়োগ-কারীর যষ্টির আঘাত হইতে নিস্কৃতি লাভ করিয়া বাম হস্ত দ্বার বিনোদ-প্রয়োগ-কারীর বাম হন্তে সজোরে আঘাত করিয়া দক্ষিণ হস্ত মুক্ত করিয়া লইবে এবং প্রতিপক্ষের মস্তকে প্রহারের উপক্রম করিবে, বিনোদপ্রয়োগ-কারীও “তামেচায়” প্রহারের উপক্রম করিবে। যথা বিংশ চিত্রে । - তদবস্থায় অলি-ধারী ঈষৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া সামান্ত লক্ষ সহযোগে দক্ষিণ পাশ্বে সরিয়া বিনোদ-প্রয়োগকারীর সম্মুখীন হইয়া পড়িবে, নতুব। তাহার বামহস্ত অরক্ষিত থাকা হেতু পুনরাক্রান্ত হইবে। ২১শ বিনোদ ষষ্ঠ পাঠ “সাও", "বাহের।”, মোঢ়া” প্রভৃতিতে আক্রান্ত হইলে ঈষৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া দক্ষিণ পদ পূর্ণমাত্রায় সম্মুখে" বিক্ষেপ করিয়া যষ্টি দ্বারা আক্রমণ-কারীর দক্ষিণ মণিবন্ধে সজোরে আঘাত করিতে হইবে। (অথবা ঈষৎ “অবনমন” সহযোগে দক্ষিণ কফোণিতে আঘাত করিতে হুইবে ) । যথা একবিংশ চিত্রে । অসি-ধারীর প্রতিকার প্রতিকার-কল্পে "অমি-ধারী তুরস্তে (বিনোদ প্রয়োগকারীর প্রথম প্রচেষ্টার’সঙ্গে-সঙ্গেই ) অৰ্দ্ধেক ঘুরিয়া পূর্ণ