পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్హోళ్కీ, జ: #. জ্ঞানিম৷ হাট পথে আমাদের সহিত তিন দল নেপালী তীর্থযাত্রীর সাক্ষাৎ হইল। তাহারা তীর্থদর্শনাস্তে বাড়ী ফিরিতেছিল। মানস-সরোবর হইতে প্রত্যাগত দুইটি ভারতীয় তীর্থযাত্রীর সহিত আমাদের পথে দেখা হইল। ইহাদের একজন কুমাউনের ওভারসিয়ার, অপরজন একটি বেহারী। পথে আমাদের সহিত আরও তিনজন ভারতীয় সাধুর সাক্ষাৎ হয়—ইহা ছাড়া আমাদের সহিত আর কোন ভারতবাসীর সাক্ষাংলাভ ঘটে নাই । বনের মধ্যে একটি ছোট নদীর তীরে আমরা র্তাবু খাটাইলাম। হঠাৎ একজন বলবান তিব্বতী পুরুষ সস্ত্রীক আসিয়া উপস্থিত হইল। লোকটি আমাদের সঙ্গে বাক্যালাপ করিবার চেষ্টা করিল । কিন্তু আমরা তাহার কথা কিছুই বুঝিতে না পারায় তাহারা চলিয়৷ গেল । উহার দস্থ্য—বোধ হয় আমাদের সংখ্যাধিক্য ও বন্দুক দেখিয়া ভীত লইয়া পলায়ন করিল। এ স্থানটিতে ভয়ঙ্কর শীত ; বাতাসও অত্যন্ত ঠাণ্ডা। যাহাতে শরীরের অনাবৃত অংশগুলি না ফাটে সেইজন্য সাবধান হইলাম। এখান হইতেই অকুমান করিলাম তিব্বতে কি ভীষণ শীত । ২৬শে তারিখে আমরা গুরুল গিরিবত্ম দিয়া লাডক পৰ্ব্বত ( ১৬২০০ ফুট উচ্চ ) অতিক্রম করিলাম । দক্ষিণে গুরুল-মান্ধাত পৰ্ব্বত । প্রবাদ সে রাজা মান্ধাতা এখানে তপস্ত। করিয়াছিলেন বলিয়া ইহার নাম গুরুমান্ধাত। ১৯০৫ খৃষ্টাব্দে মিঃ লংষ্টাফু এই পৰ্ব্বতশিখরে আরোহণ করিতে গিয়া বিফল-মনোরথ হইয়াছিলেন । আমাদের পশ্চাতে হিমালয়-পৰ্ব্বত দেখা যাইতে লাগিল । প্রবাসী-আষাঢ়, - ১৩৩e s ২৩শ ভাগ, ১ম খণ্ড AeSzAeAMAeeSAeSAMeSAASAASAAeeS বেলা দশটার সময় আমরা গিরিবত্মটির - সর্বোচ্চস্থানে উপস্থিত হইলাম। এখান হইতেই আমরা এক ঝলক্‌ কৈলাসপৰ্ব্বতের তুষারমণ্ডিত ত্রিকোণ চুড়াটি দেখিতে পাইলাম। এই বিশাল এবং মহিমাময় পৰ্ব্বতটির সনদর্শন লাভ করিবার I জন্যই আমরা এত শ্রম স্বীকার করিয়া এতদূর আসিয়াছি। আরও এক দিনের পথ অতিক্রম করিলে আমরা কৈলাসপৰ্ব্বতের সন্নিকটে যাইব । বাতাসের লঘুত্ব হেতু এ প্রদেশের দূরত্ব ঠিক করা যায় না। এই পৰ্ব্বত হইতে আমাদের বামদিকে রাক্ষস তাল । মানসসরোবর এখনও দেখিতে পাই নাই । কৈলাসপৰ্ব্বত গুরুল-পৰ্ব্বত হইতে উচ্চতায় ছোট। এই মহিমামণ্ডিত বিশাল পৰ্ব্বতটির সহিত অন্য কোন পৰ্ব্বতের তুলনা করা যায় না; কারণ সহস্ৰ সহস্র বর্ষ ধরিয়া লোকে ইহাকে মহাদেবের আবাসস্থল বলিয়া পূজা করিয়া আসিতেছে। মহাদেবের যে মূৰ্ত্তিকে হিন্দুর