পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২৬ SAAAAAA AAASA SAASAASSAAAAA AAAA S AAAAA SAAAAA SAAAAA S AAAA S যুগপৎ সংস্কারের আবশ্ব কতায় বিশ্বাসী র্যাহারা ছিলেন, তাহাদের মধ্যে স্যার নারায়ণ গণেশ চন্দাববৃকর সর্বাপেক্ষা বিখ্যাত ছিলেন। রাজনীতিক্ষেত্রে তিনি সেকালের কংগ্রেসের সহিত যুক্ত ছিলেন এবং উহার সভাপতি হইয়াছিলেন। সমাজ-সংস্কার-ক্ষেত্রে তিনি দীর্ঘকাল ভারতবর্ষীয় সমাজসংস্কার কনফারেন্সের সাধারণ সেক্রেটরী ছিলেন । সমাজসেবক সংঘের তিনি সভাপতি ছিলেন । অবনতশ্রেণীর লোকদের প্রতি তাহার গভীর সহানুভূতি ছিল, এবং তাহাদের মধ্যে যে খাটি ভক্তিভাব আছে, তদ্বিষয়ে তাহার লেখাগুলি মৰ্ম্মস্পর্শী । তিনি সুবক্ত ছিলেন। তিনি বোম্বাই প্রার্থন। সমাজের সভাপতি ছিলেন । তিনি বোম্বাই হাইকোর্টের জজিয়তী হইতে অবসর লইবার পর কিছুকাল ইন্দোরের দেওয়ান ছিলেন। মৃত্যুকালে তিনি বোম্বাই ব্যবস্থাপক সভার সভাপতি ছিলেন । শেষ পর্য্যন্ত র্তাহাব দেইমনের শক্তি অক্ষুণ্ণ এবং অধ্যয়নাইরাগ প্রবল ছিল । তিনি ভক্ত, ধৰ্ম্মপিপাস, সহৃদয় ও সদালাপী লোক ছিলেন । তাহার রাজনৈতিক মতের সহিত সব বিষয়ে আমাদের মতের মিল ছিল ন । সেইজন্য কখন কখন তাহার সমালোচনা ও করিয়াছি । কিন্তু তাঙ্গার জন্য তাহাব সহিত কখন অসদ্ভাব ঘটে নাই । আমেরিকায় ভারতীয় এ পয্যন্ত কয়েক জন ভারসুয় সামেরিকায় বাসুিন্দ। হইয় পৌর আধকার ( citizenship ) পাইয়াছিলেন । কিন্তু সম্প্রতি তথাকার সুপ্রীম কোট ভগৎ সিং ঠিন্দ নামক একজন পঞ্জাবীর বিরুদ্ধে এই রায় দিয়াছেন, যে, উচ্চবর্ণের হিন্দুরা ( নিম্নবর্ণের ত কথাই নাই) আমেরিকার পেীর-অধিকারবিশিষ্ট বাসিন্দা প্রজা হইতে পারে ন! । তথাকার আইনে বলে, যে, আফ্রিকার আদিম নিবাসীরা qąs “afst= cą z Tryri” (free white person ) ভিন্ন অন্য কোন আগন্তুক ঐ অধিকার পাইতে পারে ন। আগে আগে যে-সব ভারতীয়কে যখন ঐ অধিকার দেওয়া হয়, তখন ফী হোয়াইটু পাসনের মানে ককেশীয় করা হইয়াছিল, এবং ধরা হইয়াছিল যে হিন্দুর ককেশীয়। প্রবাসী—আষাঢ়, రిరిe SS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS [ ২৩শ ভাগ, ১ম খণ্ড এখন বলা হইতেছে, যে, ফ্ৰী হোয়াইট, পাসনের মানে ককেশীয় নহে, এবং হিন্দুরা ফ্রী হোয়াইটু পার্সন নহে। যাহা হউক, এই আইনের মানে যাহাই হউক, ইহার মূলে ন্যায়ধৰ্ম্ম কিছুই নাই। নিগ্রেীরা যে অধিকার পাইতে পারে, হিন্দুরা নিশ্চয়ই তাহার অধিকারী। স্বপ্রীম কোর্টের এই রায়ের ফলে কালিফৰ্ণিয়ায় ও অন্যত্র বিস্তর হিন্দু ভূম্যধিকারী ও চাষী বেদখল হইবে। অনেক আমেরিকান ব্যবসাদারের ও মিশনারী সমিতির ভারতে ভূসম্পত্তি আছে। সেগুলি হইতে র্তাহাদিগকে বেদখল করিলে কেমন লাগে ? অবশ্য আমেরিকানরা জানে ব্রিটিশ-বন্ধুর থাকিতে ভারতীয়েরা এরূপ কিছু করিতে সমর্প হইবে না । ভগৎসিং ঠিন্দ, ইহাকে সম্পতি আমেরিকীব যুক্তরাষ্ট্রের নাগরিকের অধিকার হইতে বঞ্চিত করা হইয়াছে ব্যারিষ্টার যুক্ত ইন্দুভূষণ সেন আমেরিক হইতে এই রাষ সম্বন্ধে ইণ্ডিয়ান ড়েলী নিউসে একটি চিঠি লিথিয়াছেন । তাহ বেশ বিশদভাবে লিপিত। এ বিষয়ে জুন মাসের মডান রিভিউয়ে আমেরিকার অধ্যাপক সুধীন্দ্র বস্তুর ও একটি প্রবন্ধ আছে।