পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ឃុ शृनर्झग्न তোমার চণ্ডপার্গের দও লাগিয়েও যা করতে পার নি আমি দেখচি তাই করে বসে আছি। এতদিন ঠাউরেছিলুম আমি ওদের বলবুদ্ধি বাড়াচ্চি ; আজ মুখের উপর বলে গেল আমিই ওদের বলবুদ্ধি হরণ করেচি। । রণজিৎ এমনটা হয় কি করে’ ? ... * * . ধনঞ্জর ওদের ধতই মাতিয়ে তুলেচি ততই পাকিয়ে তোলা হয়নি আর কি। দেন যাদের অনেক বাকি, শুধু কেবল দৌড় লাগিয়ে দিয়ে তাদের লেনা শোধ হয় না ত । ওরা ভাবে আমি বিধাতার চেয়ে বড়, তার কাছে ওরা যা ধারে আমি যেন তা নামঞ্জুর করে দিতে পারি। তাই চক্ষু বুজে আমাকেই জার্কড়ে থাকে। " রণজিং ‘ওরা বৈ তোমাক্ষেই দেবতা বলে জেনেচে । १नइग्न তাই আমাতেই এসে ঠেকে গেল, আসল দেবতা পৰ্য্যন্ত পৌঁছল না। ভিতরে থেকে ধিনি ওদের চালাতে পারতেন বাইরে থেকে আমি তাকে রেখেচি ঠেকিয়ে।

  • - রণজিং

রাজার খাজনা যখন ওরা দিতে আসে তখন বাধা দাও, আর দেবতার পূজো যখন তোমার পায়ের কাছে এসে পড়ে তখন তোমার বাজে না ? * * ধনঞ্জয় *. ওরে বীপৃরে! বাজে না ত কি ! দৌড় মেরে পালাতে পালে বাচি। আমাকে পুজো দিয়ে ওরা অন্তরে অন্তরে দেউলে হতে চলল, সে দেনার দায় যে আমারও ঘাড়ে পড়বে, দেবতা ছাড়বেন না। { রণজিৎ এখন তোমার কৰ্ত্তব্য ? ' ' 线 {忒警羽 তফাতে থাকা । আমি যদি পাকা করে? ওদের মনের বঁাধ বেঁধে থাকি, তা হলে তোমার বিভূতিকে আর আমাকে ভৈরব যেন এক সঙ্গেই তাড়া লাগান। প্রবাসী-বৈশাখ, ১৩২৯ AA AA ASAA AA ASASASA AAAeAAA AAAAA ماہ لیا۔مہ AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMAMAMASA SeeAAA AAAA SAAA SAAAAA AAAAMAMAYAMA S SAM MAMAMeS ( ২২শ ভাগ; ১য খণ্ড عصعة ** রঞ্জিং তবে জার দেরি কেন ? সর না !

  • शुनक्षद्म -- আমি সরে দাড়ালেই ওঁরা একেবারে তোমার চওপালের ঘাড়ের উপর গিয়ে চড়াওঁ হবে। তখন যে-দও আমার পাওনা সেটা পড়বে ওদেরি মাথার খুলির উপরে। এই ভাবনায় সৰ্বতে পারি নে। -

রণজিং নিজে সৰ্বতে না পার আমিই সরিয়ে দিচ্চি। উদ্ধব, বৈরাগীকে এখন শিবিরে বন্দী করে’ রাখ । ধনঞ্জয় ( গান ) তোর শিকল আমায় বিকল করবে না। ’ তোর মারে মরম মর্বে না। . র্তার আপন হাতের ছাড়-চিঠি সেই যে, আমার মনের ভিতর রয়েছে এই যে, তোদের ধরা আমায় ধরবে না। যে পথ দিয়ে আমার চলাচল প্রহরী তার খোজ পাবে কি বল ? আমি তার দুয়ারে পৌছে গেছি রে, মোরে তোর দুয়ারে ঠেকাবে কি রে ? তোর ডরে পরাণ ডরবে না। [ ধনঞ্জয়কে লইয়া উদ্ধবের প্রস্থান । রণজিৎ , মন্ত্রী, বদিশালায় অভিজিংকে দেখে এসগে। যদি দেখ সে অাপন কৃতকর্মের জন্তে অমৃতপ্ত, তাহলে— মন্ত্রী মহারাজ, আপনি স্বয়ং গিয়ে একবার— - ., “ রণজিং না, না, সে নিজরাজ্যবিদ্রোহী, যতক্ষশ্ন অপরাধ স্বীকার না করে ততক্ষণ তার মুখদর্শন করব না। আমি রাজধানীতে যাচ্চি, সেখানে অীমাকে সংবাদ দিয়ে৷ ৷ ” [ রাজার প্রস্থান । তোর