পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজস্থার ১৭ নং গুহার ভিতরের দেওয়ালগাত্রের চিত্রাবলী _ কালো ও সস্তা বাৰ্ণিশ ব্যবহার করিয়াছিলেন তাহ। আছে। পরিষ্কার করিবার সময় দেখা গিয়াছে পলস্তারা ক্ষপিয়া কতকগুলি ছবি শীঘ্রই পড়িয়া যাইবে এমন আশঙ্কা হইয়াছে এবং সেগুলি রক্ষার চেষ্ট হইতেছে । বর্তমানে মিঃ সোনাউল্লা নামক এক পাঞ্জাবী রাসায়নিককে পলস্তারা ও ছবিগুলির উপকরণ বিশ্লেষণ করিবার জন্য নিযুক্ত করা হইয়াছে । যে পোকাতে পলাস্তারা নষ্ট করিয়া দিতেছে তাহার ধ্বংসের উপায়ও তিনি অনুসন্ধান कब्रिाख्दछ्न । নিজাম-সরকারের খরচায় প্রাচীর চিত্র সংরক্ষণ সম্বন্ধে বিশেষজ্ঞ দ্বজন ইতালীয়কে আনা হয়। র্তাহারা কিছুদিন সেখানে থাকিয়া মিঃ গোলাম মৰী নামক একজন ' ভারতীয়কে প্রাচীর চিত্র সংরক্ষণের উপায় শিক্ষা দিয়া চলিয়া গিয়াছেন । a • * جهد صك جة e هج ১৭নং গুহার অবস্থা অত্যন্ত জীর্ণ হুইয়াছিল। সম্প্রতি নিজাম-সরকারের তত্বাবধানে মি. গোলাম নৰী 家 গুহার সংস্কারসাধনকার্ধ্যে নিযুক্ত হইয়াছেন। তিনি অত্যন্ত সতর্কতা ও নিপুণতার সহিত র্তাহার কার্য্য শেষ করিতেছেন । - ১৭নং গুহার অপর একটি ভিতের গাত্রেও একটি স্বন্দর চিত্র আছে। এসকল চিত্রের অবস্থা অতুস্ত জীর্ণ। নিজাম বাহাদুরের আজ্ঞাধীনে স্বদক্ষ পটুয়ার এই-সকল ছবির নকল লইতেছেন। নিজামের ইচ্ছা যে অজস্তার চিত্রগুলি লইয়া নিজাম-সরকার কর্তৃক একখানি পুস্তক প্রকাশিত হইবে। কালে যখন এই বহু পুরাতন কীৰ্ত্তি ধ্বংস হইবে, ইহার সমস্ত চিহ্ন বিলুপ্ত হইয়া যাইবে—তখন নিশ্চয়ই এই বছমূল্য চিত্রপুস্তক অতীতের শিল্পগৌরবের সাক্ষী দিবে।