পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা}- হিন্দুমুসলমানের মিলন • উপরে যাগ লিখিয়াছি, তাহার ভিত্তিভূত মূলনীতিসমূহ অনুসারে স্বরাজের জন্য হিন্দুমুসলমানের আন্তরিক মিলনও একান্ত আৰষ্ঠব, ভাহা যাহাতে তয, সেই চেষ্টা করা হিন্দুমুসলমান উভয়েরই কৰ্ত্তব্য। বিশ্ববিদ্যালয়ে অটোনমি একটা কথা উঠিয়াছে, বিশ্ববিদ্যালয়ের অটোনমি অর্থাৎ আত্মকর্তৃত্ব থাকা উচিত কি না। আমাদের মতে নিশ্চয়ই থাকা উচিত । কিন্তু ইহাও বক্তব্য যে অটোক্র্যাসি বা স্বৈরতন্ত্র অটোনমি নহে। আরও বক্তব্য, যে, যে বংশীবাদককে বাঁশী বাজাইবার জন্য টাকা দেয়, তাহার, কি মুর বাজাইতে হইবে, তাহ নির্দেশ করিবার অধিকার থাকা উচিত। টাকাটা বঁাশী বজাইবার জন্যই খরচ হুইল কি না, তাহ দেথিবীর অধিকারও দাতার থাকা উচিত । আইন অনুসারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অটোনমি আছে, কেহ কেহ এই মত প্রকাশ করিয়াছেন । এতদ্বিষয়ক আইন আমরা অধ্যয়ন করি নাই ; এইজন্য বলিতে পারিলাম না, যে, আইন অন্তসারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অটোনমি আছে কি না । কিন্তু উহার যে আশুনমি, অর্থাৎ, “হে আশু ( -তোষ ), নমি ( তব পায় )", এইরূপ মতি আছে, তদ্বিষয়ে সন্দেহ নাই । প্রার্থীর চোখ-রাঙানী কোন কোন ইংরেজী দৈনিক কাগজের একাধিক পত্ৰলেখক এইরূপ তর্ক করিয়াছেন, যে, যেহেতু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পোষ্ট গ্রাজুয়েট, অর্থাৎ এম্-এ, এমএগলী, পীএইচু-ডী, উী-এসসী পgাইবার ব্যবস্থা গবর্ণমেন্টের অঙ্গুমোদন অনুসারে হইয়ংছিল, এবং যেহেতু শিক্ষকদের, পণ্ডিত্য হিসাবে ধোগ্যতা অযোগ্যতা ব্যতীত অন্ত কারণে তাঙ্গদের নিয়োগ নামঞ্জুর করিবার ক্ষমত গবৰ্ণমেন্টের থাকা সত্বেও গবর্ণমেণ্ট সে ক্ষমতা প্রায় প্রয়োগ করেন নাই, অতএব গবর্ণমেণ্ট বিশ্ববিদ্যালযের সব ঋণ গেধ করিতে এবং "বায়বাক্ষলোর ভার অনেকটা বছিতে রাধা । 尊 বিবিধ প্রসঙ্গ-লঙ্গল্যাণ্ডের অবস্থা ' AA JA AJAAA AAAA AAAA AAAA AAAA AAAASAMJSJSASMSM AMMMeAeAAMS MMAAA AAAA AAAA AAAAMMAAA AAASAAA AAAA AAAA AAAASAAA AAAAS AAAAA AAAA AAAAMM AMMMMMS Ᏹ8Ꮍ আমরা পূর্বেই ৰলিয়াছি, আইন অনুসারে বিশ্ববিদ্যালয়ের সঠিত গবৰ্ণমেণ্টের সম্পর্ক ও বাধ্যবাধকৃত কিরূপ আমরা তাহা অধ্যয়ন করি নাই, সুতরাং সেদিক দিয়া কিছু বলিব না। গবর্ণমেণ্ট টাকা দিতে বাধ্য কি না, কেবয়.সেই বিষয়ে একটি কথ বুলিতে চাই । পোষ্ট গ্রাজুয়েট শিক্ষার বিষয়ে বিবেচনা করিবার জন্ত গবৰ্ণমেণ্ট যে কমিটি নিযুক্ত করিয়াছিলেন, তাহার প্রস্তাব করিবার ক্ষমতার সীমানির্দেশ প্রসঙ্গে গবৰ্ণমেণ্ট বলেন, , “The Committee should frame its recommendations merely with a view to the best expenditure of existing funds and it should understand that further grants for post-graduate education cannot be expected in the near future."—Calcutta University Commission (1917-19) Report, volume II, p. 51. - এই কমিটির সভ্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মি: হরনেল, ডাঃ হেডেন, ডাঃ শীল, ডাঃ হাউয়েল্সস, ডাঃ রায়, মিঃ হামিণ্টন, মিঃ ওয়ার্ডসওয়ার্থ, একু মিঃ এণ্ডাসন । * → পত্ৰলেখকদের যুক্তি সম্বন্ধে আমাদের আরও বক্তব্য আছে। কিন্তু আপাততঃ আর কিছু বলিব না। ’ নাগাৰ্জ্জুন পুরস্কার কলিকাত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের যে ছাত্র বৎসরের মধ্যে রাসায়নিক গবেষণায় সৰ্ব্বাপেক্ষা • কৃতিত্ব দেখাইবে আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয় তাঙ্গকে পুরস্কার দিবার জন্য বিশ্ববিদ্যালয়ের হাতে দশ হাজার টাকা দিবার প্রস্তাব করিয়াছেন। ইঙ্গর আয় হইতে প্রতি বৎসর এই পুরস্কার দেওয়া হইবে । বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞতার সঠিত এই দান গ্রহণ করিতে সম্মত হইয়াছেন। প্রসিদ্ধ প্রাচীন ভারতীয় রাসায়নিক নাগার্জনের নামে আচাৰ্য্য রায় তাহার এই পুরস্কারের নামকরণ করিয়াছেন। ভারতবর্ষে রাসায়নিক গবেষণার পুনঃপ্রতিষ্ঠাতা রায়মহাশয়ের এই দান উপযুক্ত প্রকারের ইয়াছে, এব’ নামকরণ ও উত্তম হইয়াছে । * - ബങ്ങ് আয়ল্যাণ্ডের অবস্থা ব্রিটিশ গবর্ণমেণ্ট আয়ল্যাগুকে বিভু পরিমাণে আত্ম