পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শীতকালে স্বর্য্যের রোদ খাওয়া ইয়োরোপীয় .নগর জীবনে একপ্রকার অসম্ভব। যে-সকল ঘরে রোদ আসে তাহার ভাড়া অত্যধিক । জাৰ্ম্মানিতে যতদিন ছিলাম ততদিন কোনো ঘরে রোদ দেখি নাই । কাজেই কাষ্টাফুেলার “হেলম্বেট্‌সিয়ায়" ডিসেম্বর-জানুয়ারিতেও সাত-আট ঘণ্ট। রোদে পোড়া হইয়া ভাবিতেছি, মানুষের জীবনে সুৰ্য্যেরও দাম আছে। এক মুচি এই হোটেলে অতিথি । উনি বলিতেছেন :– *আমি যখন ব্যবসা F করি, তখন হাতে একটা আধ-লাও ছিল না। এখন আমি বাড়ী করিয়াছি, গাড়ী করিয়াছি, বাগান করিয়াছি, • নিজ কৰ্ম্মশালায় কয়েকজন চাকরও বাহাল করিয়াছি । বৎসরে একবার করিয়া ছুটি ভোগ করিবার জন্য দূর দেশেও গিয়া থাকি। স্ত্রীকে সঙ্গে সুইস নর-নারীর ধরণ-ধারণ ఆఇవి আনিতে পারি নাই। দুইজনেই একসঙ্গে বাহিরে থাকিলে সংসার ও ব্যবসা চালানো অসম্ভব। কিন্তু আমি ফিরিয়া গিয়াই স্ত্রীকেও কোনো কুরর্টে श्रांठेॉड्रेट् ।” সপরিবারে ছুটি ভোগ করিতে আসিয়াছেন এক রুটিওয়ালা । ইহাদের ছেলেমেয়েরা দেশবিদেশের ডাক-টিকেট সংগ্রহে মাতিয়াছে । ডাকটিকেট সংগ্রহ করা ইয়োরোপের সর্বত্রই একটা বাতিক, থেলা এবং ব্যবসা । ( SS ) জুরিখের নিকটবৰ্ত্তী ওবালিকন পল্লীর এক বড় অটোমবিল ফ্যাক্টারিতে প্রায় এক হাজার মজুর খাটে । ফ্যাক্টারির পরিচালক-এঞ্জিনিয়ার বলিতেছেন —“সুইটু-সাল্যাণ্ডে জিনিয-পত্রের দর বাড়িয়াছে। কাজেই মজুরের বেশী বেতন চায়। ফ্যাক্টারির মালিকেরা বেতন বাড়াইতে অরাজি ছিল । অধিকন্তু তাহারা মজুরদিগকে পুরানো বেতনেই রোজ আট ঘণ্টার ঠাইয়ে নয় ঘণ্টা কাজ করাইতে সচেষ্ট ছিল । আমি মজুরদের সপক্ষে মনিবদের বিপক্ষে রায় দিয়াছি।” এঞ্জিনিয়ারের স্ত্রী পূৰ্ব্বেস্কুল-মাষ্টার ছিলেন। যৌবনে শিক্ষয়িত্রী, সম্প্রতি গিন্নী, এইধরণের নারী অনেককে দেখিতেছি । একজন জজসাহেবের স্ত্রী বলিতেছেন – “আমি এখনো মাষ্টারি করিতেছি । আমার স্বামীর যদিও টাকার অভাব নাই, তবুও আমি ভাবিতেছি যে, আর দু-এক বৎসর কাজ করিলেই পুরাহারে সরকারী পেন্‌গুন পাইব । কিন্তু কাজে ইস্তফা দিলে পেন্‌গুনটা সবই মাঠে মারা যাইবে।” ধৰ্ম্মশিক্ষা লইয়া স্বইটুসাল্যাণ্ডের পাঠশালায় লড়াই চলিতেছে। ক্যাথলিক পরিবারেরা তাহাদের সন্তানসন্ততিকে সরকারী স্কুলের “নীতি”-শিক্ষার ক্লাস হইতে বঁাচাইতে যায়। এক ক্যাথলিক স্কুলমাষ্টার বলিলেন – “নীতিশিক্ষার ওজর করিয়া প্রটেষ্টাণ্ট শিক্ষক-শিক্ষয়িত্রীরা আমাদের ছেলে-মেয়েকে অধৰ্ম্ম শিখাইতেছে।” এক প্রটেষ্টান্ট, নারী বলিলেন ;–“ক্যাথলিকরা এমনই গোড়া