পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯৯ استیبین-جعیخ اجتمیخ"= বাংলার তরুণ আর তরুণীরা যদি অ{জ এই বিদ্রোহের শক্তি অর্জন করতে না পারে, তা হলে অনেক সত্যকিঙ্কর প্রাণ দেবে, অনেক সত্যকিঙ্করের বোন বুদ্ধের লালসার আগুনে পুড়ে মরূবে । তাই বাংলার ভাই-বোনদের আমরা বলি, অত্যাচার উৎপীড়নের সামনে মাথা নতকোরো না, তাকে বাধা দাও । —বিজলী উৎকট ছুংমাগ-- বরিশাল ব্ৰজমোহন কলেজের অধ্যক্ষ, কলেজের ছাত্রীবাসের পুষ্করিণীতে নমঃখুদ্র ছাত্রগণের স্নান করিবার জন্য একটি স্বতন্ত্র ঘাট তৈয়ারীর প্রস্তাব করিয়া কলেজের কর্তৃপক্ষের মঞ্জুরী প্রার্থনা করেন ; —কর্তৃপক্ষ এই প্রস্তাব অগ্রাহ করিয়াছেন। এই ব্যাপারে কলেজের 'তথাকথিত ভদ্র’ ছাত্রবৃন্দের যে লজ্জাকর মনোবৃত্তির পরিচয় পাওয়৷ গিয়াছে, তাহার জন্য নমঃশূদ্র সমাজের মুখপত্র ‘সাধক দুঃখ প্রকাশ করিয়াছেন । বাঙ্গালী-সমাজের তথাকথিত উচ্চবর্ণীয়ের ঝুটা আভিজাত্যের অহঙ্কারে বিমুঢ় হইয়া অভিজাত্যের মার্কহীন জাতিদিগের প্রতি একান্ত নিলঞ্জ অযৌক্তিক অপমানসূচক ব্যবহার করিয়া থাকেন :-অতীব দুঃখের সহিত স্বীকার করিতে হয়, ইহা এখনো পল্লী-জীবনের নিত্য-নৈমিত্তিক ঘটনা। হাজার বৎসরের জমাট কুসংস্কারের উপর, জাতির গুরগ্রপ্ত অভ্যস্ত চিন্তার উপর স্বামী বিবেকানন্দ শতাব্দীর প্রথম প্রত্যুধে এক অতি নিৰ্ম্মম আঘাত করিয়া গিয়াছিলেন । তঁহীর তীব্র কণাঘাতে ব্যষ্টি-চৈতন্য জাগ্রত হইলেও, সমষ্টি-চৈতন্য পুর্ববং অসাড়। এমুণি করিয়া ব্যভিচার, কদাচার, শ্ৰীনাচারে,-সমাজ ধ্বংসের পথে চলিয়ছে। সমাজ-দেহের স্বাস্থ্য DDDD DBBBB BB BBSBS gSgg ST BBBS DBB BBBBB পরামর্শ দিয়াছেন —আনন্দবাজার পত্রিকা — সেবক বিদেশ তুরস্ক সন্ধি— লোজান বৈঠকে ইস্মৎ পাশার সহিত চালবাজীতে মাটিয় উঠিতে ন পারিয়া লর্ড কার্জন লোজান- পরিত্যাগ করিয়া চলিয়া যাওয়াতে সন্ধি-সৰ্বের আলোচনা ঘামিয়া যায় এবং পশ্চিমে সাঙ্গ সজ রব উঠে। কিন্তু রণক্লাস্ত ইউরোপ সহজে আবার যুদ্ধে মাতিয়া উঠিতে রাজী হইবে ন। ইহা বুঝিয়। অ্যাঙ্গেরা-সরকার খুব দৃঢ়তার সহিত আপনার দাবী জানাইয়। ইংরেজের অনেকগুলি প্রস্তাব গ্রহণ করিতে অস্বীকুত হয় । তুরষ্কের দৃঢ়ত দেখিয়া