পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা } করিয়া ধোয়ার স্বষ্টি করে ও ফলে উহাকে দূরস্থিত শক্রর গোচরীভূত করে । তখন তাহার আত্মরক্ষা अगडद इहेग्रा माज्जाग्र । ডিনামাইট্‌ বা নাইট্রোগ্নিসেরিন ডিনামাইট প্রস্তুতের মূল পদার্থ হইতেছে গ্রিসেনি। অনেকেই এই | স্বচ্ছ মিষ্ট তৈল-জাতীয় পদার্থটি : , দেখিয়াছেন । অসৎ ব্যবসায়ীরা , , অনেক সময় মধুতে গ্নিসেরিন ভেজাল : দিয়া থাকে । সাবান ও চৰ্ব্বি-বাতি প্রস্তুতের প্রক্রিয়া-কালে গৌণ পদার্থরূপে ইহ। পা ওয়া যায় । ডিনামাইট প্রস্তুতের জন্য যে গ্লিসেরিন ব্যবহৃত হয়, তাহা অতি উত্তমরূপে বিশুদ্ধ করা একান্ত আবশ্যক । সীসক-নিৰ্ম্মিত চৌবাচ্চায় নাইটিক এসিড ও সালফিউরিকৃ এসিডের ঠাণ্ড মিকৃশ্চার রাখিয় তাহাতে স্বক্ষ ঝর্ণ-ধারায় গ্লিসারিন বৃষ্টি করিতে হয় । চৌবাচ্চার চারিদিকৃ 'বরফ জলের বেষ্টনীর দ্বারা সৰ্ব্বদা ঠাণ্ড রাখা হয়। উহার তলদেশে অসংখ্য ছিদ্রপথে বায়ু বুদ্বদ চালিত করিয়া অ্যাসিড ও গ্লিসেরিনকে উত্তমরূপে মিশান হয়। এই মিশ্রণের ফলে নাইটিক এসিড ও গ্লিসারিনের মধ্যে রাসায়নিক ক্রিয়া হয় ও নাইট্রো-গ্নিসেরিন প্রস্তুত হয়। অতঃপর উহাকে উত্তমরূপে জলদ্বারা বার-বার ধৌত করা হয় ও অবশেষে ক্ষার-জলে (অ্যালকলি-জলে) ও পুনরায় বিশুদ্ধ জলে ধৌত করা হয় । তার পর যে ভারী তৈল-পদার্থ, পাওয়া যায়, উহাকে বিশুদ্ধ লবণের ভিতর দিয়া ফিলটার করা হয় অর্থাৎ ছাকা হয় ! কথায় বলিতে ইহা খুব সহজ, কিন্তু কার্য্যে এই প্রস্তুত-ব্যাপার ষে কত শক্ত ও বিপজ্জনক তাহ বলিতেছি। নাইট্রো-গ্নিসেরিন ষ্ট্রঞ্জতের নিমিত্ত সাধারণতঃ তিনটি ঘরের প্রয়োজন। ঘরগুলি পরস্পর হইতে প্রায় অৰ্দ্ধ -মাইল দূরে অবস্থিত ও ভূগর্ভে প্রোথিত হওয়া আবশ্বক। একটি ঘরে তিনজনের বেশী লোক কাজ করে না ও निवाité नायक पूक-जांशश्र ১৯১১ সালে বাকুদে আগুন লাগিয়া যাইবার পরের অবস্থ৷ প্রত্যেককেই সাধারণ পাদুকার পরিবর্তে বনাতে নিৰ্ম্মিত পাছক ব্যবহার করিতে ও নিঃশব্দে অতি ধীরে সাবধানে চলা-ফেরা করিতে হয়, যেন কোথাও কোনরূপ সংঘর্ষের হষ্টি ন হয়। প্রথম গৃহে অ্যাসিডের সহিত গ্লিসেরিন মিশন হয়। প্রতিমুহূৰ্ত্তেই চৌবাচ্চায় থার্মোমিটার নিমজ্জিত করিয়া তাপ পরীক্ষা করিতে হয়, যেন কোনক্রমে উহা ২৫ ডিগ্রির বেশী না হয়। যদি কোন কারণে হঠাৎ তাপের মাত্র। বেশী হইয়া যায়, তবে তৎক্ষণাং গ্নিসেরিন বৃষ্টি বন্ধ করা হয় ও চৌবাচ্চায় ভাসমান তৈলকে বরফজলে পূর্ণ অন্য এক চৌবাচ্চায় লইয়া গিয়া তাপ কমান হয় । ইহার কোনোখানে যদি তিলমাত্র ব্যতিক্রম হয়, অম্নি রুদ্রনাদে গগন-ভেদী বিস্ফোরণ শব্দ হইবে। এইসব বিপদ-নিবারণের জঙ্গই ঘরগুলিকে ভূগর্তে প্রোথিত, যথাসম্ভব কমসংখ্যক লোক নিযুক্ত ও বনাতের পাদুকার বন্দোবস্ত করিতে হয়। যাহাতে বিস্ফোরণ সংক্রামক ন হইতে পারে, তাহারও বিশেষ বন্দোবস্ত করিতে হয় ? মৃত্তিক-প্রোথিত “ সীসার নলের ভিতর দিয়া গৃহ হইতে গৃহস্তরে তুৈল সরবরাহ করা হয় । দ্বিতীয় ও তৃতীয় গৃহে ধৌত করা ও ছাকার