পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bb-8 যায় যে, খাকালি জাবালি প্রভৃতি সাদীর পূর্ববর্তী কবিগণ গজল রচনা করিয়াছেন। স্বতরাং সাদী প্রথম গজলকবি না হইলেও, তিনি তাহার সমসাময়িক এমন কি পূৰ্ব্ববর্তী গজলরচনাকারীগণ অপেক্ষা গজল রচনায় অধিকতর কৃতিত্ব প্রদর্শন করিয়াছেন ; ঐতিহাসিক হামদুল্লা মুস্তৌফি বলেন, গজল রচনায় শেখ সাদী চরমোংকর্ষ লাভ করেন।* এমন কি সাদীর রচিত গজল ভিন্ন অন্যান্ত কবিগণের গজল, গজল নামেরই উপযুক্ত নহে ।ণ অধ্যাপক ব্রাউনও বলিয়াছেন, গজল রচনায় শেখ সাদী অন্যান্য পারস্ত কবিগণ এমন কি হাফিজ অপেক্ষাও শ্রেষ্ঠ ছিলেন। বঁকিপুর ওরিয়েণ্ট্যাল পাবলিক লাইব্রেরীর মৌলভী আবদুল মক্তাদির সাহেব বলেন, পারস্তে যে-সমুদয় গীতি-কবি আবিভূত হইয়াছেন তন্মধ্যে হাফিজকে সৰ্ব্বশ্রেষ্ঠ বলা যায়। গজলের উৎকর্ষজনিত গৌরব খ্যাতনামা শেখ সাদীর প্রাপ্য সন্দেহ নাই ; হাফিজের প্রবত্তিত রীতি যথেষ্টই মাজ্জিত ও পরিচ্ছন্ন ( refined and polished ) qqe Stotă faces offসৌন্দৰ্য্য আজ পর্য্যন্ত কেবল অমতিক্রম্য হইয়া আছে তাহা নহে, তাহার সমকক্ষও নাই। পারস্যের কবিগণের মধ্যে সাদীর যশ অবশুই প্রচুর এবং তাহার গুলিস্ত। বুস্ত। এই দুটি শ্রেষ্ঠ রচনা তাহাকে অমর করিয়াছে। কিন্তু হাফিজের সহিত র্তাহার গজলের তুলনা করিলে একথা অবশ্যই স্বীকার করিতে হইবে যে সাদীর গজল অধিকতর প্রশংসাই ॥২ সাদীর গজল, হাফিজের সরস অনুহিতগতি ছন্দপ্রবাহে পূর্ণ অথবা জেলালুদিন রুমির ভক্তিরস ও ঈশ্বর-প্রেমের উচ্ছসিত

  • তারিখইর গুজিদ । + It is in the Persian Ghazal or ode, that he is especially held by orientals to have surpassed all otter poets. They even go so far as to say that previous to Sadi there was no ode worthy of the name in existence.-Platts.
In his Ghazals or odes Sadi is considered as inferior to no Persian poet, not cven Hafiz.

—i.itcrary History of Persia. § Khan Salieb Abdul Muqadir's Catalogue of Fersian and Arabic Manuscripts, Vol. 1, 1908. প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯ JJJJJJMAMAJJJAA AMMMMMM M MMM MMM AMM MSJJMS MMJJSMM MM SMMM MMM AAAA SAAAAAJJJAA SSAAAASSSAAASSSAAASS MAAA AAAA AAAA SAS SSAS SSAS [ २२° उां★, s* १७ গরিমাম ভাবধারায় পূর্ণ না হইলেও, উহা গভীর করুণরস এবং নির্ভীক সত্যাহুরাগের পরিচয়ে পূর্ণ ; যাহা প্রাচ্য দেশের কবিতায় কদাচিং দেখিতে পাওয়া যায়।* যাহা হউক শেপ সাদী প্রথম গজলরচনাকারী না হইলেও, তাহার দ্বারাই যে পারস্যের গজল-কুঞ্জের শোভা-সম্পদ বদ্ধিত হইয়াছিল তদ্বিষয়ে সন্দেহ নাই, এবং গজল ব| গীতিকাব্য রচনায় কবি শেখ সাদীই প্রথম অমরত্ব লাভ করিয়া সাধারণের শ্রদ্ধা লাভ করিয়া কবি মৌলানা হতিফার গজলের সার্থকতা সম্পাদন করিয়াছেন। সমরূখন্দ নিবাসী কৰি নিজামী-অরুদি বলিয়াছেন, সাদীর দিওয়ান ভাবের উদ্দীপক ও চরমোংকর্যে পূর্ণ। পারস্যের কবিগণের মধ্যে সাদীই প্রথম শ্রেণীর গজল-রচয়িত এবং তাহারই গজল ঐতিহাসিক হিসাবে বিখ্যাত ( classic ) { অধ্যাপক ব্রাউন, সাদীর গজলের প্রচার ও জনপ্রিয়ভা সম্বন্ধে বলেন, পারস্তের কোন কবিই আজ পর্য্যন্ত সাদীর মত লব্ধপ্রতিষ্ঠ ও প্রথিতযশা হইতে পারেন নাই ; কবির যশ কেবলমাত্র তাহার জন্মভূমির মধ্যেই বিস্তৃত ছিল না, পরন্তু যে দেশে পারস্তভাষার আলোচন হয়, সেই দেশেই তার যশ বিস্তৃতি লাভ করে । বহুল প্রচার ও জনপ্রিয়তার হিসাবে হাফিজের পরই সাদীর গজলের স্থান ॥২ সাদীর পূর্ববর্তী গজল-কবি খাকানি ও জাবালি সম্বন্ধে যথাসম্ভব সংক্ষেপে লিখিত হইল। খাকানি, পারল্যের শেরওয়ান প্রদেশ নিবাসী বিখ্যাত কবি। পারস্তের কবিগণের মধ্যে ইনিই “সুলতান উস্ শোওয়ারা” অর্থাং কবি-স্বলতান রূপে সন্মানিত ছিলেন । "থাকানি' কবির কল্পিত নাম। গল্প প্রদেশে (আধুনিক এলিজভেতপল ) কবি থাকানি ৫০০ হিজরাব্দে (১১০৬-৭ খ্ৰী: ) জন্মগ্রহণ করেন। কবির প্রকৃত নাম আফজল উদ্দিন ইব্রাহিম বিন আলি শেরওয়ান । কবির পিতা স্বত্রধরের কৰ্ম্ম করিতেন এবং মাতা প্রথমে খ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বী -اے- عصعہ سم-- ما- مستمہتمم مم* ---سم "---سسه ----

  • * আন্তসকা । *

+ চাহার মৰূল । } থlওয়াতিম-ই-সাদী দ্রষ্টব্য। . N Literary History of Persia