পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় দেশ-বিদেশের কথা— ভারতবর্ষ মজঃফরপুর বাঙালী ক্লাবের সদস্যবৃন্দ ও প্রবাসীর সম্পাদক BCTT DBS BBB BBB BBS BBBBS BBB BBB BBBB BBB BBB BBBLSSSS BB BB BBBB BBBBBBS BB KSBBBSS SBBBB ও অন্যবিধ চিত্তবিনোদনের এব’ পুস্তক পত্রিকাদি পড়িবার সুযোগ আছে । ক্লাবের সভ্যবৃন্দ একদিন সভা করিয় প্রবাসীর সম্পাদককে প্রতিজ্ঞাপন করেন ; এই সভায় স্থানীয় প্রায় সমৃদয় বাঙালী ভদ্রলোক ও ভদ্রমহিল৷ উপস্থিত ছিলেন। প্রবাসার সম্পাদককে বক্তৃত। করিতে হইয়াছিল। মজঃফরপুর কলেজের বাঙালী ছাত্রদের উদ্যোগিতায় মজঃফরপুরে অনেকের সহিত পরিচিত হইবার সুযোগ প্রবাসীর সম্পাদক পাইয়াছিলেন। পি-ই-এন সভার ভারতীয় শাখা-- কোন কোন বা লা দৈনিক ও সাপ্তাহিকে নিয়মুদ্রিত সংবাদটি বাহির হইয়াছে ,-- “ভিয়েনা, ২৭শে মে—ষ্ট্ৰীযুক্ত সুভাষচন্দ্র বল্প ক্রমেই আরোগ্যের দিকে অগ্রসর হইতেছেন। চাহার চিঠিপত্র লেখালেখির ফলে ীিযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর খ্ৰীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় যুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও স্তর সৰ্ব্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্যোগে ভারতে পি-ই-এস্ ক্লাবের একটি শাখা প্রতিষ্ঠিত হইতেছে।” পি-ই-এন নামক লেখক-সভার ভারতীয় শাখা প্রতিষ্ঠার সংবাদটিতে প্রবাসীর সম্পাদকের নাম থাকায় তাহাকে লিপিতে হইতেছে, যে তিনি এ-বিষয়ে কোন উদ্যোগ” করেন নাই এবং উদ্যোগিতার কোন প্রশংসা তিনি BBBB BBB BS SSS BB BB BBB SBBBBBS DD SBBBBS BBBBB B B BB BS BB BBBB Beee BBBS BBBB BB BBS BBB ButBB BBB BBBBBS BBB BBS BBBBS প্রবাসীর সম্পাদককে জানান যে ষ্টাঙ্গাকে এই সভার ভারতীয় শাখার অন্যতম সহকারী সভাপতি করিবার কথা সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় তুলিয়াড়েন । তদনুসারে ঐ ১৯১২ সালের ১৬ই ডিসেম্বর প্রবাসীর সম্পাদক অস্থ্যতম সঙ্গকারী সভাপতি হইতে রাঙ্গী হন। রবীন্দ্রনাথ আগে হইতেই সভাটির লণ্ডন কেন্দ্রের সম্মানিত সভ্য ছিলেন, এবং পরে ভারতীয় শাখার সভাপতি হইতে সন্মত হন। তপন ীিযুক্ত শুভাষচন্দ্র বস্ত মহাশয় রাজবন্দী ছিলেন তের মাস বন্দী থাকার পর বর্তমান বৎসরের ২৩শে ফেব্রুয়ার কারামুক্ত হষ্টয়া মার্চ মাসে তিনি ইউরোপে পদার্পণ করেন। ভারতীয় শাখার সম্পাদিক ম্যাডেম সোফিয়া ওয়াডিয়া এই বৎসর মে মাসের গোড়ায় এসোসিয়েটেড প্রেসের মারফৎ পি-ক্ট-এন সভার ভারতীয় শাপার যে বর্ণনা প্রচার করেন তাহাতে রবীন্দ্রনাথ ইহার সভাপতি এবং শ্ৰীমতী সরোজিনী নাইডু স্তর এলু রাধাকৃঞ্চন ও যুক্ত রামানন্দ চটেপাধ্যায় ইহার সহকারী সভাপতি হইতে রাজী হইয়াছেন, লেপ ছিল। মূল সভা ১৯৪১ সালে লণ্ডনে প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত ঔপন্যাসিক গঙ্গদোয়ার্দি ইহার সভাপতি ছিলেন। স্তাহার মৃত্যুর পর মিঃ এইচ-জি ওয়েলস্ সভাপতি হইয়াছেন। পৃথিবীতে ৩৫টি দেশে এই সভার ৫০টি শাপ আছে। ইঙ্গ লেখকদের অরাজনৈতিক সভা। ইঙ্গর নয়ট আন্তর্জাতিক সম্মেলন হইয়া গিয়াছে দশম সম্মেলন য়ুগোশ্লাভিয়াতে এই বৎসর হইবে ।