পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাষ্ট্ৰয় পরাধীনতার প্রকারীে . . রাষ্ট্রয় পরাধীনতা নানা-প্রকারের * বিদেশী এবং ৰিদেশবাসী রাজার বা জাতির অধীনতা, পরাধীনতা ।. আমরা ইংলণ্ডের রাজার ও ইংরেজ জাতির অধীন। ইহা একপ্রকার পরাধীনতা । ফিলিপাইন দ্বীপপুঞ্জ খামেরিকার সম্মিলিত রাষ্ট্রমগুলের অধীন। ইহাওপরাধীনতা । بهبي ،» মাঞ্চু জাতি বহু শতাব্দী পূৰ্ব্বে চীন জয় করিয়াছিল । তাহাদের সম্রাট চীনের সম্রাটু হইয়া চীনের রাজধানী fপকিনে রাজত্ব করিতেন। মাঞ্চুরা বহু শতাব্দী ধরিয়া চীন দেশে বাস করিয়া চীনেরই লোক হইয়া গিয়াছিল ; সুজাইও তাই। তথাপি চীন জাতির এই পরাধীনতা সদ্ধ না হওয়ায় সুহার শেষ সম্রাটু.একজন শিশুকে পদচ্যুত করিয়া সাধারণতন্ত্র স্থাপিত করে ইংলণ্ডের লোকেরা ফ্রান্স নিবাসী নর্মান জাতির রাজা উইলিয়ম কর্তৃক একাদশ শতাব্দীতে পরাজিত হইয়া*পরাধীন হয়। কিন্তু উইলিয়ম ও ষ্টাহার রংশধরেরা ইংলণ্ডেই বাস • করিতেন। ক্রমে ক্রমে তাঁহাদের ক্ষমতা কমাইয় ইংলণ্ডের লোকেরা আপনাদের অধিকার বাড়াইয়া লইতে থাকে। রাজা জনের আমলে অনেক অধিকার कfकोडবর্গ হস্তগত করে। তথাপি ষখন প্রথম চালগ ইংলণ্ডের রাজ, তখনও ইংরেজরা এই বিদেশী রাজার বংশসস্তৃত নৃপতির এতটা অধীন ছিল, যে, যুদ্ধ করিয়া তাঙ্ককে - সিংহাসনচ্যুত করিতে হইয়াছিল। দ্বিতীয় জেমসের সময়ও আর.এক বার বিপ্লব ঘটে। নিজের দেশের ও নিজের জাতির রাজার অধীনতাও নিজে ফরাসী। তথাপি তিমি পদচ্যুত হন। তুরস্কের ভূতপূৰ্ব্ব স্বলতানু নিজে তুর্ক । তিৰুি পদচ্যুত হইয়াছেন। গ্রীসের ভূতপূৰ্ব্ব রাক্কা গ্ৰীক। তিনিও পদচ্যুত হইয়াছেন, যেমন জাৰ্শেনীর জার্শ্যান সম্রাটু পদচ্যুত হইয়াছিলেন। *বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে নেপাল একমাত্র স্বাধীন प्रीछा" . কিন্তু, নেপালের লোকেরা স্বাধীন নহে। গুর্থার রাজপুতান হইতে গিয়া নেপাল জয় করে । সেখানে তাহারাই ক্ষমতাশালী জাতি ; অন্যেরা তাহাদের অধীন। অথবা ঠিকু বলিতে গেলে, প্রধান মন্ত্রী মহারাজা স্তার চন্দ্র শমশের জঙ্গ সৰ্ব্বেসৰ্ব্ব । যে-ঘুেশের লোকেরা ৰিজে কিম্বা আপনাদের নির্বাচিত প্রতিনিধি, খারা দেশের সমুদয় কাজ চালায় এবং অন্য দেশেৱ সহিত সন্ধি-বিগ্রহ-আদি করে, তাহারাই বাস্তবিক স্বাধীন। এরূপ দেশে, যেমন ইংলণ্ডে, রাষ্ট্রভূষণ ও সমাজভূষণ একজন রাজা থাকিলেও, তাহাভে স্বাধীনতা খৰ্ব্ব হয় না। 攀 - - স্বাধীৱত লাভের উপায় o যুদ্ধ পরাধীন জাতিদের স্বাধীনতা লাড়ের ইতিহাসপ্রসিদ্ধ উপায়। পেরাধীন জাতি যুদ্ধ করিয়া স্বাধীন হইয়াছে, তাহাদের মধ্যে প্রত্যেকেই যে স্বাধীনতাকামী ছিল, এবং প্রত্যেকেই যে তাহাদের প্রস্তু স্বেচ্ছাচারী রাজার বা শাসনকর্তা বিদেশী জাতির বিরোধী ছিল, এমন ময়ঞ্চ কেহ কেহ এই রাজা বা বিদেশী জাতির পক্ষেও ছিল। কিন্তু ৰে যে ক্ষেত্রে স্বাধীনতার যুদ্ধ সফল হইয়াছে, তাহার কারণ এই, ষ্টে স্বাধীনতাকমীদের দলই এক্সীনতা বলিয়া বিবেচিত হইতে প্লারে। ফরাসী রাষ্ট্র-wপ্রজ্ঞতর ছিল, অন্ত যাহারা রাজার বা বিদেশী জাতির বিপ্লবের সময় ষোড়শ লুই ফ্রান্সের রাজা ছিলেন । তিনি । পক্ষে ছিল, তাহারা হয় প্রবলতর পক্ষের ভয়ে রাজাকে, SNు