ইংরেজ স্তম্ভিত হইয়া যুদ্ধের কল্পনা পরিত্যাগ করিয়া আবার সন্ধি-সৰ্ত্তের আলোচনা আরম্ভ করিবার সুযোগ খুজিতে লাগিলেন। অনেক বাক্বিতণ্ডার পর পুনরায় লোজান সহরে বৈঠক বসিবার আয়োজন হইল। ফলে বিগত ২৪শে জুলাই তুরস্কের সহিত মিত্রশক্তিবর্গের সন্ধি স্বাক্ষরিত হইয়াছে । ৩১শে জানুয়ারিতে ইংরেজের যে সন্ধি-সত্ত্ব তুরস্ক প্রত্যাখ্যান করেন তাহার সহিত এই সন্ধি-স্বত্রে যেসব স্থানে প্রভেদ আছে তাহ মোটামুটি এইরূপ— (১) যুদ্ধের পূর্বে তুরস্ক-সরকারের যে ঋণ ছিল তাহার অংশ, তুরস্ক হইতে বিছিন্ন প্রদেশগুলিকেও গ্রহণ করিতে হইবে। (২) তুরস্কে বিদেশীয় ( ইউরোপীয় শক্তিবর্গের) ডাকঘরগুলি বন্ধ করিয়৷ দেওয়া হইবে । (৩) তুরষ্কে যে স্থানে ইংরেজের ঔপনিবেশিক সৈন্ত দলের নিহত সৈন্তের কবর আছে সেই অ্যান্‌জ্যাক ( Anzac ) মহলে ইংরেজগণ প্রবাসী=ভাদ্র, ১৩৩৯ AMAAA AAAA AAAA AMMAA MAAA AAAAAS SSAS SSAS SSAS SSAMAM MMAAA AAAA SAAAAA SAAAAA SAAAAAMAMA SAMA AA MMA MASAMMA AMAAA AAAA AAAA AAAA AAAA SAAAAAS AAAAA AAAA S [ ২৩শ ভাগ, ১ম খণ্ড শ্রদ্ধানিবেদনের জঙ্ক যাতায়াতের অধিকার পাইবেন এবং যাতায়াতের স্ববন্দোবস্তু করিয়া দিতে তুরষ্ক-সরকার প্রস্তুত থাকিবেন। (৪) মিত্রশক্তিবর্গ তুরস্ক পরিত্যাগ করিয়া চলিয়া না আসা পৰ্য্যন্ত মুদিয়ানা চুক্তি-পত্র বাহাল থাকিবে। (৪) দার্দেনালিস্ প্রণালী সম্বন্ধে যে চুক্তি-পত্ৰ পূর্বেই স্বাক্ষরিত হইয়াছিল তাহ বাহাল হইবার পুর্ব পয্যন্ত মিত্রশক্তিবর্গের প্রত্যেকের একখানি ক্রুজার ও দুইখানি করিয় টর্পেড়েবোট প্রণালীতে রাখিবার অধিকার থাকিবে । এইরূপ আরও কয়েকটি ছোট ছোট বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি সন্ধিপত্রে হইয়। যাওয়াতে সন্ধিপত্র স্বাক্ষর হওয়া সম্ভবপর হইয়াছে। যেরূপ দেপ যাইতেছে রাজনৈতিক চালবাজিতে অ্যাঙ্গোর-সরকারই জয়লাভ করিয়াছেন । ইংরেজ জেনারেল হারিংটন তুরস্ক ছাড়িয়া চলিয়া আসিবার সময় তুরস্কের প্রধান সেনাপতির নিকট বিদায় লইবার কালে বলিয়াছেন— “তুরঞ্চভূমিতে গ্রেটুব্রিটেন ও উপনিবেশের বহু বীরের শেষ শয্যা রচিত হইয়াছে। উহাদের দেহ আমরা আপনাদের নিকট রাখিয়া যাইতেছি এই ভরসায় যে আপনার আপনাদের