পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ], রবীন্দ্র-পরিচয় ২১৫ ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAMSeMeSAS AeAY S MMAe AAASA SAASAASSAAAAAAS S ASAAAA AAAA S یہ اب یہم۔ اب بہ مدمہ مہمہ ماہ مہم^*مہمہبری مہبری না দেখিয়া সে যেন অন্ধকার ঘরটিকে উদ্দেশ করিয়া বলিল-আজ অনেক দূর বেড়িয়ে এলুম। রমল হাসিয়া উঠিয়া বলিল,—মোটেই না, এই মাত্র ত গেলেন । অপ্রস্তুত হইয়া রজত বলিল,—অনেক দূরই ত বোধ হল, বেশ জায়গাট । রমলা কোনো উত্তর না দিয়া চেয়ারটাকে ईई দোলাইতে লাগিল। রজতৃ ধীরে বাহির হইয়া গেল। বরাদা পার হইয়া লাল পথ দিয়া গেটের দিকে চলিল। এবার সে সত্যই বহুদূর ঘুরিয়া মুনেক রাতে বাড়ী ফিরিল। ( ক্রমশ: ) ঐমণীন্দ্রলাল বসু রবীন্দ্র-পরিচয়

  • [ রবীন্দ্রনাথের শৈশব-রচনা একপ্রকার লোপ পাইয়াছে বলিলেই চলে। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে উনিশ কুড়ি বৎসর বয়সের পূর্বে লেখা এগারো হাজার লাইন কাব্যসাহিত্যের মধ্যে প্রায় কিছুই আজকালকার প্রচলিত সংস্করণে পাওয়া যায় না। কিছুকাল হইল রবীন্দ্র-সাহিত্যসূচী ( Bibliography ) সংকলন করিতে আরম্ভ করিয়াছি। এই সূচী-সংকলন কাৰ্য্যের সঙ্গে সঙ্গে রবীন্দ্র-সাহিত্যের কালানুক্রমিক পরিচয় দিবার ইচ্ছা আছে । নিদর্শন-স্বরূপ বাল্য-রচনা হইতে কোন কোন অঞ্জ উদ্ধৃত করিয়া দিব। এই সময়ের অধিকাংশ লেখায় কোনো স্বাক্ষর নাই। এখন কিছু কিছু উদ্ধার করিয়া না রাখিলে পরে আর কোনো চিহ্ন মাত্র থাকিবে না। সংকলন যেমন অগ্রসর হইবে রবীন্দ্রপরিচয়ও তেমনি বাহির হইতে থাকিবে। এইরূপ খণ্ড খণ্ড ভাবে কাৰ্য্য অগ্রসর হওয়ায় ইহাতে সমালোচনার ধারাবাহিক ঐক্যস্বত্রগুলি বিচ্ছিন্ন • হইয়া যাইবারই সম্ভাবনা। তাই মনে স্থাখা আবশ্যক যে “রবীন্দ্রপরিচয়" সাহিত্য-সমালোচনা নহে সমালোচনার পূর্বাভাষ মাত্র। ]

কবিকাহিনী* এই খণ্ডকাব্যখানি প্রথমে ভারতীতে প্রকাশিত হয়। ভারতী ০১ম বর্ষ ১২৮৪ সন” (১৮৭৭ খৃষ্টাব্দ ) পৌষ ২৬৪-২৬৮ পৃষ্ঠা, ১ম সর্গ-২৬ লাইন, মাঘ ৩১৮–৩২৫ পৃষ্ঠা, ২য় সর্গ—৪২৫ লাইন, ফাত্তন ৩৬০—৩৬০ পৃষ্ঠ, ৩য় । সর্গ—১৫৫ লাইন, চৈত্র ৩৯৩—৩৯৯ পৃষ্ঠা, ৪র্থ সর্গ—৩৬৭ লাইন, মোট ১১৮৫ লাইন । রবীন্দ্রনাথের বয়স এই সময়ে ষোল বৎসর। “বনফুল” ইহার দুই যৎসর পূর্বে ১২৮২-১২৮৩ সনের (১৮৭৫-১৮৭৬ খৃষ্টাব্দ ) জ্ঞানাঙ্করে বাহির হইয়া গিয়াছিল, কিন্তু ১২৮৬ সনে ( ১৮৭৮ খৃষ্টাব্দে ) পুস্তকাকারে কবিকাহিনীই প্রথম প্রকাশিত হয় । ‘জীবনস্মৃতিতে ७त्रांद्वश् “এই কবিকাহিনী কাব্যই আমার রচনাবলীর মধ্যে প্রথম গ্ৰন্থআকারে বাহির হয় । আমি যখন মেজদাদার নিকট আমেদাবাদে ছিলাম তখন আমার কোনো উৎসাহী বন্ধু এই বইখানা'ছাপাইরা আমার নিকট পঠাইয়া দিয়৷ আমাকে বিন্মিত করিয়া দেন। তিনি যে কাজটা ভালে৷ করিয়াছিলেন তাহ আমি মনে করি ন| কিন্তু তখন আমার মনে যে ভীৰোদয় হইয়াছিল, শাস্তি দিবীর প্রবল ইচ্ছ। তাহীকে কোনো মঙ্গেই বলা যায় না " (১) গ্রন্থ-পরিচয় গ্রন্থখানির আকার ৬ধু"+৪g” ( ১৭ মিমি x ১০.৫ মিমি) ডবল ফুলস্ক্যাপ, ১৬ পেজি ৩ ফৰ্ম্ম ৬ পৃষ্ঠায় মোট, মুখপত্র+৫৩ পৃষ্ঠা ; স্মল পাইকা অক্ষরে প্রতি भू*ीब २६ লাইন ছাপা । উৎসর্গ-পত্র নাই। কবিকাহিনীর এক লাইনও পরে পুনমুদ্রিত হয় নাই ; বইখানিও এখন দুষ্প্রাপ্য। নাম-পত্র ( title page ) এইরূপ— ( , ) &loa-of-sov * : 象 輸