পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] মহিলা-মজলিস্—কৃষ্ণভাবিনী-স্মৃতিসভায় ২৬৫ SASAMeM MAAAASASASS স্বগীয়া কৃঞ্চভীবিনী দাস । এই সময়ে তিনি মধ্যে মধ্যে তাহার কন্যাকে দেখিতে পাইতেন মাত্র। র্তাহাকে নিকটে রাখার সাধ্য র্তাহার ছিল না, কারণ র্তাহারা বিলাত-ফেরত। এই সময়ে দেবেন্দ্রনাথ দাস মহাশয় বরিশালে অধ্যাপকের কার্ধ্যে নিযুক্ত হন। সেখানে স্বামী-স্ত্রী উভয়েই দেহ ও ভালবাসার দ্বারা শীঘ্রই ছাত্র ও দেশবাসিগণকে আপনার করিয়া লইয়াছিলেন । এইরূপে কিছু কাল সংসার-ধৰ্ম্ম করিয়া দেবেন্দ্রনাথ দাস মহাশয় পরলোক গমন করেন । তখন কৃষ্ণভাবিনী দাস অত্যন্ত নিরাশ্রয় ও শোকে মুহমান হইয় পড়েন । র্তাহার দাড়াইবার স্থান ছিল না। শ্ৰীনাথ দাসের মধ্যম পুত্র ক্রযুক্ত জ্ঞানেন্দ্রনাথ দাস মহাশয় তাহার গৃহে উtহাকে স্থান দেন । কিছুকাল পূৰ্ব্বে পাশ্চাত্য চালচলন র্যাহার অস্থি