পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় জাবেগ ৩২৫ DBBB BDBB DD D DD DD DS DD DD DS পিসিমা খুরিয়া ঘুরিয়া উপর নীচে সমস্ত খর দেখিতে তুই যে মস্ত বাড়ির গিল্পী হয়েচিল! লাগিলেন। সরোজিনী সরলাকে এক পাইয়া বলিল, দিদি, তোমার নিজের ঘর দেখবে এস । সরোজিনী আর সরলার ঘর দেখিতে ঠিক এক রকম, গগনে গগনে বাজে গুরু গুরু রোল পূবে বাতাসের কোলে লেগেছে কি দোল মেঘে মেঘে বিরহিণী ছড়ায়েছে কেশ শাল তাল তমালের মহানৃত্য বেশ অরণ্যেরে মত্ত করে । পল্লবের কোলে সে দুঃসহ নৃত্যছায়া মুগ্ধ হয়ে দোলে পাংশু রাশি উড়ে চলে পথপ্রান্ত ঘিরে পল্লবের দীর্ঘশ্বাসে হৃদয়-মন্দিরে ওঠে মৰ্ম্মরিত রোল, অবসন্ন দিন যে উতল ধ্বনি তোলে তুলনাবিহীনতরঙ্গিত চিত্ততলে ছায় মেলে মেঘ অস্তরে অধীর হয় ছোটার আবেগ ; উথলিত হৃদয়ের নাহি মেলে তল, জানো কি সম্মুখে আছে কঠিন অর্গল ? অতি তুচ্ছ লাভ ক্ষতি ক্ষুদ্র নিন্দ ভুল তোমার এ আবেগের সেও সমতুল ? চিত্ত যবে উছলিত বিভোল আকুল নৃত্যশীল পদ পরে লাগে কত ধূলা সে ধূলা সহিতে যদি মনে থাকে বল বর্ষণমুখর রাতে ভাঙে। এ অর্গল আপনারে ছিন্ন করি সর্ববন্ধ হতে না মেলে তুলনা আজ ছুটেছি যে পথে ঘন তরু ছায়া নাই সে বিস্তীর্ণ পথ অরণ্য ঢাকে না তারে রোধে না পৰ্ব্বত নহে ফুশ্নমিত বন নহে দিশাহারা নহে মন্তপ্ত বালু,সেনহে সাহার সরোজিনী হাসিয়া বলিল,—ত হব না কেন ? আমি যে যমের বাড়ি থেকে ফিরে এসেচি ।

  • o

আবেগ সরল বলিল,- ভাগ্যিস তোকে দানোয় পেয়েছিল । জনহীন প্রান্তে যথা নিস্তব্ধ ধরণী বহুদূর সিন্ধুতটে চলেছে সরণী - বাতাসে বাতাসে পথে লাগে মহা দোল জলে জলে কল কল ধ্বনি উত্তরোল উচ্ছল ফেনিলময় উথলিত নীর একি লক্ষ মানবের চিত্ত সিন্ধুতীর ? উতল জোয়ার আসে জাগে ধ্বনি তারি হেথা মোর তরীখানি ভাসাতে না পারি এ আকুল বর্যারাতে শুনেছি যে ডাকৃ তারে স্মরি দিল্প বাপ তরী পড়ে থাক্। এ রাত কি হবে ভোর এই ক্লাস্তিহীন তরঙ্গের ওঠানামা বিরামবিহীন অবরুদ্ধ জীবনের ভাঙি ক্ষুদ্র কার ফেনিলোচ্ছল জল মেলে শতধারা গুষ্ঠিত অম্বরখানি অন্ধকারময় শতলক্ষতারাজ্যোতি অবরুদ্ধ রয় আঁধার শ্রাবণ রাতে হে রাজাধিরাজ চক্ষু মুদি যে সমূত্রে ঝাপায়েছি আজ ঘনঘোর বর্ষাপাতে যা লভেছি বল ভেবেছি করিন্থ মুক্ত কঠিন অর্গল এ রাত প্রভাত হ’লে সে আলোতে তবে এ উচ্ছল জলধারা এমনি কি রবে ? চক্ষে ঢালি দিবে আলো তরুণ তপন হবে না ত এ তপস্তা শ্রাবণ স্বপন—? নিৰ্ম্মল অম্বরে যবে কেটে যাবে মেঘ এরে কি কহিব স্বল্প নিশার আবেগ ?