পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যt ] রাখা একেবারে খাটি অপব্যয় । কারণ, জাপানে মাসিক bf*l cR Era তথাকার ৬৯৩২ মাইল বিস্তৃত • • • ذ۔ সরকারী রেলওয়েগুলির জন্য একজন সম্পূর্ণ উপযুক্ত লোক এই কাজের জন্ত পাওয়া যায় ; সুইটজারল্যাণ্ডে সৰ্ব্বাপেক্ষা উচ্চপদস্থ রেলওয়ে কৰ্ম্মচারীর বেতন ১, ৪২ টাকা ; বেলজিয়ম্, ডেনমার্ক, নরওয়ে, ইটালী, চীন প্রভৃতি দেশে রেলওয়ে-ম্যানেজারের বেতন হইতে ১৬০০ টাকার মধ্যে। ঐ-সব দেশের এই প্রকার বেতনের হার দেখিয়া ভারতবর্ষীয় করদাতাদিগের নিকট হইতে দেশের রেলওয়ে-কৰ্ম্মচারীগণের জন্য অত উচ্চ বেতন আদায় করা অত্যন্ত অন্যায় বলিয়া বোধ হয় । “সৰ্ব্বাপেক্ষা উচ্চপদস্থ কৰ্ম্মচারী এবং নিম্নতম কৰ্ম্মীর বেতনের মধ্যে যে কি প্রকার আকাশ-পাতাল প্রভেদ তাহা ভাবিলে অবাক হইয় ঘাইতে হয় । দেশের লোক অল্পবস্ত্রের চিন্তায় ব্যতিব্যস্ত, কিন্তু দেশের ধনসম্পদ যা কিছু তাহ ইউরোপীয়ানরাই ভোগ করিতেছেন, ইহা হইতে তাহাই প্রমাণ হয়। রেলওয়ে এজেণ্ট যিনি, তিনি র্তাহার অধীনস্থ ৩৫০ বা ৪০০ জন কৰ্ম্মীকে যত টাকা বেতন দেন, নিজে একলাই তাহ গ্রহণ করেন । ৩৫০ জন বা ৪০০ জন ভারতবর্ষীয় কৰ্ম্মচারীর যত টাকার প্রয়োজন, একলা তাহার তত টাকার প্রয়োজন বাস্তবিকই আছে কি ? ইহার তুলন। জগতের আর কোনে দেশে মেলা ভার। ভারতবর্ষে রেলওয়ে এজেণ্টের নূ্যনতম বেতন একজন নিম্নশ্রেণীর কৰ্ম্মচারীর নূ্যনতম বেতনের >"Vか○ চারিশত গুণ । অন্যান্য দেশে কি অকুপাতে বেতন দেওয়া হয়, তাহ প্রদত্ত হইল। নু্যনতমবেতন উচ্চতমবেতন ডেনমার্ক S : Vo) ইটালী X We হল্যাণ্ড, S * নরওয়ে S 3 o বেলজিয়ম্ > Եফ্রান্স, > ১৩ স্বইটজারল্যাণ্ড > >8 ՊՀաՖԵ বিবিধ প্রসঙ্গ-কাশ্মীরে তাত ও চরকা dఅఫి নূ্যনতমবেতন উচ্চতমবেতন জাপান > - ३२ চীন X : \אס “নিখিল-ভারতীয়-রেলওয়ে-কৰ্ম্মী-সম্মিলন স্থির করিয়াছেন, যে, একজন নিম্নপদস্থকৰ্ম্মীকে সৰ্ব্বাপেক্ষা কম যে বেতন দেওয়া হয়, তাহার পচিশ গুণ অপেক্ষণ অধিক বেতন কোনো কৰ্ম্মচারীকেই দেওয়া উচিত নয়। এই প্রকার স্থির করিয়া তাহারা ভালই করিয়াছেন। অধিকাংশ অন্যান্য দেশে যে অনুপাতে বেতন দেওয়া হয়, ইহা তাহার তুলনায় অনেক অধিক।” রেলওয়ে বিভাগ সম্বন্ধে রায় সাহেব চন্দ্রিক প্রসাদ যাহা বলিয়াছেন, তাহ কম-বেশী সকল সরকারী ও বেসরকারী কার্যবিভাগ সম্বন্ধে সত্য। শিক্ষাবিভাগ ধরুন । ডিরেক্টর বা শিক্ষাকৰ্ম্মাধ্যক্ষ বেতন পান মাসে তিন হাজার টাকা, কিন্তু পাঠশালার একজন গুরুমহাশয় পান মাসিক ৫।৭৷১০ টাকা । অর্থাৎ ডিরেক্টর গুরুমহাশয় ৬; ০৪০০।৩০০ গুণ বেতন পান। শিক্ষামন্ত্রী পান গুরুমহাশয়ের ১০০ •৷৭৬২৷৫৩৩ গুণ । পুলিস বিভাগের চৌকিদার ও পাহারাওয়ালাদের বেতন এবং ইনস্পেক্টরজেনারেলের বেতনে এইরূপ অন্যায় প্রভেদ দেখা যায়। অন্য কোন দেশে এইরূপ প্রভেদ নাই । কাশ্মীরে তাত ও চরকা

  • ওয়েলফেয়ার' নামক মাসিক পত্রে রায় সাহেব চন্দ্রিক প্রসাদ যে প্রবন্ধ লিপিয়াছেন, তাহাতে নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া যায় :

“কাশ্মীরে তাত ও চরকা এখনও পুরা দমে চলিতেছে। পশমের লুই ও পটু, প্রচুর পরিমাণে তৈয়ারী করা হইতেছে, যদিও উহা পূর্বের মত উচুদরের জিনিষ হইতেছে না। ভারতবর্যের অন্যান্য স্থানগুলির কাশ্মীরের দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। "কাশ্মীরের পশমের শিল্প ঐ দেশের কৃষিকর্শেরই একটি অঙ্গ। কৃষকেরা সকলেই কতকগুলি করিয়া মেষ পালন করে, এবং একপ্রকার ছোট আঁশওয়ালা তুলার