পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ సిన్చీ মুসলমান মহিলা সমবেত হইয়াছিলেন । অনেক পদস্থ ভদ্রলোকেও এই সভাতে যোগদান করিয়াছিলেন । মহিলা ডেলিগেশনের সভানেত্রী খাতুন হুদা শয়রা, সৈয়দানবুই মুসা ও সৈয়দ জীজনৰ্বই ও র্তাহাদের মহিলাসহচরগণ সভায় উপস্থিত ছিলেন। ইহাদিগকে বিদায় দিবার জন্য মিশরের অন্যতম মন্ত্রী মহমুদ পাশাও উপস্থিত ছিলেন । “আল আখবার” সংবাদপত্রের একজন মহিলা প্রতিনিধি ইছাদের সহিত সাক্ষাৎ করত: সম্পাদকগণের পক্ষ হইতে ইহাদিগকে অভিনন্দিত করিয়ু বলিয়াছিলেন যে, মিশরের সকল সম্পাদকই এই সাধু উদ্দেশ্যের প্রতি সহানুভূতিসম্পন্ন। উক্ত সংবাদপত্রের প্রতিনিধির নিকট খাতুন হুদা বলিয়াছেন— “স্বদেশের পদদলিত, লাঞ্ছিত নারীদের এইরূপভাবে সেবা করা আমাদের উদ্দেশ্য যাহাতে র্তাহারা ন্যায্য সম্মান ও প্রতিপত্তির অধিকারিণী হইতে পারেন ও জাতীয় আন্দোলনের সাহায্যকারিণী হইয়া দেশের বন্ধন মোচন করিতে পারেন ।” তিনি সম্মিলনীতে একটি প্রবন্ধ পাঠ করিবেন বলিয়। মত প্রকাশ করিয়াছেন। মোসলেম রমণীর পূৰ্ব্বে স্বাধীনতা ও সৰ্ব্বপ্রকার অধিকারে অধিকারিণী হইয়াও কিরূপে সমস্ত অধিকার হইতে বঞ্চিত হইয়াছেন এই প্রবন্ধে তাহাই বিশদরূপে আলোচিত হইবে । আমেরিকায় পাঞ্জাবী মহিলা লীযুক্ত স্নশীল দেবী পাঞ্জাবের একজন সন্ত্রান্ত জমিদারের পত্নী । তিনি যথাসাধ্য চেষ্টা করিয়। বিধবাদের সাহায্যের জন্য একটি শিল্প-বিদ্যালয় স্থাপন করিয়াছেন । সেই বিদ্যালয়ের উৎপন্ন শিল্প-দ্রব্যাদি বিক্রয় করিবার নিমিত্ত ও ভারতীয় নারীদের কথা প্রচার করিবার উদ্দেশ্যে তিনি আমেরিকায় গিয়াছেন। শ্ৰীযুক্ত স্বশীল দেবী সমগ্র ইউরোপ ভ্রমণ করিয়া আমেরিকায় গিয়াছেন । তিনি ভারতীয় নারীসমাজের গৌরব, তাহার শুভচেষ্টা সফল इऍक् । প্রবাসী—ষ্টাদ্র, ১৩9• [ २७° छां★, sभ १९ আমেরিকার বার জন শ্রেষ্ঠ নারী আমেরিকার মহিলা সম্মিলনী নিম্নলিখিত বার জন মহিলাকে শ্রেষ্ঠত্বের আসন পাইবার অধিকারিণী বলিয়া মত প্রকাশ করিয়াছেন – (১) জেন এডাম্স্ পরহিতে (২) সিসিলিয়া বে। চিত্রবিদ্যায় (৩) খ্যানি ক্যানন জোতিষশাস্ত্রে (৪) কেরী ক্যাট রাজনীতিতে (৫) য়্যান কমষ্টকু জীব-বিজ্ঞানে (৬) মিনি ফিঙ্গে অভিনয়ে (৭) লুইস্ হোমার সঙ্গীতে (৮) জুলিয়া লেফুেপি শিশু-মঙ্গল কার্য্যে (৯) কেরী টমাস শিক্ষাদানে (১) ফ্লোরেন্স রেনাসেবিন ... শারীরস্থান-বিজ্ঞানে (১১) মার্থ রেনসেলার গৃহশিল্পে (১২) এডিথ হোয়ার্টন সাহিতে্যু বাংলার মহিলা-শিক্ষয়িত্রী ডেপুটেশন বেথুন-কলেজের মহিলা-অধ্যক্ষ শ্ৰীমতী রাজকুমারী দাসের নেতৃত্বে একটি মহিলা ডেপুটেশন মন্ত্রী স্তার সুরেন্দ্রনাথের সহিত সাক্ষণং করিয়াছেন । র্তাহারা নিবেদন করেন যে, মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হউক এবং এ-জন্য একটি সেস ( কর) ধাৰ্য্য করা হউক। র্তাহারা বলেন যে ১০ বৎসর বয়স্ক বালকবালিকাদিগকে একত্রে শিক্ষা দিবার ব্যবস্থা করা হউক। র্তাহারা আরও প্রার্থনা করেন যে, মেয়েদের স্বাস্থ্যতত্ত্ব-বিষয়ে শিক্ষা দিবার জন্য দাক্তার নিযুক্ত করা প্রয়োজন । মন্ত্ৰী-মহাশয় মামুলি প্রথা অনুযায়ী বলেন যে, এসম্বন্ধে শিক্ষা-বিভাগ যাহা হয় করিবেন। তৎপরে ডেপুটেশন প্রার্থনা করেন যে, মিউনিসিপ্যালিটিতে র্তাহাদিগকে ভোটাধিকার দেওয়া হউক । উত্তরে মন্ত্ৰী-মহাশয় বলেন যে, বাংলার সমস্ত মিউনিসিপ্যালিটির অবস্থা সমান নহে। এ-জন্য প্রার্থিত প্রকারের