পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] coffs "frit (Le Petit Bengali) HT:n varð ভাষায় একখানি সাপ্তাহিক পত্র চার্লস ডুম্যান নামক ফরাসী আদালতের একজন উকিল কর্তৃক সম্পাদিত হইয়া প্রকাশিত হইত। উহাও অদ্বৈত-প্রেসে ছাপা হইত। ডুম্যান সাহেব এখানে কিছুকাল মেয়ারের কার্য্য করিয়াছিলেন। ইংরেজি ভাষায় ৮ শশিভূষণ মুখোপাধ্যায়সম্পাদিত বিভার’ ( The Beaver ) নামক একখানি & “CN5is of Étoi’ (Amateur Workshop) =[[No আর-একখানি ৮ঐশচন্দ্র বস্থ ও v কুসুমকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সম্পাদিত হইয়া প্রকাশিত হইত। প্ৰথমখানি ভবানীপুরে বিভাৱ-প্রেসে এবং দ্বিতীয়খানি এখানকার ব্যাস প্রেসে ছাপা হইত। Tit for Tat নামে আর-একখানি কাগজ অল্প দিন বাহির হইয়াছিল । প্রবর্তক পাবলিশিং হাউস হইতে শ্ৰীযুক্ত অরুণচন্দ্র Wö-Hoitso 'Briefé cofoig'(Standard Bearer) নামক একখানি ইংরেজি সাপ্তাহিক এখন প্রকাশিত হইয়া থাকে। অরুণ-বাবু বয়সে তরুণ হইলেও পত্রসম্পাদন-ক্ষমতার ও ইংরেজি এবং বাঙ্গলা ভাষায় লিখিবার খ্যাতি আছে। উক্ত পাবলিশিং হাউস্ হইতে প্রবর্তক-সঙ্ঘের নায়ক শ্ৰীযুক্ত মতিলাল রায়-সম্পাদিত ‘প্রবর্তক’-নামক বিবিধ বিষয়-সম্বলিত একখানি উচ্চাঙ্গের সচিত্র মাসিক ও শ্ৰীযুক্ত অরুণচন্দ্র দত্ত-সম্পাদিত 'নবসঙ্ঘ'নামক একখানি সাপ্তাহিক প্রকাশিত হইয়া থাকে। উহাতে এক্ষণে কেবল চন্দননগর-সম্পৰ্কীয় বিষয়ই স্থান পাইয়া থাকে। "প্ৰবৰ্ত্তক’ প্রথমে পাক্ষিক প্রকাশিত হইত এবং সম্পাদক ছিলেন পণ্ডিচারীর জেনারেল কাউন্সিলের অন্যতম সভ্য শ্ৰীযুক্ত মণীন্দ্রনাথ নায়েক, বি-এসসি । উহাতে মধ্যে মধ্যে চন্দননগর-সংবাদ একটি স্বতন্ত্র সংস্করণে বাহির হইত। শ্ৰীযুক্ত বীরেন্দ্রচন্দ্র সেন-নামক একজন বিদেশীয় ভদ্রলোক এখানে খাকিয়া মহাত্মা গান্ধীর “ইয়ং ইণ্ডিয়া-পত্ৰ অনুবাদ করিয়া “তরুণ ভারত’নামে প্রকাশ কষ্টিতেছেন । • বর্তমানে এখানে অন্ত সাময়িক পত্র না থাকিলেও বাহিরের প্রসিদ্ধ সাময়িক পত্রাদির লেখক বা অন্তরূপে বিশেষ-সম্পর্কিত লোকের অভাব নাই। হিতবাদীর চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় ᏄᏬ☾ সহকারী সম্পাদক শ্ৰীযুক্ত যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় ; Indian Planters Gazetteo Totto fosso শ্ৰীযুক্ত দয়ালকৃষ্ণ বন্ধ ; স্বপ্রসিদ্ধ বন্দেমাতরম্ পত্রের সহকারী সম্পাদক, 'আত্মশক্তি’র প্রতিষ্ঠাতা ও ভূতপূৰ্ব্ব সম্পাদক এবং অমৃতবাজার-পত্রিকার সম্পাদকীয় বিভাগের শ্ৰীযুক্ত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিবাস এই স্থানেই। এতদ্ভিন্ন শ্ৰীযুক্ত অরুণচন্দ্র দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, vকৃষ্ণমোহন মল্লিক * ঐযুক্ত কেশবচন্দ্র সাধু, কৃষ্ণলাল দাস এম-এ, কৃষ্ণচন্দ্র চৌধুরী এমএল-সি, কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, কবেন্দ্রনাথ দত্ত, ডাক্তার গগনচাদ নন্দী, চারুচন্দ্র রায় এম্-এ, স্বৰ্গীয় জ্ঞানশরণ চক্ৰবৰ্ত্তী কাব্যানন্দ এম্-এ পি-আর-এস, তিনকড়ি বন্দ্যোপাধ্যায়, শ্ৰীযুক্ত তারানাথ ভট্টাচাৰ্য্য, দয়ালচন্দ্র বক্ষ, নীরদবরণ মুখোপাধ্যায়, নরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য বি-এ বিদ্যাবিনোদ, ননীলাল দে, পূর্ণচন্দ্র দে, রায় বীরেশ্বর চক্রবর্তী বাহাদুর, ডাক্তার বারিদবরণ মুখোপাধ্যায় এল-এম্-এস, ডাক্তার বিরিঞ্চিমোহন কর, এল এম্-এস, বসন্তকুমার বন্দ্যোপাধ্যায় সরস্বতী বি-এ, মতিলাল রায়, মণিমোহন ভট্টাচাৰ্য্য বি-এ, কবিরাজ মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাবিনোদ বৈদ্যশাস্ত্রী, স্বৰ্গীয় যতীন্দ্রনাথ ঘোষ, শ্ৰীযুক্ত যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়, স্বৰ্গীয় শ্ৰীশচন্দ্র বস্থ, শ্ৰীযুক্ত শ্ৰীশচন্দ্র বন্ধ বার-এটু ল, শ্ৰীশচন্দ্র ঘোষ, সাগরচন্দ্র কুণ্ডু, হারাধন বক্সী ও হরিহর শেঠ প্রভৃতি লেখক বা সংবাদ-পত্রের রিপোর্টারগণ চন্দননগরবাসী । গ্রন্থ ও গ্রন্থকার চন্দননগরবাসী গ্রন্থকারগণের লিখিত সমুদয় গ্রন্থের নাম ও বিবরণ সংগ্রহ করা বা সংখ্যা নিৰ্দ্ধারণ করা দুরূহ। সৰ্ব্বসমেত মোট প্রায় একশত পচাত্তরখানি পুস্তক ও পুস্তিকার বিষয় আমি জানিতে পারিয়াছি। উহার

  • vকৃষ্ণমোহন মল্পিক মহাশয়ের নাম এক্ষণে অনেকের নিকট অজ্ঞাত। ইনি পূর্বকালের একজন চিন্তাশীল ইলেখৰ বলিয় পরিচিত ছিলেন। তিনি ভারত গভর্ণমেন্টের জুডিসিয়াল সেক্রেটারী অধীনে কৰ্ম্ম করিতেন । তিনি মুখোপাধ্যায় ম্যাগাজিনে লিখিতেন জন্ম ১৮৯১ খৃষ্টাব্দে, মৃত্যু ১৮৮৩ অক্ষে।

- প্রজাবষ্ণু ২২শে মাখ, ১২৮৯ সাল ।