পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఫె{} این سیستمهای حومت SAAAAAA AAAASASASS ہم -- প্রবাসী—অঙ্গাঢ়, 9లిe [ ২৩শ ভাগ,১ম খঃ به تحه ۹عه ها همه حهسا-می است که با سمیه ی های تیمه-۹ SAAAAAAAS AAASASAAAAAS AAAAA AAAA AAAASAAAA স্বেরেশ্বর . হাসিয়া কহিল, “বিলক্ষণ ! আমিই ত লাভ-লোকপূানের ভেদ নির্ণয় করাও সহজ নয়। কিন্তু সে জীপনার কাছে ঋণী রয়েছি : কাল দয়া করে গিয়েছিলেন, তার পাণ্ট শোধ দিতে এলাম।" বিমান প্রত্যুত্তরে হাসিয়া কহিল, “তা হচ্ছে না! আমাদের চলতি কারবার এখন থেকে বরাবর চলবে । দেনা-পাওনা চুকিয়ে হিসাব বন্ধ করলে চলবে না।” স্বরেশ্বর একটু ইতস্ততঃ করিয়া স্মিতমুগে কহিল, “কারবার চলতিjরাগ্‌তে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেউলের সঙ্গে কারবার চালাতে গিয়ে দেখবেন যেন লোক্সান করে বস্বেন না ।” শুনিয়া বিমানবিহারী হাসিয়া কহিল, "লোক্সানের ভয় করতে গেলে লাভের সম্ভাবনা থাকে না । তা ছাড়া কথা পরে হবে। আপনার হাতের অবস্থা কেমন বলুন ?” হাতের অবস্থা ভালই ছিল ; সংক্ষেপে সে কথা শেখ করিয়া স্বরেশ্বর কহিল, “যদি অসুবিধা না হয়, ত চলুন প্রমদা-বাবুর ঋণটাও শোধ করে আসি । তিনি কাল বিকেলে আমাকে দেখতে গিয়েছিলেন।” বিমান হাসিয়া কহিল, "চলুন . কিন্তু সেখানেও কারবার বন্ধ হবে না ; সেখানে আপনার অনেকগুলি খাতক। প্রমদা-বাৰু আপনার ঋণ শোধ করতে যান নি, সুদ দিতে গিয়েছিলেন।” বলিয়া বিমান হাসিতে লাগিল । (ক্রমশ: ) শ্ৰী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সিনেমাশিপে লোক-শিক্ষা ( . ) জাৰ্ম্মানির সিনেম ( কিনে ) থিয়েটারগুলায় আজ-কাল অতি উচ্চ শ্রেণীর বৈজ্ঞানিক ফিল্ম্ দেখানে হইতেছে। হিরয়েনার প্রসিদ্ধ চিকিৎসক শ্ৰীযুক্ত ষ্টাইনাকু মানুষের যৌবন বাড়াইয়া দিবার এক কৌশল উদ্ভাবন করিয়াছেন । বহুদিন হইতে র্তাহার ল্যাবরেটরিতে এইদিকে পরীক্ষা চলিতেছিল। এই পরীক্ষাগুলা আলোক-চিত্রের সাহায্যে জনসাধারণের গোচর করা হইতেছে। অস্ত্রচিকিৎসা, শরীরবিদ্যা, অস্থিতত্ত্ব এবং পশুবিজ্ঞান ইত্যাদি শাস্ত্র যাহার আলোচনা করিয়া থাকেন, তাহারা পরীক্ষাগৃহের ভিতরকার জটিলতাগুলা বেশ বিশেষরূপেই অবগত আছেন। সেইগুলার ছবি তোলা এবং ছবি তুলিয়া নাটকের আকারে প্রচার করা যার-পর-নাই বাহাদুরির কথা সন্দেহ নাই । - ষ্টাইনকের যৌবন-বৃদ্ধি-প্রণালী দেখিতে আসিয়া জাৰ্ম্মান নরনারীর জীবজন্তুর জীবন গঠনরীতি সহজেই বুঝিতে পারিতেছে। বুড়া পশুগুলাকে নেহাৎ অকৰ্ম্মণ্য অবস্থা হইতে কেমন করিয়া চাঙ্গা করিয়া তোলা হইয়াছে তাহার সচিত্র বিবরণ অতি সরলভাবে বুঝানো হইতেছে। কয়েকজন মানুষও ষ্টাইনাকের অস্ত্রচিকিৎসার প্রভাবে স্বফল লাভ করিয়াছে। বৃদ্ধাবস্থায় তাহারা কিরূপে আবার যৌবনের শক্তি ও স্বাস্থ্য অনেক পরিমাণে ফিরিয়া পাইয়াছে তাহাও ফিলমের দৃশ্যাবলীতে “অভিনীত” হইতেছে । - ফিল্ম-শিল্পের আলোকচিত্রের সাহায্যে এতদিন জগতের সর্বত্র নানাদেশের প্রাকৃতিক ভৌগোলিক এবং সামাজিক দৃপ্ত দেখানো হইতেছিল। জনসাধারণের ভিতৱ শিক্ষা প্রচারের কাজে সিনেমা-থিয়েটার অনেক সাহায্য করিয়াছে। এক্ষণে উচ্চতম এবং দুরূহতম বিজ্ঞানের অনুসন্ধানগুলাও “রাস্তার লোকের” সেবায় লাগিতে চলিল । অধিকন্তু, ইস্কুল-কলেজের , ল্যাবরেটারিতে যে-সকল ছাত্র ছাত্রী বিজ্ঞান শিখিতেছে, তাহাদের পক্ষে সিনেমার চিত্রগুলা পরম স্বহং বিবেচিত হইবে ।

  • - ( २ ) - রাইন-জনপদের ভিন্ন ভিন্ন অংশ একে একে জাৰ্ম্মানদের হাতছাড়া হইতেছে। রুর অঞ্চল জাৰ্ম্মানসা ফিরাইয়া পাইবে বলিয়া বিশ্বাস হয় না। এ দিকে সম্প্রতি আবার দক্ষিণ রাইনের উপরকার সর্বপ্রসিদ্ধ