পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ՖԵ বাগদাদ । শিক্ষক সমিতির সন্ধাভোজের এক অংশ হ’ল যে, এই নাচগান সম্বন্ধে কোনও নিষেধ বিধি আছে কিম বা মোল্লার বারণ করেন কিনা। তিনি, “আমাদের বারণ করবে—” এই বলে হাসতে লাগলেন। কবি বলতে লাগলেন, “আমার বয়স যখন কম তখন তোমাদের এই স্বাধীন উত্তেজনাপূর্ণ জীবন, এই মুক্ত আকাশের নীচে প্রান্তহীন বাধাহীন মরুভূমিতে বাস এ-সকল আমার মনে অনেক উদ্দীপনা আনত। আমি তখন তোমাদের ঐ স্বন্দর ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে ভরবেগে শত্রুর পেছনে অনুধাবন এইসব স্বপ্ন দেখতাম।” এই বলতে বলতে তিনি র্তার আরব বেদুঈন সম্বন্ধে কবিত। দু-চার লাইন আবৃত্তি করলেন। এতক্ষণ শেখ মুহাইল এবং তার অনুচরবর্গ সকলেই সহাস্তমুখে “শহরে” ভদ্রপ্রথা মত অতি ধীর স্থির ভাবে বসেছিলেন, শুধু অমুচরদের মধ্যে দু-দশজনের মুখে অস্ত্রক্ষতের দাগ থেকে বুঝা যাচ্ছিল যে ইহার শান্তিপ্রিয় শহরবাসী নন। কবির কথা যেমন দোভাষী অনুবাদ করতে লাগলেন অম্নি যেন সভা মধ্যে একটা সাড় পড়ে গেল। শেখ মহাশয় বললেন “ই ? এই সব আপনার যৌবনের কামন ছিল ? কি আশ্চৰ্য্য, এইসব আমাদের সাধারণ ব্যাপার হয়ত আপনার কাছে অভদ্র ঠেকৃবে বলে আমি কোন আয়োজন করিনি। কিছু আগে যদি জানতাম এ-সব আপনার পছন্দ– দেখি কি ব্যবস্থা হতে পারে।” বলে তিনি কয়েকজন অনুচরকে মৃদুস্বরে কি বললেন, তার তৎক্ষণাৎ বেরিয়ে গেল। পরেই জানলা দিয়ে দেখলাম তার তীরবেগে ঘোড়া ছুটিয়ে দূরের ওয়েসিসগুলির দিকে যাচ্ছে। দেখতে দেখতে চারদিক থেকে লোকজন এসে পড়ল, হন্দুক, রাইফল, পিস্তল, তলোয়ারও বেরোলো অনেক । সকলে সশস্থ হয়ে তাবুর বাইরে ফাক জায়গায়