পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

K. -- રું « প্রবাসী-বৈশাখ, ১৩২৯ ' [ ২২শ ভাগ, ১ম খণ্ড র্তার অপরাধের বিচার করতে পারবেন না, মাঝের থেকে রাগ করবেন আমাদের পরে ৷ ” . . . > - করুন রাগ, পষ্ট কথা বলব কপালে যাই থাক । \う এ দিকে যুবরাজ আমাদের এত ভালোবাসা দেখান, ভাব করেন যেন আকাশের চাদ হাতে পেড়ে দেবেন, আর তলে তলে তারই এই কীৰ্ত্তি ? হঠাৎ শিবতরাই তার কাছে উত্তরকুটের চেয়ে বড় হয়ে উঠল ? এমন হলে পৃথিবীতে স্বার ধর্শ রইল। কোথা ? বল ত দাদা ! vo কাউকে, চেন্‌বার জো নেই। X , রাঙ্ক ওকে শান্তি না দেন ত আমরা দেব। ૨ কি কবি ? : - > এ দেশে ওঁর ঠাই হচ্চে না। যে পথ কেটেচেন সেই পথ দিয়ে ওঁকেই বেরিয়ে যেতে হবে। や কিন্তু ঐ ত চবুয়৷ গায়ের লোক বললে, তিনি শিৰতরাইয়ে নেই, এখানে রাজার বাড়িতেও তাকে পাওয়া যাচ্চে না । Y রাজা তাকে নিশ্চয়ই লুকিয়েচে। \9 লুকিয়েচে? ইল, দেয়াল ভেঙে বের করব । Y ঘরে জাগুন লাগিয়ে-বের করব।

  • Vo আমাদের ফাকি দেবে ? মরি সর্ব তবু— - [ উদ্ধবের সহিত মন্ত্রীর প্রবেশ ]

籃... * মন্ত্রী কি হয়েচে ? p

عیین مییه حکبیسه صیه میبایست حبیبی معاصم: 鲇 ... } লুকোচুরী চলবে না। বের কর যুবরাজকে । আরে বাপু, আমি বের করবারকে ? - दे তোমরাই ত মন্ত্রণ দিয়ে তাকে-পারবে না কিন্তু আমরা টেনে বের করব! মন্ত্রী আচ্ছা, তবে নিজের হাতে রাজত্ব নাও, রাজার গার্য থেকে ছাড়িয়ে আনে । wo গারদ থেকে ? মন্ত্রী মহারাজ তাকে বন্দী করেচেন । সকলে জয় মহারাজের, জয় উত্তরকুটের ! ૨ চল রে, আমরা গারদে চুক্ৰব, সেখানে গিয়ে— মন্ত্রী ' গিয়ে কি কবি ? ૨ বিভূতির গলার মাল থেকে ফুল খসিয়ে দড়িগাছট ওর গলায় ঝুলিয়ে আসব। - s • V) গলায় কেন, হাতে। বাধ বাধার সম্মানের উচ্ছিষ্ট দিয়ে পথ-কাটার হাতে দড়ি পড়বে। * . মন্ত্রী . . যুবরাজ পথ ভেঙেচেন বলে অপরাধ, আর তোমর ব্যবস্থাভাঙবে, তাতে অপরাধ নেই ? - ૨ আহা, ও যে সম্পূর্ণ আলাদা কথা। আচ্ছা বেশ, যদি ব্যবস্থা ভাঙি ত কি হবে ? • शौ পায়ের তলার মাটি পছন্দ হল না বলে শূন্তে ঝাপিঃে পড়া হবে। সেটাও পছন্দ হবে না বলে রাখচি। একট ব্যবস্থা আগে করে তবে মন্ত ব্যবস্থাটা ভাঙতে হয়।