পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tుృty দেউল। ইহাদের বাড় তিন অঙ্গে রচিত, অর্থাৎ তাহাতে কেবল পাভাগ, জাংঘ ও বরগু আছে। সে হিসাবে ইহারা উড়িষ্যার পুরাতন রেখ দেউলের সহিত একগোত্রে পড়ে, তেলকুপি গ্রাম কিন্তু ইহাদের গঠন এত হালকা ধরণের ও গর্ভের সহিত অনুপাতে ইহাদের উচ্চতা এত বেশী যে, উড়িষ্যার বদলে তেলকুপিতে একটি অপেক্ষাকৃত আধুনিক মন্দির গয়া জেলার কোঞ্চ, দেও প্রভৃতি স্থানের মন্দিরের সহিত এগুলিকে এক গোত্রে ফেলিতে হয়। কিন্তু পরবর্তী মন্দিরগুলির

  • જi-ા>ા ;

SO8ం সহিত ইহার একটি প্রধান তফাৎ হইল জলার আকৃতিতে । তেলকুপির মন্দিরগুলির জলা গয়া জেলার জল অপেক্ষ অনেক চেপট ও অনেক বড়। তাহাতে তেলকুপির রেখ দেউলগুলিকে একটি বৈশিষ্ট্য দান করিয়াছে। তেলকুপির বাড় ও জলার সহিত যুক্ত ধ্বজা পুতিবার একটি পাথরের খাপেও আমরা উড়িষ্যার সহিত তাহার সম্বন্ধের খানিকটা অভাব দেখি। উড়িষ্যায় ত্রি-অঙ্গ-বাড়যুক্ত বোড়ামে চতুভূজ দেবীমূৰ্ত্তি, পার্থে গণেশ ও কাৰ্ত্তিক রেখ-দেউলে জাংঘে সচরাচর একটি শিখর বসান থাকে, কিন্তু তৎপরিবর্তে তেলকুপির জাংঘে কতকগুলি থামের আকৃতি খোদাই করিয়া দেওয়া হইয়াছে। ময়ূরভঞ্জের খিচিঙেও এই লক্ষশটি দেখিতে পাওয়া যায়। জলায় ধ্বজা পুতিবার জন্ত cषांश ठेऊबाबैौ कब्र ब्रांबनूङाम, उजब्रा थङ्कडि थप्नटन খুব চলতি আছে। মানভূম একসময়ে জৈনধর্শের একটি