পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ সংখ্যা 1 প্রদেশের শুস্জাতি এবং (৩) কৃষ্ণ বৰ্ব্বর বা হারাভিন, ইহার এটুলা পাহাড়ের দক্ষি দিকে বাস করে। বৰ্ব্বর রমণীর পোষাক আরব রমণীর মত। ইহার কাধে একটা শাল ফেলিয়া রাখে । আলখাল্লার মত যে লম্বা জামা পরে, তাহা কোমরে দড়ি দিয়া বাধা থাকে। আরব নারী অপেক্ষ ইহাদের স্বাধীনতা কিছু বেশী এবং ইহারা সৰ্ব্বাঙ্গ-ঢাকা কোন চাদর বা ঘোমটা ( হেইক্ ) ব্যবহার করে না । অলঙ্কার স্বরূপ ইহার হার, বাল, পুতির বা সোনার মালা, মাকড়ি বা ইয়ারিং এবং কেউ কেউ নাকছবি বা নথ ব্যবহার করে। গ্রামে এবং সহরে বর্বরদের বাড়ী বেশীর ভাগ দোতলা এবং পাথরের তৈয়ারী। তবে অনেক স্থানে (তুয়ারেগ) ইহার তাবু বা ঘাসের ছাওয়া ঘরে বাস করে। ইহার চাষবাস, সামান্ত কাবুবার ইত্যাদি করে। কেবিল রমণীর স্থান, আরব বা মুর নারীর অপেক্ষা বেশী সম্মানের । তাহাদের ঘরের বাহিরে আসিতে বাধা নাই, এবং বাহিরে আসিবার সময় ঘোমটাও পরিতে হয় না । স্বামীর সঙ্গে তাহার আসন সমান—অনেক স্থলে বরং উচু তবু নীচু নয়। কেবিল পুরুষ সাধারণতঃ এক বিবাহ করে। কেবলি নারীর পোষাক খুবই সাধারণ । বিশেষ কোনো জাক-জমক নাই । আরবরা খৃষ্টীয় ৭ম এবং ১১শ শতাব্দীতে অ্যালজিরিয়া এবং মরক্কো জয় করেন । বৰ্ত্তমান সময়েও ঐ স্কুইটি দেশে আরবরাই প্রধান অধিবাসী । অ্যালজিরিয়ার পশ্চিম অংশেই আরবদের ঘন-বসতি আছে । আরব নারী একটা শালে আপাদ-মস্তক মুড়ি দিয়৷ পথে চলে । এই শালকে ইহার হেইক বলে। যাহার যেমন অবস্থা সে তেমনি দামের শূল ব্যবহার করে। হেইক-এ মুখের প্রায় ফ্লব অংশই ঢাকা পড়ে, কেবল চোখ, নাক এবং কপালের এক অংশ অনাবৃত থাকে। অনেকে এত পাতলা ওড়না বা হেইক ব্যবহার করে যে তাহা ব্যবহার করা না-করা সমান। ইহাতে আরব নারীদের অতি চমৎকার দেখায়। ওড়নার র্যাকে ঘোমটার আড়ালে স্বন্দী আরবনারীর কালে যোগ একবার দেখিলে অব তাঙ্গ তুলিবার নয়। মহিলা-মজলিস্—ইজিপ্টের নারী ASAMAeBSAASAASAASAASAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAASeSeAAASA SAASAA AAAA SAAAAA AAAA SAAAAA S কেবিল রমণী । অনেকস্থানে আরব নারী কেবল একটি চোখ খোলা রাখিতে পায়, আর একটি চোখ আড়জারে বা মুখের উপর পাতলা ঘোমটায় ঢাকা থাকে। সাধারণতঃ আরব রমণী দেখিতে মুঙ্গরী। তবে অনেকে কপালে উদ্ধি পরিয়৷ এই সৌন্দৰ্য্য মাটি করে। আরব রমণীর ঢোল পায়জাম এবং তুকী ধরণের কুত্তী পরে। ইহা দেখিতে মোটেই স্বদ্বগু নয়, একটা কাপড়ের বস্তার মত মনে হয়। গরীব ঘরের মেয়েদের পোষাকের জাক-জমক কিছু কম। ধনী নারীদের অনেকে ওয়েষ্ট কোটের মত এক রকমের জামা ব্যবহার করে। ইহা পরিলে তাহাদের এক রকম মন্দ দেখায় না | প্রায় আরব রমণী হেনার দ্বারা নোখ, এবং হাতের তালু রঙ করে। অনেকে আবার চুলের গোড়াতেও হেন লাগাইয়া রঙিন করে। আরবনারীর গয়নার বহর বড় ভয়ানক। বড় ঘরের মেয়ের সব সোনার গয়না পরে।• নাক হইতে স্বরু