পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ) শিল্প-নগর এবং বাণিজ্য-কেন্দ্র মাস্হাইম ইত্যাদি শঙ্করও বিজেতাদের দখলে আসিল । কাজেই জাৰ্ম্মান-সমাজে রাইন-প্রেম জলিয়া উঠিয়াছে। সিনেমা-শিল্পের সাহায্যে আবালবৃদ্ধবনিতার হৃদয়ে সেই আগুন আরও জালাইয়া তোলা হইতেছে । আলোকচিত্রে জার্মানরা জাৰ্ম্মানীর পুরাণ ইতিহাস দেখিতেছে। রোমান সাম্রাজ্যের যুগে জাৰ্ম্মানরা কোথায় কিরূপ ভাবে বাস করিতেছিল তাহার চিত্রও প্রদত্ত হইতেছে । তাহার পর যুগে যুগে রাইন-দরিয়ার আশে পাশে জাৰ্ম্মান ও বিদেশী সভ্যতার সংঘর্ষ ঘটিয়াছিল। সেই সংঘর্ষগুলাও দেখানে হইতেছে। গেটের সমসাময়িক বন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসাধ্যাপক আবুন্ড টু শিখাইয়া গিয়াছিলেন—“রাইন জাৰ্ম্মানির একট সীমানামাত্র নয়।. এই দরিয়া জাম্মান সভ্যতার এক নাড়ী বিশেষ। ইহার দুইপারকার স্বদরবিস্তৃত জনপদগুলি সবই জাৰ্ম্মান জাতির জীবন-কেন্দ্র ।" এই-সকল দৃশ্য দেখাইবার সময় স্বদেশী গান গাওয়া হইতেছে । রাইন-ফিল্মে ঐতিহাসিক তথ্যই একমাত্র দৃশ্য বস্তু নয়। আল্পস্ পাহাড়ে রাইনের উৎপত্তি, পরে জার্মানিতে পতন এবং হল্যাণ্ডে মোহনা ইত্যাদি ভূগোল এবং ভূতত্বের অনেক কথাই আলোকচিত্রে আলোচিত হইতেছে। অধিকন্তু রাইনের উপরকার প্রত্যেক শহরের ফ্যাক্টরি, বন্দর, শিল্পসম্পদ, বিদ্যাগৌরব সবই চক্ষুগোচর হইতেছে । স্বদেশপ্রীতি জগাইবার সঙ্গে সঙ্গে সিনেমা-শিল্পীরা জনগণের জ্ঞানের সীমানা বাড়াইয়। দিতেছেন। )や( " ع. . কিনো-থিয়েটারগুলায় একসঙ্গে বহুবিধ সুকুমার শিল্পের সমাবেশ দরকার । হেনীস্ শহরের ইহুদি শাইলকের গল্প সিনেমায় দেখাইবার জন্য এক জাৰ্ম্মানফিলম্ কোম্পানী আয়োজন করিতেছে। শাইলক সম্বন্ধে ইতালীতে, ফ্রান্সে এবং ইংল্যাণ্ডে যে-সমুদয় কাহিনী অথবা নাটক আছে সেইগুলা হইতে মিলাইয়া মিশাইয়া একটা নাটক খাড়া করিবার জন্য শিলেমা-শিল্পে.লোক-শিক্ষা గ్రిశిd. ASAeSeSeSAASAASAASAASAAMAMAeMABAe eAeSAAA MAMS কবি ও নাট্যকার বাহাল হইয়াছেন । এই গেল লাহিত্যশিল্পের কাণ্ড । - পরে এই নাটকটাকে থিয়েটারে অভিনয় করা হইবে । তাহার জন্য একটা রঙ্গমঞ্চ দরকার । , সেই রঙ্গমঞ্চে সন্টনটীরা যথারীতি পালাটা অভিনয় করিবে - স্বল বাহুল্য এ এক দস্তুর-মতন নাট্য-শিল্পের ফরমায়েস । অবষ্ঠ অন্যান্ত নাটকের মন্থন- এই নাটক জনসাধারণের সম্মুখে অভিনীত হইবে না । নাটকের দৃশ্যের . পর দৃগুগুলার ফটােগ্রাফ, তোলার জন্যই এই নাটকের ব্যবস্থা হইবে । নাটক এ ক্ষেত্রে সিনেমা-শিল্পের মশালা বিশেষ । . . বুঝা যাইতেছে, ফটোগ্রাফী-শিল্পটাই ফিলম্ নাট্যের অতি প্রধান শিল্প । যে-সকল যন্ত্রের সাহায্যে আলোকচিত্র গ্রহণ করা হয় সেই যন্ত্রসমূহ তৈয়ারী করিবার কারখানাগুলার কথাও এই সঙ্গে মনে রাখিতে হইবে । নামজাদা ক্রুপ, কোম্পানী ড্রেস্ডেন শহরে সেই-সকল যন্ত্র তৈয়ারি করিবার বিরাট ফ্যাক্টরি কায়েম করিয়াছে। জাৰ্ম্মানির অনেক স্থানেই সিনেমা-সংক্রান্ত যন্ত্রাদি তৈয়ারি হইয়া থাকে । * . . শাইলকের কাহিনীর জন্য ইতালীয় আবহাওয়া দরকার। ফিল্ম কোম্পানীর ফটোগ্রাফারগণ হোনীস ইত্যাদি শহরের নানা দৃশু ফটোতে তুলিবার জন্য মোতায়েন আছে । অনেক সময়ে দূর বিদেশের অথবা দূর অতীতকালের ঘরবাড়ী রাস্তাঘাটগুলা বালিনেই তৈয়ারি করিয়া লওয়া হয় । এইজন্য ইতিহাস এবং ভূগোলবিষ্ঠার পণ্ডিতগণের সাহায্য লইয়া বাস্তু-শিল্পী ইঞ্জিনিয়াররা ইমারত পথ শড়ক প্রস্তুত করিয়া দেন । ভিন্ন ভিন্ন কাহিনীর জন্য ভিন্ন ভিন্ন শহর এবং ভিন্ন ভিন্ন আবেষ্টন গড়িয়া তোলা হয়। সেইগুলার ফটো তোলা হইয়া গেলে পর ভাঙিয়া ফেলা হইয়া থাকে । (8) এতগুল শিল্পের একত্র সমবায়ে কিনো-থিয়েটারের সৌষ্ঠব সাধিত হইতেছে । ভারতবর্ষের সিনেমায় “স্বরাজ” কায়েম করিতে হইলে এই ধরণের বহুবিধ