পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

که به یادماه ه به ۹ : •ιτ " - ε প্রবাসী—বৈশাখ, ১৩৩০ اه مع جوقته هي عهعد ه . က္ဆို႔ႏွံႏွံႏွင့္ ႏိုင္ဆိုႏိုင္ပါျ { ২৩শ ভাগ, ১ম খণ্ড & to, "A-స్ట్లో

  • エ* 零み * 御ー●。 Z -

ফরাসী রাজদূতগণ শ্যামদেশের করে তার শরীর এমন অবসন্ন হয়ে পড়ল যে, আশ্রয়ের জন্য আর কোথাও পেতে না পেরে সেইপানেই তদ্ধ অচেতন অবস্থায় পড়ে' রক্টলেন । এইখানে, এই অবস্থায় তিনি একদিন ও একরাত্রি পড়ে ছিলেন । পরদিন ভোরবেলায় জ্ঞান হবার কিছু পরে তিনি একজন লোককে দেখতে পেলেন। এই লোকটিও আর একপানি জাহাজ ংস হওয়ায় কোনো রকমে তীরে এসে পৌছেছিল । তার সঙ্গে কথা বলতেই কনস্তস্ তাকে শুIমদেশের লোক বলে চিনতে পারলেন। শেষে তিনি জানতে পাবুলেন যে, সে শু্যামরাজের দত হ'য়ে পারস্তে যাত্র। করেছিল, পথে জাহাজ ডুবে যাওয়ায় তারও এই ছদশ। হয়েছে । কনস্তাস্ সেই অর্থ দিয়ে একগান। ছোটখাট জাহাজ কিনে সেই লোকটিকে সঙ্গে নিয়ে শু্যাম দেশে ফিরে এলেন । এই ব্যক্তি কনস্তাসের উপকার ভোলে নি । রাজদরবারে তার খুব খাতির ছিল, দেশে ফিরেই সে কনস্তাসকে রাজার কাছে নিয়ে যায়। এবং রাজার সঙ্গে পরিচয় হবার পর কিছুদিনের মধ্যেই তিনি রাজার একজন প্রিযপাত্ৰ হ’য়ে উঠলেন । কনসভ্যতাস শামিরাজ্যে খুব প্রতিপত্ত্বি বলেছিলেন, এবং নিজের রাঞ্জাকে অভিবাদন করিতেছেন অধ্যবসায়ের জোরে প্রভূত অর্থ ও উপাজ্জন করেছিলেন । এই সময় মালদারিনের। তার বিরুদ্ধে একট। ষড়মস্থ ক’রে তাকে ইত্য। করে । কনস্তাসের জীবনের ইতিহাসের সঙ্গে স্যাম দেশের মে-রাজার কাছে তিনি কাজ করতেন সেই রাজারও কিছু কিছু ইতিহাস পাওয়া যায়। ইতিহাসে এই রাজাকে ফ্র-নারাঙ্গ অথব| ধ।-চেী-চম্পক বল। ইয়েছে । এই রাজ। ত্ৰিশ বংসরের বেশী রাজত্ব করেছিলেন । তিনি খুব উদার ছিলেন এবং সমস্ত বিষয় শেপ বার তার বিশেষ আ গ্রহ ছিল । রাজ্যের সমস্ত ব্যাপারেঙ্গ তার লক্ষ্য থাকৃত এবং ইউরোপ ও এসিয়ার অন্যান্য দেশের সঙ্গে তিনি রাজনৈতিক সম্বন্ধ স্থাপনের জন্য সৰ্ব্বদা চেষ্টা করতেন । ফা-নারাষ্টয়ের রাজত্বের সময় যদিও পুথিবীর অন্যান্য দেশে অনেক বৰ্ব্বর শাস্তির প্রচলন ছিল, কিন্তু সে-সকল শাস্তির তুলনায়ু তার শাস্তির ব্যবস্থ আরও কঠিন ছিল । তিনি মিথ্যাবাদীদের জিভ কেটে ফেলতেন এবং নিন্দুক রমণীদের মুখ সেলাই করে দিতেন। একদিকে তিনি প্রজাদের অন্যায়ের জন্য যেমন কঠিন সাজ দিতেন, তেমনি আবার ভাল কাজের জন্য তাদের পুরস্কৃত করতেন ।