পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬ বোধন}-সমিতির প্রথম বার্ষিক রিপোর্ট বোধনী-সমিতির প্রথম বার্ষিক রিপোর্ট প্রকাশিত হইয়াছে। ইহা ৬-৫ বিজয় মুখুজ্যের গলি, ভবানীপুর, কলিকাতা, ঠিকানায় সম্পাদক যুক্ত গিরিজাভূষণ মুখোপাধ্যায়, এম-এ, বি-এল, মহাশয়ের নিকট পাওয়া ষয় । ইহাতে পাঠক দেখিতে পাইবেন, সমিতি বোধনীনিকেতনের গৃহনিৰ্ম্মাণ কার্ধ্যে অনেকটা অগ্রসর হইয়াছেন এবং ইংলণ্ডে শিক্ষিতা একটি বাঙালী মহিলাকে প্রিন্সিপ্যাল ও তত্ত্বাবধায়িক, স্বর্ণপদকপ্রাপ্ত এম্-বি ও ডি টি-এস্ পাস একজন ডাক্তারকে রেসিডেন্ট মেডিক্যাল স্থ পারিস্টেণ্ডেণ্ট, ও শুশ্রুষা ও গৃহস্থালীর কার্ধ্যে অভিজ্ঞা একটি মহিলাকে মেট্রন নিযুক্ত করিয়াছেন। তfভন্ন বড় বড় চিকিৎসক ও মনস্তত্বজ্ঞ নানা প্রকারে সাহায্য করিতে স্বীকৃত হইয়াছেন। এখন টাকার ७दtख ●थ८ब्रायन इहेब्रां८छ् । eधवांगौब्र शॉर्टरकब्र षनि প্রত্যেকে অল্পস্বল্প কিছুও দেন, তাহা হইলে এই প্রতিষ্ঠানটির প্রারম্ভিক আয়োজন সম্পূর্ণ করিয়া কাজ আরও অনায়াসে করা যায়। ভারতবর্ষে ভারতীয় জড়বুদ্ধি ছেলেমেয়েদের জন্য ইহাই একমাত্র প্রতিষ্ঠান । শান্তিনিকেতন কলেজ মাটিকুলেগুন ও ইন্টারমীডিয়েট পরীক্ষার ফল বাহির হইতে বেশী দেরি নাই। বাহারা তাহার পর কলেজে আরও উচ্চতর শিক্ষা লাভ করিতে চান, তাহাদিগকে অতঃপর কলেজ বাছিতে হইবে। যাহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য শিক্ষণীয় বিষয় ছাড়া কালচার বা কৃষ্টির জন্য আবশ্যক অন্য কতকগুলি বিষয়ও শিখিতে চান, প্রকৃতির সংস্পর্শে থাকিতে চান, বঙ্গের গ্রাম্য-জীবন পুনর্গঠন-প্রণালী শিখিতে চান, সংস্কৃত, পালি, হিন্দী, চৈনিক ও তিব্বতীয় সাহিত্যের ভিতর দিয়া ভারতবৰীয় প্রাচীন সভ্যতার সহিত ঘনিষ্ঠ পরিচয় চান, তাহদের পক্ষে শাভিনিকেতন करजब 4:ङ्कहे लिकाएक ब । नांना मिक निब्रा ७थानकांब्र গ্রন্থাগারের বৈশিষ্ট্য আছে। সংগীত চিত্রাঙ্কনাদি শিখাইবার উৎকৃষ্ট ব্যবস্থা থাকায় এবং এখানে নির্তয়ে ৫প্রবাসী ঠং So86 স্বচ্ছন্দে মুক্ত আকাশের তলে দীর্ঘ ভ্রমণ ও নিৰ্ম্মল বায়ুসেবনের স্থবিধা থাকায় এই কলেজ ছাত্রীদের পক্ষে বিশেষ উপযোগী। কলেজে মোট এক শতের বেশী ছাত্র-ছাত্রী লওয়া হয় না বলিয়া অধ্যাপকের প্রত্যেক ছাত্র ও ছাত্রীর অভাবের প্রতি মনোযোগ দিতে সমর্থ। গ্রীষ্মের ছুটির পর মোটে বাটটি ছাত্র-ছাত্রী লওয়া হইবে। প্রবাসীর বর্তমান সংখ্যার বিজ্ঞাপনসমূহের মধ্যে শাস্তিনিকেতন কলেজের ইংরেজী বিজ্ঞাপনে অঙ্ক নানা জ্ঞাতব্য বিষয় লিখিত হইয়াছে । অধ্যাপক যদুনাথ সিংহ ও অধ্যাপক রাধাকৃষ্ণনের মোকদমা অধ্যাপক যদুনাথ সিংহ ও অধ্যাপক রাধাকৃষ্ণনের মোকদ্ধমা উভয় পক্ষের সম্মতিক্রমে কলিকাতা হাইকোর্ট হইতে তুলিয়া লণ্ডয়া হইয়াছে। ইহার মিটমাটের সংবাদ ইংরেজী ও বাংলা কোন কোন খবরের কাগজে অসম্পূর্ণ আকারে বাহির না হইলে এ-বিষয়ে আমার কিছু লিখিবার কারণ ঘটিত না । এখন সংক্ষেপে মোকদ্বমা দুটি সম্বন্ধ কিছু বলিতে হইতেছে । ১৯২৯ সালের জানুয়ারী মাসের ‘মডার্ণ রিভিউতে অধ্যাপক বদ্ধনাথ সিংহের একটি চিঠি বাহির হয়। তাহা অধ্যাপক রাধাকৃষ্ণনের একখানি বহির প্রতিকুল সমালোচন। অধ্যাপক রাধাকৃষ্ণন এই চিঠির উত্তর দেন ও আমি তাহা প্রকাশ করি। অধ্যাপক যদুনাথ সিংহের প্রত্যুত্তর এবং অধ্যাপক রাধাকৃষ্ণনের প্রত্যুত্তরও আমি প্রকাশিত করি। ইহার পর অধ্যাপক যদুনাথ সিংহ যাহা লেখেন, তাহার উত্তরও আমি ছাপিতে প্রস্তুত, অধ্যাপক রাধাকৃষ্ণনকে তাহা জানান হয়। কিন্তু তিনি আর উত্তর দেন নাই। এই তর্কবিতর্ক উত্তর-প্রত্যুত্তর ১৯২৯ সালের মডান রিভিউয়ের জাম্বয়ারী হইতে এপ্রিল এই চারি সংখ্যায় চলিয়াছিল। তাহার পর ঐ বৎসর জুলাই মাসে অধ্যাপক যন্ত্রনাথ সিংহ কলিকাতা হাইকোটে अथTांशृक ब्रांषाङ्गकcनब्र नां८म कनिब्रादेछै छ८णब्र नाणिन করেন এবং ক্ষতিপূরণ দাৰি করেন । তদনভর অধ্যাপক