পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] বঙ্গের বাহিরে বাঙ্গালী అలసి AAAAAAAS AAAAA AAAA AAAAMAAA AAAA AAAA AM eeeM M AAAA AAAA AM MM MeeAeeMeM MAM MM eM MMM MM MMS eAMAeMMA MAMAMAMAAA AAASA SAASAASSAAAA AAAA AAAAS AAAAAS AAAAA AAM MMMAeMAMM AMMAe MMAeMAeAe eeMMSAAAA অনুষ্ঠানে যোগদান করিতে সৰ্ব্বদা প্রস্তুত থাকিতেন । ব্ৰহ্মবাসীদের মধ্যে যুরোপীয় চিকিৎসাচুরাগ বিস্তার বিষয়ে তিনি কম সাহায্য করেন নাই । ১৮৯৭ খৃষ্টাব্দে মধ্য-ভারতে ভয়ানক দুর্ভিক্ষ হইলে তিনি প্রভূত চেষ্টায় ব্রহ্মদেশ হইতে টাকা সংগ্ৰহ করিয়া যথাস্থানে পাঠাইয়৷ দেন । 釁 ১৯০২ খৃষ্টাব্দের শেষ ভাগে দক্ষিণ চীনের অন্তর্গত টেঙ্গিন্থের ব্রিটিশ কনসাল ম্যাকিনস্ সাহেব ভামোর ডেপুটী কমিশনার সাহেবের নিকট একজন ভাল ডাক্তারের জন্য পত্র লেখেন । রামলাল-বাবু তাহার দীর্ঘকাল স্বনামের সহিত কাৰ্য্য করার পুরস্কারস্বরূপ ঐ পদ প্রার্থনা করেন। সিবিল সার্জন কাপ্তেন প্রিডমোর এবং অন্যান্য অনেক উচ্চপদস্থ ইংরেজ কৰ্ম্মচারী তাহার জন্ত খুব প্রশংসার সহিত স্থপারিশ করেন । একজন যুরোপীয় মিলিটারি এসিষ্টাণ্ট সার্জন ঐ পদ প্রার্থী হইয়াছিলেন। ইনস্পেক্টর জেনারেলের সেক্রেটারি কাপ্তেন হামগু, কনসাল সাহেবকে যখন জিজ্ঞাসা করেন, তিনি *taft& 5fā, G*ta fsft Acara, "I want Ram Lall Sircar. He is the best man I can appoint.” ফলে ভাক্তার সরকারই ঐ পদ লাভ করেন । কিন্তু চীন যাইবার কথা শুনিয়া তাহার পত্নী ও অনেক বন্ধুবান্ধব অমত করেন। কিন্তু সরকার-মহাশয় কিছুতেই বিমুখ হইবার পাত্র ছিলেন না। তিনি জীবনের একটা উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ করিবার সুযোগ পাইলেন । চীনদেশে গিয়া তথাকার নূতন নুতন দৃশ্য দেখিয়া, নুতন অভিজ্ঞত। লাভ করিয়া, নুতন নূতন বিষয় স্বদেশবাসীকে শুনাই বন এই ইচ্ছ। হইল । পরিবারবর্গকে রেঙ্গুনে রাখিয়া তিনি চীন যাত্রা করেন। চীনে কাৰ্য্যভার গ্রহণ করিবার পূৰ্ব্বেই কনসল, কাষ্টম কমিশনার ও ডাক্তার সরকার এই তিন জনের মধ্যে এক চুক্তিপত্র ( agreement ) Wools oil o এই চুক্তি অনুসারে ডাক্তার মহাশয়ের মাসিক বেতন একশত • “তেল” অর্থাং ৫০ ধাৰ্য্য হয়, তিনি ফ্রী কোয়ার্টাস ও প্রাইভেট প্রাকটিসেরও স্ববিধ পান। তাহা ছাড়া বাৰ্ষিক ৩৫০ টাকা করিয়া তাহার ভাত নিৰ্দ্ধারিত হয়। &f=f3 4.7% aim of “Medical Officer to His the Teng-Yueh, Britannic Majesty's Consulate and Chinese Mari' inie Customs, China.” টেঙ্গিয়ে আসিয়া সম্পূর্ণ ভিন্ন আচার-ব্যবহার, পোষাকপরিচ্ছদ, খাদ্য ও আহার-প্রণালী, সামাজিক রীতিনীতি ও দুৰ্ব্বোধ্য ভাষা এবং স্বতন্ত্র সংস্কারের মধ্যে রামলাল-বাৰু যেন নুতন জগতে আসিয়া পড়েন। কিন্তু স্বাধীন দেশের স্বাধীন হাওয়ায় এবং কৰ্ম্মক্ষেত্রে ও স্বাধীনতা পাইয়া তাহার মনের স্ফৰ্ত্তি, স্বাধীনচিত্তত, উদ্যম-অধ্যবসায় ও কৰ্ম্মশক্তি প্রভৃতি দিন দিন বৃদ্ধি পাইতে থাকে। এদিকে স্বীয় কাৰ্য্যকুশলতা ও কর্তব্যনিষ্ঠার ফলে, রোগীগণের প্রতি সদয় আচরণে এবং সাধারণের সহিত উদার ও অমায়িক ব্যবহারে তাহার সম্মান প্রসার প্রতিপত্তি ও যশ ক্রমেই বাড়িতে থাকে। রামলাল-বাবু এখানে চীনা ভাষা শিক্ষা করেন। এক বৎসরের মধ্যে তিনি চীনা ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বন্ম গবৰ্ণমেণ্ট হইতে দুই শত টাকা পুরস্কার পান। রামলাল-বাবু তাহার চীনদেশের অভিজ্ঞতার ফল প্রথমে সঞ্জীবনী পত্রিকায় প্রকাশ করিতে থাকেন এবং পরে প্রবাসী পত্রে ধারাবাহিক ভাবে প্রবন্ধাকারে লিখিতে আরম্ভ করেন। টেঙ্গিয়ে আসিবার কিছুকাল পরে তিনি “চীনদেশে সস্তানচুরি” নামক পুস্তক রচনা করেন ; পরে “নব্য বাঙ্গালীর কৰ্ত্তব্য" "আমার জীবনের লক্ষ্য” এবং “বিদ্যারম্ভ" নামে পুস্তক লেখেন । টেঙ্গিয়ে অবস্থানকালে ডাক্তার সরকার ফটোগ্রাফী শিক্ষা করেন। প্রবাসী ও মডার্ণ রিভিউ পত্রে যে-সকল ছবি প্রকাশিত হইয়াছে তাহার সমস্তই তাহার স্বহস্তে তোল । তিনি ব্রহ্মদেশের যাবতীয় দৃপ্ত ফটোতে আবদ্ধ করিয়৷ বড় বড় তিনখানি আলবাম ( album ) পূর্ণ করিয়া রাপিয়াছেন, উহা একটি দশনীয় বস্তু । সাহেবমহলে তাহার সম্মানও যথেষ্ট ছিল। ১৯০৭ খৃষ্টাব্দে বঙ্গের ভূতপূৰ্ব্ব গবর্ণর লর্ড, রোনাল্ড শে বাহাদুর দেশ পয্যটন করিতে করিতে মখন টেঙ্গিয়ে সহরে গিয়া উপস্থিত হন, তখন তিনি চক্ষুর পীড়ার জন্য রামলাল-বাবুর চিকিৎসাধীন হন।