পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8NNు মহারাণী ভিক্টোরিয়া যখন যাজকের এই ভ্ৰকুটি অবহেলা করিতে সাহসী হইলেন তখন হইতেই ক্লোরোফর্শ্বের বিপক্ষবাদীরা নিরুৎসাহ হইয়া পড়িলেন । প্লেগের জীবাণু যে মূষিক ও মশক সাহায্যে চতুদিকে পরিব্যাপ্ত হয় তাহা প্রথম আবিষ্কার করেন দুইজন জাপানী চিকিৎসক । প্লেগরোগগ্ৰস্ত মূষিককে দংশন করিয়া মশক এই রোগের বীজ মনুষ্য-দেহে সংক্রামিত করে । মশক এবং অন্যান্য কীটের দংশনই যে অনেক ংক্রামক মারাত্মক ব্যাধির প্রকোপের প্রধান কারণ তাহা সম্ভবতঃ অনেকেই জ্ঞাত নহেন । ম্যালেরিয়া, *irześ ( yellow fever ), Infa-C#15 (sleeping sickness ), প্লেগ, সান্ত্রিপাতিক জ্বর, কালাজ্বর প্রভৃতি সাংঘাতিক ব্যাধি মশক ও কার্ট দ্বারাই পরিব্যাপ্ত হয় । অণুবীক্ষণের সাহায্যে রোগীর রক্ত পরীক্ষণ করিলে, শোণিতে বিভিন্নপ্রকার জীবাণুর অস্তিত্ব সহজেই ধর পড়ে । এইসকল ব্যাধির কারণ-নির্ণয়ের পক্ষে যে জীবাণুসংক্রান্ত গবেষণা বিশেষ আবশ্যক তাগ বলাই বাহুল্য । এ-দেশেও এরূপ গবেষণার মূল্য চিকিৎসকগণ যে না বুঝিতে পারিয়াছেন তাহী নহে । লিওনার্ড রজাস্স্থাপিত প্রাচ্য-ব্যাধির চিকিৎসালয়ে এইসকল ব্যাধিসম্বন্ধে গবেষণা আরম্ভ হইয়াছে । আমাদের দেশে বৈজ্ঞানিক গবেষণা বিশেষ বিস্তৃত না হইয়া থাকিলেঃ ব্যাধি-সংক্রান্ত কয়েকটি মূল্যবান তথ্য ধে আবিষ্কৃত হইয়াছে ইহা বাস্তবিকই গৰ্ব্ব করিবার বিষয় । কালাজরে ডাঃ ব্রহ্মচারীর অ্যান্টামনি ও কুষ্ঠ ব্যাধিতে গোপাল-বাবুর চালমুগরা তেলের চিকিৎস বিশেষভাবে সফল হইয়াছে বলিয়া দেশবিদেশে স্বীকৃত হইতেছে । প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড ব্যাধির স্বরূপ নির্ণয় করিতে গিয়া বৈজ্ঞানিক যে শুধু অর্থ, উদ্যম ও স্বাস্থ্য ক্ষয় করিয়াই ক্ষান্ত হন তাহ নহে, অনেকস্থলে নিজের জীবন পৰ্য্যস্ত বিসর্জনে কুষ্ঠিত হন না। বীরত্বে ইহার যুদ্ধের সৈনিক অপেক্ষ শ্রেষ্ঠ । মানবের কল্যাণে যাহারা প্রাণ দিতে বিমুখ হন না প্তাহীদের নাম বিজ্ঞানের ইতিহাসে জ্বলন্ত অক্ষরে চিরকাল মুদ্রিত হইয়া থাকিবে । ১৯০০ খ্ৰীষ্টাব্দে কিউবা (Cuba) দ্বীপে পীতজরের কারণ অমুসন্ধান করিতে গিয়া ডাক্তার লাজিয়ের (Dr. IAzoar) স্বেচ্ছায়ু মশক-দংশন সহ করেন । তাহার সঙ্গী চিকিৎসকগণ র্তাহাকে লইয়া তাহাদের গবেষণা আরম্ভ করেন, কিন্তু অল্প দিনের মধ্যেই লাজিয়ের মৃত্যুমুখে পতিত হন । ১৯০১ খ্ৰীষ্টাব্দে লভারপুল্ হইতে দুইজন চিকিৎসক, ডাবুহাম এবং মায়াস, পীতজরের কারণ অনুসন্ধানে পেরা দ্বীপে গমন করেন। উভয়েই এই ব্যাধিতে আক্রান্ত হন, ডাবুহাম কোন প্রকারে রক্ষা পাইয়া গেলেন, মায়াসকে আর দেশে ফিরিতে হয় নাই । রেডিয়ম্ ও এক্স-রে সংক্রান্ত চিকিৎসায় দুরারোগ্য ব্যাধি ক্যানসার আরোগ্য হয় কি না ইহা পরীক্ষা কবিতে গিয়া একাধিক বৈজ্ঞানিকের অঙ্গে অস্ত্রোপচার আবশ্যক হইয়াছে, কাহারো কাহারো জীবন পৰ্য্যস্ত গিয়াছে । তথাপি এই শ্রেণীর গবেষণার বিরাম নাই । এইসকল বৈজ্ঞানিক যাঙ্গার মালবের হিতের জন্ত অম্লানবদনে নিজেদের জীবন বিসর্জন দিয়াছেন, তাহারা বাস্তবিকই মানবের নমস্ত—সাধারণ লোকে ইহাদের স্মৃতির উদ্দেশে কিভাবে পূজা করিড়েছে তাহা ভাবিয়া দেখিবার বিষয় ।