পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©☾b• ত চাই-ই। এ-সকল বিষয়ে বিশেষ দৃষ্টি না থাকিলে শুধু শুধু সেখানে গিয়া ভারতবর্ষের নাম খারাপ করিবার ●टबॉखन नाझे । । গত ওলিম্পিক ক্রীড়ায় ভারতীয়দের থাকিবার জায়গা খুব থারাপ ছিল। খাইবার বন্দোবস্তও ভাল ছিল না। এবারেও সেইরূপ হইয়া থাকিলে এখানকার প্রতিযোগীরা সেই কারণেও গোড়াতেই বিফল-প্রযত্ব হইয়া থাকিতে পারেন । কাশীতে বালকদের সন্তরণ কাশী হইতে আমাদিগকে শ্ৰীযুক্ত স্থনীলচন্দ্র মুখোপাধ্যায় নিম্নলিখিত সংবাদ পাঠাইয়াছেন – "গত ১লা জুলাই মঙ্গলবার কাশীর সেন্টাল হেলথ, ইউনিয়নের তত্ত্বাবধানে ১৪ বৎসরের ও তন্নিবয়স্ক স্থানীয় বালকদিগের একটি সস্তরণ-প্রতিযোগিতা হইয়াছিল। রামনগর হইতে অহল্যাবাঈ ঘাট পৰ্য্যস্ত সস্তরণ হইয়াছিল। এই দুই স্থানের দূরত্ব চারি মাইল। এই সময়ে গঙ্গায় স্রোত খুব কম ছিল, এবং অনেক স্থলে প্রতিযোগীদিগকে বিপরীত স্রোতে সাতার কাটিতে হইয়াছিল। ১৮ জন বালকের মধ্যে একজন ব্যতীত সকলেই নির্দিষ্ট ঘাটে পৌছিয়াছিল। একটি বালকের বয়স ছিল ৪০ বৎসর এবং আর-একটির বয়স ৬ বৎসর ৭ মাস। ইহারা দুই ভাই। ছোট ছেলেটির নাম শ্ৰী বলাইলাল দাস সরকার, সে ঠিক ২ ঘণ্টা ঘাটে পৌঁছে; অপর ছেলেটির নাম শ্ৰী কানাইলাল দাস সরকার, সে ১ ঘণ্টা, ৪১ মিনিট, ১০ সেকেণ্ডে পৌছে। প্রথম পাচটি প্রতিযোগীর নাম নিম্নে প্রদত্ত হইল :–

  • প্রথম—শ্ৰী হৃদয়চন্দ্র দাস, (সেন্টালহেলথ ইউনিয়নের

মেম্বর ), বয়স ১৩ বৎসর, সময় ১ ঘণ্টা । “দ্বিতীয়—শ্ৰী বিকাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বয়স ১৪ বৎসর, সময় ৬২ মিনিট। “তৃতীয়—ঐ বিশ্বনাথ গাঙ্গুলী, (সেন্টাল হেলথ, ইউনিয়নের মেম্বর ) বয়স ১১ বৎসর, সময় ৬২॥• মিনিট। “চতুর্থ—ত্ৰ খামাপদ ভট্টাচাৰ্য্য, ( হেলথ ইম্প্রভিং এসোসিয়েশনের মেম্বর ),বয়স ১৩ বৎসর, সময় ৬৪ মিনিট । প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড • “পঞ্চম—ত্ৰ বীরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়, ( হেলথ, ইম্প্রভিং এসোসিয়েশনের মেম্বর ), বয়স ১৪ বৎসর সময় ৬৬ মিনিট । “অনারেবল রাজা মোতীৰ্চাদ সি-আই-ই, মহোদয় উপস্থিত থাকিয় পুরস্কার বিতরণ করিয়াছিলেন। রাজা জগৎকিশোর আচাৰ্য্য চৌধুরী, ডিষ্ট্রিক্ট, ম্যাজিষ্ট্রেটু, গোসাই রামপুরী জী, অধ্যাপক শ্ৰীযুক্ত ভীমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দুবিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার শ্ৰীযুক্ত শুামাচরণ দে প্রভৃতি মহোদয়গণ এবং আরও অনেক গণ্যমান্ত ব্যক্তি উপস্থিত ছিলেন। অহল্যাবাঈ ঘাট ও নিকটবর্তী ঘাট-সমূহে অসংখ্য লোক সমবেত হইয়াছিল। তীরবর্তী অনেক বাড়ীর জানাল, বারান্দা ও ছাদ নরনারীতে পূর্ণ হইয়াছিল। কেদারঘাট স্ত্রীলোকে ভরিয়া গিয়াছিল। ৪০ বৎসরের শিশুটি কেদার-ঘাটের নিকটে আসিলে স্ত্রীলোকেরা উলুধ্বনি দেন।

  • ১৫খানি নৌকায় জীবন-রক্ষক প্রতিযোগীদের সঙ্গে আসিয়াছিল ; ইহা ব্যতীত ডাক্তারের নৌকা এবং দর্শকদিগের আরো অনেক নৌকা সঙ্গে ছিল। দুইজন ডাক্তার কম্পাউণ্ডার-সহ প্রতিযোগীদের সঙ্গে ছিলেন, এবং দুধ, ঔষধ ও কম্বল প্রভৃতির বিশেষ বন্দোবস্ত ছিল । কুমীরের ভয় না থাকিলেও দুইজন ভদ্রলোক বন্দুক লইয়৷ সতর্ক ছিলেন, এবং প্রতিযোগীদিগকে একটি ঘরে লইয়া গিয়া শুশ্রুষা করিবার বিশেষ বন্দোবস্ত ছিল।

“পাচটি পুরস্কারের ব্যবস্থা হইয়াছিল, কিন্তু পরে অন্য সকল প্রতিযোগীদিগকেই পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হইয়াছে।

  • এরূপ অল্পবয়স্ক বালকদিগের সস্তরণ-প্রতিযোগিতা এদেশে এই প্রথম। সেন্টাল হেলথ ইউনিয়নের এই কাজে এবার কাশীর জনসাধারণের মধ্যে এক অভূতপূৰ্ব্ব উৎসাহ ও আনন্দের স্বষ্টি হইয়াছিল।”

খাদি প্রতিষ্ঠান থাদি প্রতিষ্ঠানে কেবলমাত্র চরকায় কাটা সুতার বিশুদ্ধ থদর প্রস্তুত ও বিক্রী করা হয়। উহা অাগে কলিকাতার সহরতলীতে অবস্থিত ছিল। এইজন্য সহরের