চিরাচরিত প্রকৃতি অনুসারে ভtহীর সন্মাণ রক্ষা করিতে সমর্থ হইখেন এবং মৃতের স্মৃতিরক্ষা করিবার যথোচিত ব্যবস্থা করিবেন।” * লোজালে মূল-সন্ধিপত্র ব্যতীত আরও আঠারোথানি চুক্তিপত্র সহি হইয়াছে। তাহার মধ্যে প্রণালীসংক্রান্ত চুক্তি, ব্যবসায়-সংক্রান্ত চুক্তি, বিদেশীয়ের বিচার সম্বন্ধে চুক্ত, ও সে সম্বন্ধে চুক্তিই প্রধান। এইসব চুক্তিপত্রে তুরস্কের দাবীকেই মূলত মানিয়া লওaা হইয়াছে । এক যুগোস্লাভিয়া ব্যতীত মিত্রশক্তিবর্গের সকলেই সন্ধিপত্রে স্বাক্ষর করিয়াছেন। যুগোস্লাভিয় দরবার বলেন যে তুরষ্কের যে প্রদেশগুলি যুগোস্লাভিয় লাভ করিয়াছেন তাহার উপর তুরস্কের যুদ্ধের পূর্বের ঋণের অংশ এত অধিক ধরা হইয়াছে যে তাহ স্বীকার করিয়া লওয়া য়ুগোসুtfভয়ার পক্ষে সম্ভব নহে। এই বিষয়টি এতই গুরুতর যে ইহার সম্বন্ধে শেষ সিদ্ধাস্তে আসিবার জন্ত আরও তিনমাসকাল সময় যুগোস্লাভিয় চাহিয়া লইয়াছেন। যুদ্ধৰসালে ইউরোপীয় রাষ্ট্রনৈতিক দলাদলি হইতে অ্যামেfরকার যুক্তরাজ্য সরিয়া দাড়াইয়াছিলেন। তাই ভালই হইতে এপর্য্যস্ত যে-সব সন্ধি স্বাক্ষরিত হইয়াছে তাহাতে যুক্তরাজ্য যোগ দেন নাই এবং সেই-সব সন্ধিসূত্রের মীমাংসগুলিকে চুড়ান্ত নিম্পত্তি বলিয়। যুক্তরাজ্য স্বীকার করিয়া লন নাই। তাই যুক্তরাজ্যের সহিও আর-একটি ভিন্ন সন্ধি তুরস্কের হইয়া গিয়াছে এবং চেষ্টর চুক্তিপত্র অনুসারে আমেরিক হইতে চাষবাসের উপযোগী যন্ত্রপাতি বহুল পরিমাণে অ্যাঙ্গেরীয় রপ্তানি হইয়াছে। এই-সব যুগ্রপাতির ব্যবহার শিক্ষা দিবীর জঙ্ক একটি কৃষিবিদ্যালয় স্থাপন করিবার জস্ত চেষ্টর সাহেব চেষ্টা করিতেছেন। খনিজ সম্পত্তিগুলি যাহাতে অ্যাঙ্গেীরীর সম্পদবৃদ্ধির সহায়তা কবে তাহার জগুও উপযুক্ত আয়োজন হইতেছে । কামালপাশ ধীরত্বের পরিচয় দিয়াই ক্ষাস্ত হন নাই ; চতুর রাষ্ট্রনীতিকের স্তায় তিনি এখন অ্যাঙ্গোরা-সরকারের সর্বাঙ্গীন উন্নতি-সাধনের জন্ত যত্নবাণ। উহার স্তায় প্রখরবুদ্ধিসম্পন্ন ব্যক্তির ठझादथांप्न cष श्राitत्रांब्र-मब्रुकांब्र अठि त्रछनेिtनग्न भरश्वjहे यषभ শ্রেণীর রাষ্ট্রে পরিণত হইবে তাহাতে সন্দেহ নাই । হার্ডিঙ্গের তিরোভাব— যুদ্ধের সময় যখন লোভ ও হিংসা মাথা তুলিয়াছিল তখন