পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] SSAS SSAS SSAS SSAS eAAS AAAAAS SASAAAAASAAAA S S S S আসিলে কি কি প্রলোভন দেখাইয়া বা কি কি উপায়ে তাহাদিগকে সংগ্রহ করা হয়, এসব জানা দরকার ; জানিতে পারিলে সব পথঘাট বাধিবার চেষ্টা করা যায় । বাল্য-বিবাহের ও চিরবৈধব্যের সহিত এই সামাজিক কলুষের সম্বন্ধ কি, শহরে স্ত্রীলোক অপেক্ষ পুরুষের অত্যন্ত ংখ্যাধিক্যের সহিত ইহার কি সম্বন্ধ, এই সংখ্যাধিক্য নিবারণের বা হ্রাসের উপায় কি, ইত্যাদি প্রশ্নেরও আলোচনা আবশ্যক আলোচনার ফলে ফুে জ্ঞানলাভ হইবে, তাহাতে প্রতিকারের স্থবিধা হইবে। " পতিত স্ত্রীলোকদের মত তাহাদের সংসৰ্গী পুরুষেরাও পতিত । ইহাদের সামাজিক শাসন ও সংশোধনের ব্যবস্থা না হইলে কেবল পতিত স্ত্রীলোকদিগকে শাসাইলে ও তাহাদিগকে ঘৃণা করিলে কোন ফল হইবে না । ধৰ্ম্মনৈতিক নিয়ম পুরুষগ্ৰনিৰ্ব্বিশেষে সমানভাবে প্রযুক্ত হওয়া চাই । - যত দিন পতিতা নারীদের দ্বারা সামাজিক কোন প্রয়োজন সিদ্ধ হয়, তাঙ্গা কুপ্রয়োজন হইলেও, তত দিন এই সামাজিক কলুষ থাকিবে । বাই-নাচের ও তাহাদের গানের আদর এখনও হিন্দু ও মুসলমান সমাজে আছে । স্বতরাং পতিত নারীদের ও একপ্রকারের আদর ঐ হিসাবে আছে। কারণ বাইরা ভদ্রমহিলা নহে। পতিত নারীদের দ্বারা অভিনীত নাটকের ও তৎসংস্থষ্ট নাচ-গানের আদরও খুব আছে। স্বতরাং সে হিসাবে পতিত নারীদেরও এক-প্রকারের আদর আছে। কেন না থিয়েটারের পেশাদার অভিনেত্রীরা ভদ্রমহিলা নহে । এই দুরকম প্রয়োজন থাকিতে সামাজিক কলুষ অপনয়ন করা দুঃসাধ্য। ইহার প্রতিকার দুরকমে হইতে পারে। ( ১ ) পতিত স্ত্রীলোকদের নাচ-গান দেখিবার শুনিবার সখ, ত্যাগ করা ও তাহাদের নাচ গান বন্ধ করা ; এবং থিয়েটারে পতিতা নারীদের অভিনয়, নাচ, গান, দেখিবার শুনিবার সখ, ত্যাগ করা, এবং তদ্রুপ অভিনয়াদি বন্ধ করা । ( ২ ) যদি অভিনয় ও নৃত্যগীত সামাজিক স্থিতি ও কল্যাণের জন্য অবশ্যক বিবেচিত হয়, তাহা হইলে ভদ্রমহিলাদের দ্বারা ভদ্ররকমের অভিনয় নৃত্যগীত প্ৰবৰ্ত্তিত করা । বিবিধ প্রসঙ্গ—ভারতীয় ফেজ . ఇప్సో ইহা ভিন্ন অন্য কোন উপায় নাই । পতিতা নারীদের অভিনয় নৃত্য-গীতের আমোদ ছাড়িব না, অথচ সামাজিক পবিত্রত রক্ষা করিবার ইচ্ছাও প্রকাশ করিব, এরূপ ভণ্ডামি চলিবে না ; তাহাতে কোন ফল হইবে না । পতিতা নারীদের পাপে লাভবান পুরুষ ও স্ত্রীলোকদের ব্যবসা আইন দ্বারা বন্ধ করা যাইতে পারে। বাই-নাচ যাহারা দেখে, কিম্বা বেশ্যাভিনীত নাটক যাহার দেখে শোনে, তাহাতে তাহীদের অর্থাৎ ভ্রষ্টা ও শ্রোতাদের অধোগতি হয় কি না, সচরাচর তর্ক ইহা লইয়াই হয় । সে তর্কের উত্থাপন এখানে করিতেছি না । আমরা বলিতেছি এই কথা, যে, বাই-নাচের প্রথা এবং বৰ্ত্তমানরকমের থিয়েটারের অভিনয় রাখিতে হইলে কতকগুলি নৰ্ত্তকী ও অভিনেত্রী চাই, এবং তাহারা পতিতা রমণী । “আমাদের চোখ-কানের তৃপ্তির জন্য কতকগুলি নারী চরিত্রহীন হউক ও থাকুক, নতুবা আমরা নাচ গান অভিনয় দেখিতে শুনিতে পাইব না,” এইরূপ ইচ্ছা কোন ভদ্র পুরুষ ও মহিলার পোষণ করা উচিত নয়। পতিতাদিগকে শহরের মধ্যে বা বাহিরে কোথাও একটা জায়গায় একত্র রাখিবার প্রস্তাব কেহ কেহ করেন। কিন্তু তাহা হইলে যে-সব পুরুষের জন্ত ইহারা পতিতা, তাহাদিগকেও আলাদা রাখিবার বন্দোবস্ত করা উচিত নয় কি ? ভারতীয় ফৌজ ভারতীয়েরা ফৌজের পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ, আকাশযোদ্ধা, সব শাখাতেই যাহাতে ইংরেজের মত প্রবেশাধিকার ও শিক্ষা পায়, এবং যাহাতে ভারতেই বিলাতী স্যাগু হাষ্টের মত সামরিক বিদ্যালয় স্থাপিত হয়, তৎপক্ষে অনেকদিন হইল ভারতীয় ব্যবস্থাপক সভায় প্রস্তাব ধাৰ্য্য হইয়াছিল । কিন্তু উহার জুলাই মাসের . অধিবেশনে সরকারী সামরিক অফিসারদের বক্তৃতায় বুঝা গিয়াছে, যে, গবৰ্ণমেণ্ট ওরকম কোন প্রস্তাবকে কাৰ্য্যে পরিণত করিবেন না ; অর্থাৎ তাহারা ভারতে ইংরেজের সামরিক প্রাধান্ত ছাড়িবেন না, কমাইবেন না।