পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- আলজিরিয়ার নারী । প্রায় সব জাতির সঙ্গেই হইয়াছে, কাজেই তাহার একটা মিশ্র জাতি বলিয়া মনে হয়। নৰ্ত্তকীর সব শ্রেণীর লোকের সঙ্গেই মিশে, কিন্তু তাহাদের বাস করিবার জন্য সহরের মধ্যে নিদিষ্ট স্থান আছে । নৰ্ত্তকীদের চরিত্র সম্বন্ধে প্রশংসা করিবার কিছু নাই। নর্তকীরা ধনী তুকী রমণীর মত জ'কালে পোষাক পরে। তাহদের অবস্থা খুবই ভাল, এক-একজনকে ক্রোরপতি বলিলেও হয়। বর্তমান সময়ে ক্রীতদাসীরা নৰ্ত্তকীদের দল-বৃদ্ধি খুব বেশী পরিমাণেই করিতেছে । অ্যালজিরিয়া এবং মরক্কো দুইটি ভিন্ন দেশ বটে, কিন্তু ঐ স্থানের লোকেরা ইজিপ্টের বাসিন্দাদের শাখা। ঐ ছুইটি দেশের বেশীর ভাগ লোক বর্বর ( Berber ) জাতি । তাহ ছাড়া আরব, ইহুদি এবং নিগ্রে যথেষ্ট পরিমাণেই আছে। বৰ্ব্বর জাতি দেখিতে, অন্তত বর্ণে, ইউরোপীয়দের মতই। তবে পুরাকালে বর্বর এবং আরবজাতির কিছু প্রবালী—জ্যৈষ্ঠ, ১৩২৯ SAAAAAA SSAAAAAAS AAAAA AAAA SAAAAAMAMAMAAASAASAASAASAASAASAASAAASSS SAAA [ २२* जांभ, १म थ९ SAAAAAA AAAA AAAASSAAAAAA SAAAAA AAAA AAAA AAAASASASS আলজিরীর রমণীর সন্তান-বহন । মিশ্রণ হইয়াছিল। উভয় জাতির একটা বিষয় একেবারে এক —তাহার ককেশীয়দের বংশধর । তাহাদের চেহারাতেও অনেক সাদৃপ্ত লক্ষিত হয়। তবে তাহাদের চেহারার মধ্যে আবার কয়েকট বিষয়ে বেশ পার্থক্যও দেখা যায়। আরবদের মুখ একটু লম্বা ধরণের, বর্ণ খুব বেশী শাদা নয়, নাক খুবই উচু এবং চোয়াল মাঝারি। আহাদের চোখ এবং চুল গাঢ় কালো। আরবরা বৰ্ব্বরদের অপেক্ষ কম পরিশ্রমী এবং উৎসাহী। তাহারা বৰ্ব্বরদের অপেক্ষ বেশী চিন্তাশীল। আরবের মন অধিকতর উচ্চস্থানে বিচরণ করে । আরবরা বৰ্ব্বরদের অপেক্ষা অধিক সংযমী এবং শিক্ষিত । o te এলজিরিয়ার বর্বরদের অনেক শাখা-প্রশাখা আছে। কেউ কেউ বলেন ইহাদের নাকি ১২ • • শাখা জাতি আছে ; এইজন্ত ইহাদের উত্তর আফ্রিকার স্কচ, জাতি বলে। তবে বাৰ্ব্বার জাতি তিন প্রধান ভাগে বিভক্ত । (১) সাগর তীরের বর্বর, ইহারা ‘কেৰিল বলিখা পরিচিত, (২) এটুল প্রদেশের স্বহল৷ এবং মোগার