পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ নামে এক দৈত্যের করায়ত্ত হইল। স্কুট, তাহার কস্তা গুল্লডের ( Goniod ) নিকট উহা গচ্ছিত রাখিয় তাহাকে অত্যন্ত সতর্ক প্রহরায়. রাখিল, যেন কোন দেবত বা মানব এক্ট পানীয়ের আস্বাদ মাত্রও না পায়। গুল্লড এক পৰ্ব্বত-গহ্বরে লইয়া গিয়। উহার প্রহরায় রহিল । কিন্তু তাহাদের শত সতর্কতাসত্ত্বেও দেবতা-প্রধান ওডানের (Odin ) দৃষ্টিতে কিছুই এড়াইল না । ওডীন অমনিই দেবতাদের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন ; তথাপি এই পানীয়ের গুণের কথা শুনিয়া তিনিও ইহ লাভ করিবার জন্য দৈত্যদের দেশ ইয়টুন্‌-হেক্টমের (Jotun-heim ) দিকে রওনা হইলেন । ইয়র্টুন্‌ হেইমে আসিয়া ছদ্মবেশ ধারণ এবং নানা প্রকার কৌশল অবলম্বন করিয়া তিনি পৰ্ব্বত-গহবরে গুল্লডের নিকটে আসিয়া উপস্থিত হইলেন । সেখানে আসিয়। তিনি দেবরূপ ধারণ করিলেন এবং নিজের স্বার্থসিদ্ধির জন্যঙ্গ গুনলডের প্রণয়প্রার্থ হইলেন । তাহার বিশেষ অকিঞ্চনে গুন্‌লণ্ড, র্তাহার পত্নীত্বে স্বীকৃত হইলেন। ঐ অবস্থায় গুল্লডের সহিত তিন দিন পৰ্ব্বত-গহবরে বাস করিবার পর ওডীন সেই পানীয়ের তিন পাত্র হইতে তিন চুমুক মাত্র গ্রহণ করিতে অল্পমতি প্রাপ্ত হইলেন । কিন্তু ওর্ডান তিন চুমুকেই তিন পাত্রের সমস্ত পানীয় নিঃশেষে পান করিয়া ফেলিলেন । এইরূপে কাৰ্য্য-সিদ্ধি করিয়া ওডীন আবার স্বর্গের দিকে রওনা হইলেন দৈত্য স্বট ব্যাপার বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ তাহার পশ্চাদ্ধাবিত হইল ; কিন্তু ওডীনের নাগাল পাওয়া দূরে থাকুক দেবতাদের সম্মিলিত চেষ্টায় তাহাকে প্রাণ পৰ্য্যন্ত হারাইতে হুইল । স্বর্গের দেবতারা ঐ পানীয় ধারণ করিবার জন্য পাত্র প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন । ওডীন উৰ্দ্ধশ্বাসে ছুটিয়৷ আসিয়া যখন সেষ্ট পাত্রের মধ্যে সমস্ত উগিরণ করিতে গেলেন তখন তাহারই দুই চারি ফোটা মৰ্ত্ত্যভূমিতে গড়াইয়া পড়িল—ইহারই প্রসাদে জগতে কবিকুলের উদ্ভব। দেবতারা এই পানীয় বিশেষভাবে তাহাদের নিজেদের জন্যই রাখিলেন ; সময়ে সময়ে তাহাদেরই প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৩৩• AMAeeAe MMAeeMAMAeA AM MAAA AAAA AAAA S M AAAA AAAA AAAA AAAA AAAA S AAAAA AAAAeMAeS MSMSMMS SAAAA SAS A SAS SSAS SSAS SSAS A SAS S S AAAA S AAA S AAAA S [ ২৩শ ভাগ, ১ম খণ্ড جماعت. یہ جمہ: ح* مبا.م۔ جی مہ: یہ م۔ عہ প্রসাদে মরজগতের বিশেষ রুপা প্রাপ্ত দুই একজন মাত্র ইহার আস্বাদ লাভ করিয়া রুতার্থ হইত। সেই দুই একজন ভাগ্যবান ব্যক্তি তখন অলৌকিক সঙ্গীত-বিদ্যায় পৃথিবীতে অতুল কীৰ্ত্তি লাভ করিত। এইজন্য মানবেরা এবং দেবতারাও ওজীনকেই সঙ্গীত কবিতা বাগ্মিতার এবং দেশের চারণদেরও দেবত। বলিয়া স্বীকার করিতেন । S AAAAAA AAAA AAAA AAAA AAAA S AAAAA AAAA MA AA MA MAAA AAAA AAAA AAAAeeMMS Efsð ( Bragi ) যদিও ওউীনই ছিলেন কবিত্বশক্তির উদ্ভাবয়িত, তথাপি তিনি নিজে ইহার সদ্ব্যবহার বড় একটা করিতেন ন। ব্রাগীই উত্তরাধিকারসূত্রে এই শক্তি লাভ করিয়৷ সঙ্গীত এবং কবিতার দেবতারূপে পরিচিত । সমস্ত পুথিবীকে সঙ্গীতে মোহিত করিবার জন্যই যেম ব্রাগীর আবিৰ্ভাব । ব্ৰাগী ওডীন এবং গুনলডের পুত্র । গুনলডের সেই পৰ্ব্বতগহবরে ব্ৰাগী জন্মলাভ করিবামাত্রই বামনের মন্ত্রপূত একখানা স্বর্ণনিৰ্ম্মিত বেহাল| # দিয়া তাহাকে অভিনন্দন করিল এবং তাহীদেরই একখান। তরণীতে . স্থাপন করিয় তাহাকে বিশ্বরাজ্যে ছাড়িয়। দিল । তরণীখান। ধীরে ধীরে ভাসিয়৷ চলিল, ক্রমে পাতালপুরীর অন্ধকার রাজ্য ছাড়াইয়া মৰ্ত্ত্যভূমিতে ভাসিয়া উঠিল । ব্ৰাগী এ পর্য্যস্ত নিশ্চেষ্ট অবস্থায় ছিলেন , এইখানে আসিলে সেই সুদর্শন ও নিম্পাপ ভরণ দেবতা হঠাৎ উঠিয়। বসিলেন এবং বেহাল টানিয়া লইয়। জীবনের সঙ্গীত আরম্ভ করিলেন । সেই চমৎকার সঙ্গীতধ্বনি এক-একবার উঠিয়া স্বৰ্গরাজ্য পৰ্য্যন্ত স্পর্শ করিয়া আসিতে লাগিল, আবার এক-একবার মৃত্যুর দেবী হেলের ( Hel ) রাজ্য পৰ্য্যন্ত নামিয়া যাইতে লাগিল । গীতধ্বনির তালে তালে সেই তরণী সুৰ্য্যকরোজ্জল সলিলের উপর দিয়া ভাসিতে ভাসিতে অবিলম্বে কুলে আসিয়া পৌছিল । তখন সেই সৌম্যকাস্তি ও পাপলেশশূন্য তরুণ দেবত ব্ৰাগী নিঃশব্দে ও রিক্ত বনভূমির মধ্য

  • এই পুরাণের বামনের কারিগরিতে সিদ্ধহস্ত, দেবতাদের অস্ত্রশস্ত্র এবং দেবীদের অভিনব অলঙ্কারাদি প্রায়ই ইহাদের তৈয়ারী । হিন্দুপুরাণের বিশ্বকৰ্ম্ম ন হইলেও গ্রীকপুরাণের ভালুকাণের (Vulcan ) সহিত এ বিষয়ে ইহীদের খুবই সাদৃষ্ঠ দেখা যায়।