পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO8O মেহশোগুনা দেবী রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অল্পমতি দেওয়া হয় না। কিন্তু স্বখের বিষয়, এযাবৎ সকল বাঙালী ছাত্রীষ্ট প্রবেশের অনুমতি পাইয়াছেন । কুমারী সুরভি সিংহের সাফল্যের কথা পূৰ্ব্বেষ্ট বলা হইয়াছে । তিনি এবংসর ব্ৰহ্মভাষা-পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন । শ্ৰীমতী স্নেহশোভন দেবী, বি.এ, বি-টি মান্দ্রাজের অন্তর্গত কোকনদস্থিত পিঠাপুরম্ মহারাজের কলেজে ইংরেজী সাহিত্যের টিউটর নিযুক্ত হইয়াছেন। ইনি ঐ কলেজের ইংরেজী সাহিত্যের অধ্যাপক শ্ৰীযুক্ত বিনম্নভূষণ রক্ষিতের পী। অন্ধ, বিশ্ববিদ্যালয়ের মিশ্র-কলেজের অধ্যাপক মণ্ডলীতে মহিলার নিয়োগ এই প্রথম। সম্প্রতি ইনি পূৰ্ব্বগোদাবরী জেলার বোর্ড অফ সেকণ্ডারি এডুকেশ্বনের সভা মনোনীত হইয়াছেন। মান্দ্রাজ প্রদেশে বাঙালী মহিলার এইরূপ সম্মান এই প্রথম। পূৰ্ব্বে ইনি বাংলা গবর্ণমেণ্টের অধীনে স্কুল সমূহের এমিষ্টাণ্ট ইনস্পেক্টেস ছিলেন।