পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] Reflexion of National Life and Character' নামে আর-একখানি গ্রন্থ রচনা করিয়াছেন, তাহা এখনও মুদ্রিত হয় নাই । স্বগীয় উপেন্দ্রনাথ গোস্বামী ভাগবত-ভূষণ ; –ইনি ভাগবতের স্ববিখ্যাত পণ্ডিত। চন্দননগর পালপাড়ার শ্ৰীশ্ৰীyহরিসভার আচাৰ্য্যরূপে যে-সকল বক্তৃতা দিয়াছিলেন,তাহ ১২৮৭, ৮৮,ও’ ৯০ সালে তিন খণ্ডে প্রকাশিত হইয়াছিল। এতদ্ভিন্ন বৈষ্ণবব্রততত্ত্বমূ’ (১২৯৬) নামে দুই খণ্ড বৈষ্ণবব্রতকৃত্য-বিষয়ক সংগ্রহপুস্তক প্রকাশ করিয়াছিলেন । ঐযুক্ত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,—প্রসিদ্ধ বোমার মামূলীর রাজনৈতিক বন্দীরূপে ইনি পরিচিত। বি-এ পৰ্য্যন্ত পড়িয় প্রথমে শিক্ষকতা করেন। সেই সময় তিনি বন্দী হন। মুক্তিলাভের পর তিনি ‘আত্মশক্তি’ নামে একখানি সাপ্তাহিক পত্র সম্পাদন ও প্রকাশ করেন। সেই সময়েই তিনি ‘জাতের বিড়ম্বন,’ ‘অনন্তানন্দের পত্র, "নিৰ্ব্বাসিতের আত্মকথা,’ ‘বর্তমান সমস্যা,’ ‘ধৰ্ম্ম ও কৰ্ম্ম, উনপঞ্চাশী, ও ‘সিন্‌ফিন’ নামক গ্রন্থগুলি প্রকাশ শ্ৰী উপেন্দ্রনাথ বল্যোপাধ্যায় চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় r—— - - ------- - リエ v কালীনাথ ঘোষ করেন । ইহার অনেক অংশ তাহার লিখিত সংবাদপত্রের প্রবন্ধসকল হইতে মুদ্রিত। সকল পুস্তকগুলিই প্রকাশিত হয়। এতদ্ভিঃ ইনি অনেক কাগজে অনেক প্রবন্ধ লিথিয়াছেন। ৬/ কৃষ্ণমোহন মল্লিক,—ইংরেজি ভাষায় ইহা অপেক্ষ। এখানকার কোন প্রাচীন লেখকের না জানিতে পারা যায় না। একশত পচিশ বংস পূৰ্ব্বে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন । তিf কলিকাতার গভর্ণমেণ্ট অফিসে নকলনবিশী কণা করিতেন । তথা র্তাহ ইংরেজি ভাষা ভালরূপে লিখিবার অভ্যাস হয় তিনি ব্যবসা-সম্বন্ধীয় কতিপযু চিস্ত শীল গবেষণাপ প্রবন্ধ লিথিযা বিশেধ খ্যাতি লাভ করেন। দেশ চিনির ব্যবসায় লোপ পাইবার সম্ভাবনা দেখি তিনি ১৮৪৮ খৃষ্টাব্দে একটি প্রবন্ধ লিখিয়াছিলেতৎকালীন গভর্ণর-জেনারেল লর্ড ডাল হাউ উহ! দেখিয়া ভূয়সী প্রশংসা করেন এবং উ মুদ্রাঙ্কণের অল্পমতি প্রদান করেন। ৫৭ বৎ ১৩২৮৷২৯ সালে ~ ~ " . + ~ ♥ فتح---- হইতেই প্রধাণতঃ