পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سb&080 অজয় বলিল, “কথাটাকে ওভাবে কখনো চিন্তা করিনি।” স্বলতা কহিলেন, “তাহলেই বুঝুন, বন্ধুত্বের ক্ষেত্রে দেওয়৷ নেওয়াতে বিশ্যে তফাৎ নেই কিছু, একটিকে ছেড়ে আর একটির অস্তিত্বই সম্ভব নয়। বন্ধুদের স্নেহ সহানুভূতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে, নিজে দুঃখ ভোগ করে, সেট দুঃখ তাদের দিয়ে আপনি তাদের কোনো উপকার কবৃছেন না। এইটেই বরং তাদের বলছেন, বন্ধুত্ব ভাবাবেগের জিনিস। মনেষ্ট তার উদয়, মনেই ভার লয়। অপরের কাছ থেকে কোনে স্বাৰ্থত্যাগ আশা করেন না এইজনোই যে নিজেও কারুর জন্যে কোনো স্বাৰ্থত্যাগ করতে আপনি প্রস্তুত নন। পৃথিবীতে অপরের জন্যে স্বার্থত্যাগ, অপরের জন্যে চিন্তু, অপরের জন্যে হাসিমূপে দুখভোগ, এ সমস্তের আপনার কাছে কোনো অর্থ নেই, কেবল নিজেকে নিয়ে থাকারই অর্থ আছে। স্বাখৰুদ্ধি থেকে কোনো কাজ করা আপনার সাধ্য নয় তা জানি, কিন্তু হৃদয়বৃত্তির ক্ষেত্রে আপনি অত্যন্ত স্বার্থপর মানু্য। আপনাকে আমি বলছি, আপনি দেখবেন।” অজয় নীরবে দুষ্ট ঠোট চাপিয়া অধোবদনে দাড়াইগ্লাচিল, ఏనDBO বলিয়া উঠিল, “আমাকে আর তিরস্কার করবেন না। যদি হবার হয় এইতেই আমার চৈতন্য হবে ।” কুলত প্রিয়গোপালকে ডাকিয়া কহিলেন, “আমাদের হয়েছে, এসে তুমি, এইবার যাওয়া যাক।” অজয়কে বলিলেন, “যদি কিছুমাত্র সহৃদয়ত আপনার মনে থাকে, আপনার উচিত হবে সুভদ্রের সঙ্গে দেখা করা, বীণার সঙ্গে দেখা করা।– আজ এই পৰ্যন্তই রইল।” পথে আসিতে প্রিয়গোপাল কহিলেন, “বোঝাতে পারলে একটুও ?” স্বলতা কহিলেন, “নিজে ইচ্ছে করে যে ভুল বুঝবে তাকে বোঝানো আমার কৰ্ম্ম নয়। দুঃখ পেতে এবং দিতেই ওর ভালো লাগে। আসলে মনের দিক দিয়ে ও পুরোদস্বর একটি সুইসাইডের টাইপ ।” প্রিয়গোপাল একটা হাই তুলিয়া কহিলেন, ‘তবু ওর মধ্যে কি দেখলে তোমরা সবাই মিলে কে জানে ?” মুলত কহিলেন, “ওর দুঃখটাকেই দেখেছি।” তারপর চুপ করিয়া গেলেন। ক্রমশঃ =چنئی" تنتی نباتات=z=EتیF আলোচনা “বাংলার অবনত ও অনুন্নত জাতি” বওঁমান বগের আষাঢ় মাসের প্রবাসীর ৪০৬ পৃষ্ঠায় “বাংলার অবনত ও অনুগ্নত জঙি" শীৰ্ষক প্রবন্ধে যুক্ত রামানুজ কর লিথিয়াছেন, মেদিনীপুর ও হাওড়া জেলায় মাহিষ্য জাতি জল আচরণীয় ধাকুড়া ও হুগলী জেলায় জল আচরণীয় নহে । মেদিনীপুর ও হাওড়া জেলার মাহ্যিগণের স্থায় হুগলী জেলার মাহ্যিও আচরণীয়। হুগলী জেলার আরামবাগ, স্ত্রীরামপুর, ও সদর মহকুমার বহু পল্লীতে মাছিয্যের পৃষ্ট জল রাষ্ট্ৰীয় প্রভৃতি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণগণ বহু পূৰ্ব্ব হইতে নিঃসঙ্কোচে গ্রহণ করিয়া থাকেন। রাঢ়ীয় ব্রাহ্মণ নিমন্ত্রিত হইয়া মাহিম্যের বাড়ি ভোজনাদিও করেন। স্বাকুড়া জেলার মাহিম জাতিও এই প্রকার জ্বলাচরণীয়। মাঙ্কিম্যজাতি বণ ব্রাহ্মণ স্বারা যাজি হয় না এতজ্জন্ত অনাচরণীয় নহে। শ্ৰীবনমালী পাল মেদিনীপুর ও হাওড়া জেলায় মাহ্যি জল আচরণীয়, কিন্তু বাঁকুড়া · হুগলী জেলার জল আচরণীয় নহে--ইহা সম্পূর্ণ ভ্রান্ত উক্তি। পুবেল অনাচরণীয় ছিল না এখনও নাই। শ্ৰীঅযোধ্যানাথ বিদ্যাবিনোদ