পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] পঞ্চ-মোচন SNO6. ഹാ ఇ^^^^^^ ఇ^^^^^^^^ u* *^^^^^^^^^ ఇ^^. ఇy^^^^^^^^^^^^ পথ-মোচন 籌 बtनक जभग्न ८मशों शां★ c१ ७धंबं नश्छ श्रुeब्रांप्न পরীক্ষার্থীরা ফেল করিতে থাকে। এক-একটি সহজ বিষয়ও নানা প্রকার কল্পিত রূপক অর্থের আবরণে চাপ পড়িয়া যায়, নিতান্ত সহজ কথা আধ্যাত্মিক ব্যাখ্যার আতিশয্যে ঝাপ্‌লা বলিয়া মনে হইতে থাকে। রবীক্সনাথের লেখা সম্বন্ধেও দেখা যায় যে একটি বিশেষ তত্ত্ব-কথা বা একটি বিশেষ রূপক অর্থ আবিষ্কার করিবার ঝোকে অনেক সময়ে লোকে মূল বিষয়টিকে ভুলিয়া যায়, আসল কথাটি সহজ বলিয়াই লোকে ভুল বুঝে। "মুক্তধারা ” নাটকখানি সম্বন্ধেও এইরূপ ঘটিবার সম্ভাবনা অাছে, সেইজন্ত গোড়াতেই "মুক্তধারার" সহজ অর্থটিকে সহজ ভাবে বুঝিয়া লইবার চেষ্টা করা দরকার। ( > ) নাটকখানির সম্মুখে সমস্ত মঞ্চ জুড়িয়া পড়িয়া রহিয়াছে নানা মানুষের চলাচলের পথ ; দূরে আকাশে একটা অভ্রভেদী লৌহযন্ত্রের মাথা অম্বরের মত ই করিয়া রহিয়াছে, অপর দিকে ভৈরব-মন্দির-চুড়ার ত্রিশূল ; পিছনে বাধন-বাধা “মুক্তধারা”, জলের শব্দ আসিয়া পৌছিতেছে কিনা স্পষ্ট বুঝা যায় না ; মাঝে মাঝে ভৈরব-মন্ত্র শুনা शहेएउटझ- . জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর । আর এই সমস্তের মাঝখানে রহিয়াছেন উত্তরকুটের भूदब्रांख अडिछि९ ।। অভিজিতের জন্ম রাজ-বাড়িতে হয় নাই, মুক্তধারা করুণ-তল হইতে র্তাহাকে কুড়াইয়া পাওয়া গিয়াছিল ; তাহার কপালে রাজচক্ৰবৰ্ত্তীর চিহ্ন দেখিয়া তাহাকে যুবরাজ করা হইয়াছে। অভিজিৎ এ খবর জানিতেন না, তবুও ঝরণার শৰে পথের স্বরে তাহার মন উতলা হইয়া উঠিত । গৌরীশিখরের দিকে তাকাইয়া যুবরাজ ভাবিতেন--"যে-সব পথ এখনো কাটা হয়নি ঐ ছৰ্গম পাহাড়ের উপর দিয়ে সেই ভাৰী কালের পথ দেখতে পাচ্চি—দুরকে নিকট করুবার পথ ।” একদিন যুবরাজ শুনিলেন যে মুক্তধারার উৎসের নিকটে কোন ঘরছাড়া মা তাহাকে জন্ম দিয়াছে। অভিজিৎ বুঝিলেন যে র্তাহার জন্মক্ষণে গিরিরাজ তাহাকে পথে অভ্যর্থনা করিয়াছেন, ঘরের শঙ্খ তাহাকে ঘরে ডাকে নাই। ইহার পর হইতে যুবরাজকে অনেক সময়েই আর রাজবাড়িতে দেখা যাইত না, তিনি রাজবাড়ি ছাড়িয়া ঝর্ণাতলায় চলিয়া যাইতেন। জিজ্ঞাসা করিলে বলিতেন— “ঐ জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই,” বলিতেন—“আমি পৃথিবীতে এসেচি পথ কাটুবার জন্তে, এই খবর আমার কাছে এসে পৌছেচে।” যুবরাজকে তখন শিবতরাইয়ের শাসনভার অর্পণ করিয়া মুক্তধারার নিকট হইতে দূরে পাঠাইয়া দেওয়া হইল। অভিজিৎ কিন্তু মুক্তধারার মাতৃভাষা তুলিতে পারিলেন না। শিবতরাইয়ের অন্নচলাচলের পথ বন্ধ করিবার জন্য অনেকদিন হইল নন্দিসঙ্কটে গড় গাথিয় তোলা হইয়াছিল, অভিজিং এই বহুদিনের পুরাতন গড় ভাঙিয়া নন্দিসঙ্কটের পথ খুলিয়া দিলেন। উত্তরকুটের স্বার্থে আঘাত লাগায় উত্তরকুটের অধিবাসীরা উত্তেজিত হইয়া উঠিল, যুবরাজ অভিজিংকে উত্তরকুটে ফিরিয়া আসিতে হইল । অভিজিং উত্তরকুটে ফিরিয়া আসিয়া প্রথমেই দেখিলেন মুক্তধারার বাধ বাধা হইয়া গিয়াছে। শিবতরাইয়ের প্রজাদের কিছুতেই বাধ্য করা যায় নাই। এতদিন পরে যন্ত্ররাজ বিভূতি মুক্তধারার জলকে আয়ত্ত করিয়া তাহদিগকে বশ মানাইবার উপায় করিয়া দিয়াছে, শিবতরাইয়ের প্রজাদের পিপাসার জল এইবার বন্ধ করা চলিবে, শিবতরাইয়ে জুর্ভিক্ষ আসন্নপ্রায় । এই অসামান্ত কীৰ্ত্তিকে পুরস্কৃত করিবার উপলক্ষ্যে উত্তরকুটের সমস্ত লোক উৎসব করিতেছে। যন্ত্ররাজ বিভূতির প্রশংসায়, যন্ত্ৰ-মহিমা-জয়গানে সমস্ত নগরী মুখরিত। কিন্তু এই বাধ ত সহজে বাধা হয় নাই। বাৰ বারবায়