পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

woS আর কোনো দিন কি এই অপরাধ সে নিজে ভুলিতে পরিবে, না অন্ত মানুষে ভুলিতে পারিবে ? মাতৃহত্যার পাতক তাহার সারাটা জীবন কি কালিমাময় করিম রাখিবে না ? ডাক্তারও দেখিতে দেখিতে আসিয়া পড়িলেন, যামিনীকে সরাইয়া রোগিণীকে পরীক্ষা করিয়া দেখিলেন। তাহার পর বাহির হইয়া বলিলেন, “জ্ঞান একবার হতে পারে, কিন্তু অবস্থা অত্যন্তই সীরিয়াস্ ” যামিনী আবার মায়ের খাটের উপর পড়িয়া কঁাদিতে লাগিল। মিহির খাইবার ঘরে হতবুদ্ধির মত বসিয়া রছিল। ডাক্তার, আয় এবং নৃপেন্দ্রবাবু মিলিয়া জ্ঞানদার পরিচর্য্যা করিতে লাগিলেন । এমন সময় হন হন করিয়া সুরেশ্বর আসিয়া হাজির হইল। বেশভূষার বিশেষ পরিপাট্য নাই, মুখে ক্রোধের ছাপ স্বম্পষ্ট। মিহিরকে সামনে দেখিয় জিজ্ঞাসা করিল, “তোমার মা কোথায় ? কেমন আছেন ?” মিহির বলিল, "ঐ ঘরে। ডাক্তার বলছে তিনি আর বাঁচবেন না।” স্বরেশ্বর অবাক হইয়া দাডাইয়া গেল। সে আসিয়াছিল জ্ঞানদার সঙ্গে একটা বোঝাপড়া করিতে, তিনি যে এমন ভাবে তাহাকে ফাকি দিয়া যাইবেন, তাহা সে ভাবে নাই। ঘরের ভিতর হইতে নৃপেন্দ্রবাবু ডাকিম৷ বলিলেন, “খোক, এদিকে এস, তোমার মা তোমায় খুঁজছেন।" SనOBO মিহির ছুটিা জ্ঞানদার ঘরে ঢুকিয় গেল। স্বরেশ্বর ধীরে ধীরে আসিয়া দরজার সামনে দাড়াইল । জ্ঞানদা চোখ খুলিয়া চাহিয়াছেন। কিন্তু কথা বলিবার শক্তি আর নাই। যামিনী র্তাহার একটা হাত ধরিয়া কাদিতেছে। মিহির গিয়া দিদির পাশে বসিয়া পড়িল । যামিনী দরজার দিকে চাহিয়া স্বরেশ্বরকে দেখিতে পাইল । হঠাৎ চোখ মুছিয়া মায়ের কানের কাছে ঝুঁকিয়া পড়িয় বলিল, “ম, আমি তোমার কথা শুনব, আর অবাধ্য হব না।” জ্ঞানদা হাত নাড়িতে চেষ্টা করিলেন, পারিলেন না । র্তাহার দুই চোখ দিম। জল পড়িতে লাগিল । নৃপেন্দ্রবাবু ইসার করিয়া সুরেশ্বরকে কাছে আসিতে বলিলেন। সে আস্তে আস্তে আসিয়া দাড়াইল। যামিনী উঠিয়া গিয়া তাহার পাশে দাড়াইল । চোখের জলে তাহার মুখ ভাসিয়া যাইতেছে। কম্পিত কণ্ঠে সে বলিল, “ময়ের কাছে আপনি যে প্রস্তাব করেছিলেন, আমি তাতে সম্মতি জানাচ্ছি।” মুরেশ্বর ধীরে ধীরে যামিনীর একখানি হাত নিজের হাতের মধ্যে তুলিয়া লইল। বলিবার কোনো কথা খুঁজিয়৷ পাইল না। - জ্ঞানদার মুখে যেন ক্ষীণ একটু হাসির রেখা দেখা দিল । তাহার পর চোখের দৃষ্টি দেখিতে দেখিতে স্থির হইয় গেল। সমাপ্ত