পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ > • খ ট অ> • খা ট অ >খা ট বলা যাইতে পারে । • কোনো কোনো সংস্কৃত কোশে খর্ব’sঅর্থে খ ট্ৰ ন শব্দ ধরণ হইয়াছে( Apte, Mỏnier Williams ) । আমাদের মধ্যে কেহ কেহ বলিতেছেন, এই গ্ন টু ন হইতেই খা ট হইয়াছে। খ ট্ৰ ন শব যে মূলত সংস্কৃত তাহার প্রমাণ নাই, আর তাহা হইতে খাট হইতেও পারে না । শেষের নকারের স্থানে একটা অ ( <ক ) থাকিলে অবশ্য হইতে পারিত । ৯ । হিন্দীতে এবং কোনো কোনো প্রাদেশিক বাঙলায় ক্ষুদ্র' অর্থে খু দ রা শব্দ প্রচলিত আছে। ইহা স্পষ্টতই সংস্কৃত ক্ষুদ্রক শব হইতে ( >খুদ র অ > খুদরা) আবার ঠিক ঐ অর্থেই খুচরা শব্দ প্রচলিত আছে । ইহা খুদ রা শব্দেরই অপর রূপ। দ-টা কিরূপে চ হইল তাহা ভাবিবার বিষয়। এই প্রসঙ্গে দুইটি ইরানীয় শব্দের উল্লেখ করা যাইতে পারে। সং ক্ষু দ্র হইতে পহলবীতে (ক-যোগে ) থু বু দ কৃ, ফারসীতে খু কেহ বলিতে পারেন, ইহা হইতেই বর্ণ বিপৰ্য্যয়ে হয় তো আলোচ্য ঐ দুই শব্দ হইয়া থাকিবে । ১০ । এইরূপে থ বর্গের খ-য়েরও পাল শেব করিয়া এইবার আমরা ক-য়ের পালা আরম্ভ করিব । ক ও খ এই উভয়ের মধ্যে এই প্রভেদ যে, ক অল্পপ্রাণ, আর খ মহাপ্রাণ ; ক-য়ে শ্বাস দিলে তাহাই খ হইয়া ফুটিয়৷ উঠে । তাই খ-য়ের শ্বাস না থাকিলে তাহ। ক-য়ের আকার ধারণ করে । এই নিয়মে খ-য়ের শ্বাসটা পরিত্যক্ত হওয়ায় পূৰ্ব্ব-প্রদর্শিত ( $৫ ) খু দ নিজের শেষে উকার লইয়া সিংহলীতে কু দু ক্ষুদ্র হইয়া দেখা দিয়াছে। ১১ । সংস্কৃতের ক্ষুদ্র অবেস্তায় খ, য়ু দ্ৰ ( xudra ) ; তাছাড়া তাহাতে ক্ষু দ্র' বা ছোট অর্থেই আর একটি শব্দ হইতেছে কু ত ক ( kutaka) । ফার্সীতেও ঠিক এই অর্থে কুচ ক । ইহাতে আর-একটি শৰ হইতেছে কু দ ক, অর্থ 'ক্ষুদ্র’ ‘শিশু। লিথুয়ানিয়ায় পাওয়া যায় __৬। প্রাকৃতের ব-প্রতির নিরম (আমার লিখিত যক্রতি প্রবন্ধ স্ট্রেব্য, শাস্তি নি কে তন, ১৩২৭. বৈশাখ ও উচ্চারণ অনুসরণ করিলে এতাদৃশ স্থানে খ-এব, ক-এর না লিথিয় গ-য়ের, ক-রের ইত্যাদিই লেখা উচিত। প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯ [ ২২শ ভাগ, ১ম খণ্ড kudikj ‘শিশু। এই শৰাগুলি তুলনা করিলে মনে হয় ইহাদের একটি সাধারণ মূল আছে, এবং হইতে পারে ইহা ছত্র ক, অথবা ইহারও পূর্ববর্তী এইরূপ আর কোনো একটি শব্দ । পূর্বের কু দ ক, কু ত ক, ও কুচ ক, এই তিনটি শব, ক্রমপরিবর্তনে উৎপন্ন হইয়া থাকিবে (কুদ ক > কু ত ক = কুচ ক) । আমাদের কুচ বা কু চা, ও কুচি শব্দ ( যেমন ‘কু চা অথবা কু চ নৈবেদ্য’, ‘কু চি. বাসন ) এই ফার্সী কুচ ক (<কু চ অ ) শব্দেরই ভিতর দিয়া আসিয়াছে । ‘ক চি পাতা’ ‘ক চি হাত’ ইত্যাদির কচি ( ক্ষুদ্র' ) শব্দও এই কুচ ক হইতে। ফারসীর ক্ষুদ্রার্থে প্রযুক্ত কু দ ক ও লিথুয়ানিয়ার kudikis 'ছোট শিশুকে বুঝায়। ফারসীর কু দ ক হইতে পূর্ববঙ্গে কু দু, কো দ। ‘খোকা” ( কো দী ‘ਪ੍ਰੋ’); এবং ইহা হইতেই মালদহের উত্তরপশ্চিমাঞ্চলে ‘খোকা’ অর্থে প্রযুক্ত গু ধা শব্দ হইয়াছে। ১২ । এইবার আমরা ছ-বর্গের কথা বলি। আমরা দেখিয়া আসিলাম ক্ষ খ হয়, এইরূপ ইহা আবার ছ-ও হয় । সংস্কৃত ক্ষা র হইতে আমাদের ছা র-খা র কথায় একসঙ্গেই আমরা ইহার পরিচয় পাই । ক্ষু দ্ৰ ক যেমন খু ড ক হয় দেখা গেল, সেইরূপ তাহা হইতে আবার * ছু ড ক শব্দও হয়। ইহা হইতে * ছু ডড অ, পরে উকার স্থানে ওকার, প্রথম ড-কারের লোপে পূৰ্ব্বস্বর সামুনাসিক ও শেষের দুই অকার মিলিয়া আকার হওয়ায় ছোড় । আবার ড কোমল ( দোষ ), ইহা কঠোর ( অঘোষ ) হইলে ট হইয়া যায় ( ঈদৃশ স্থলে পৈশাচী প্রাক্লতের প্রভাব বলিতে পারা যায় ), তাহা হইলেই * ছু ড ক হইয়া গেল ছু টু ক (-ছু ট্ৰ অ, ছু ট্র, পাইঅলচ্ছী, ৪৭২)। ইহ। হইতে উকার ওকুর হওয়ায় হইয়া গেল ছোট্ট, একটা টকারের লোপে ছো i. হিন্দীতে ছো টা। ছ-য়ের শ্বাসটা গেলে তাহাই চ হইয়া পড়ে। এইরূপে মনে হইতেছে ঐ ছোট বা ছো ট্রা হইতে হিন্দীর চো ট ( দুরত্ত ‘চোর' ) হইয়। ধৰিৰে। পূৰ্ব্বে দেখিয়াছি ক্ষু দ্ৰ ক হইয়াছে খুল্ল ক, কিন্তু ক্ষ যখন ছ হয় তখন সেইরূপেই তাহা হইতে হয় ৷ ছু রক .