পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نهادبي লিখিয়া, নিজের নাম স্বাক্ষর করিয়া, কোটের মোহরের ছাপ দিলে তবে ব্যাঙ্ক চেকের টাকা দিবে। যদি মহিলা পর্দানশীন না হন এবং ইংরেজীতে নাম স্বাক্ষর করেন তাহা হইলে ম্যাজিষ্ট্রেটের সম্মুখে সহি না করিলেও ব্যাঙ্ক টাকা দিতে পারে । " - ব্যাঙ্ক হইতে যে-সব কারণে চেক্‌ ফেরৎ দেওয়া হয় তাহা অনেকে ঠিক বুঝিতে পারেন না বলিয়া এখানে সেবিষয় কিছু বলা প্রয়োজন । সাধারণতঃ যে-সব কারণে চেক্‌ • ফেরৎ দেওয়া হয় তাহার কয়েকটি এখানে উল্লেখ করিতেছি । Not arranged for (বন্দোবস্তের অভাব), বন্দোবস্তের অর্থ exceeds arrangement (son offs full cover not received ( সম্পূর্ণ টাকা জমা নাই ), refer to drawer (চেক-লেখকের নিকট অনুসন্ধান করুন, অর্থাৎ তাহার জমা টাকা নামমাত্র ) । এগুলির সব একই অর্থ, অর্থাৎ চেকু-লেখকের খাতায় চেক্ পাস হুইবার মত টাকা wit of I Effects not yet cleared, please present again, ইহার অর্থ এই যে চেকু-লেখকের খাতায় চেকু পাস হইবার মত টাকা উপস্থিত নাই, তবে তিনিও চেক্ জমা SనD8O দিয়াছেন এবং সেগুলির টাকা পাইলে তাহার লিখিত চেক্‌ পাস হইতে পারে। অর্ডার চেক্ হইলে র্যাহার নামে চেক্ দেওয়া হইয়াছে র্তাহার সহির অভাব অথবা সহিতে ভুলের জন্য, চেক্‌ ফেরৎ দেওয়া হয়। ব্যাঙ্কে সহির যে নমুনা দেওয়া হইয়াছে উহার সহিত চেকে সহির অমিল ; চেকে কোন প্রকার পরিবর্তন হইলে, পরিবর্তিত স্থানে চেকু-লেখকের পূর্ণ সহির প্রয়োজন ; চেকে যে-তারিখ লিখিত হইয়াছে উহার পূর্ববর্তী কোন তারিখে উহা ভাঙাইতে পারা যায় না । মনে করুন যদি চেকে তারিখ থাকে ৫ই জুলাই ১৯৩৩, তাহা হইলে ৪ঠা জুলাই ঐ চেক্‌ Sisters "tral oth all Payment stopped by drawer—চেকু-লেখক চেক্‌ ভাঙাইতে নিষেধ করিয়াছেন। চেক্‌ ভাঙাইবার পূৰ্ব্বে যদি চেকু-লেখক ব্যাঙ্কে সেই চেক্‌ ভাঙাইক্ষে নিষেধ করিম পত্র লেখেন তাহা হইলে উপরোক্ত কারণ লিখিয়া ব্যাঙ্ক চেকু ফেরৎ দিবে। যদি চেক্‌লেখক উক্ত নিষেধ-পত্র প্রত্যাহার করেন তাহ লইলে ব্যাঙ্ক উহা ভাঙাইবে । মোটামুটি যে-সব কারণ উল্লেখ করা হইয়াছে সেই কারণেই প্রায় চেকু ফেরৎ দেওয়া হয় ।