পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাধীনতার ফল জাগে বীজ না জাগে গাছ, আগে ডিম না আগে পার্থী, এরূপ প্রশ্নের উত্তর দেওয়া যেমন কঠিন, তেমনি মানুষের কোন সদগুণ স্বাধীনতার কারণ বা স্বাধীনতার ফল, কোন দোষ পরাধীনতার কারণ বা তাঙ্গরই ফল, তাহা বলাও কঠিন। এরূপ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা না করিয়া দুই-একটি বিষয়ে স্বাধীন ও পরাধীন জাতিদের মধ্যে প্রভেদের উল্লেখ করিব। " ইংরেজরা, বিশেষতঃ ইংরেজ খৃষ্টীয়ান মিশনারীরা, আমাদের কোন দোষ দেখাইয়া তাহা সংশোধন করিবার চেষ্টা করিলে, আমাদের মধ্যে অনেকে পাশ্চাত্য সমাজের, বিশেষতঃ ইংরেজ সমাজের, নানা দোষের উল্লেখ করিয়া . বলেন, “তোমরা নিজের দেশে এত দুনীতি থাকিতে আমাদের জন্য এত মাথা ঘামাও কেন ? আগে নিজেদের দোষ শুধুরাও, তাহার পর বিদেশে আসিয়া পরের দোষের চর্চা করিও।” উত্তেজিত হইয়া এরূপ কথা বলা কতকটা স্বাভাবিক বটে ; কিন্তু এখন ইহার ন্যায্যত বা অন্তাষ্যতার আলোচনা করা অামাদের উদ্দেশ্য নহে । আমরা এখানে ইহাই বলিতে চাই, যে, পাশ্চাত্য দেশের লোকের নিজেদের সমাজের দোষের প্রতি অন্ধ হইয়া যে পরচর্চা করে, একথা সম্পূর্ণ সত্য নহে। ইংলণ্ডে বা পাশ্চাত্য দেশসকলে যে-সব দোষ আছে, তাহার প্রত্যেকটিই সেই-সব দেশের লোকদের কাহারো না কাহারো চোখে পড়িয়াছে, এবং যাহারা দোষ দেখিয়াছেন, তাহর সংশোধনের প্রবল চেষ্টাও তাহার কেহ না কেহ করিতেছেন। পাশ্চাত্য জাতির লোকেরা সকলেই ঘরের দোষে অন্ধ হইয়া পর-ছিদ্র অন্বেষণে ব্যস্ত, ইহা সত্য নহে। স্বাধীন জাতি-সকলের অনেকের মধ্যে এরূপ শক্তি ও মহাপ্রাণত আছে, যে, তাহারা পরের দুঃখ-দুৰ্গতির খৰর রাখিতে পারে, এবং তাহা মোচনের জন্ত আত্মোৎসর্গ করিতে পারে। পেশাদার মিশনারী ও জনহিতসাধক যে নাই, তাহা নহে; কিন্তু খাটি ধাৰ্ষিক প্রচারক ও জনহিতসাধকও স্বাধীন জাতি-সকলের মধ্যে অনেকে জন্মিয়াছেন। পরাধীন-জাতীয় কয়জন লোক কুষ্ঠ রোগের সেবার জন্য আত্মোৎসর্গ করিয়াছেন, কয়জন কতগুলি কুষ্ঠ হাসপাতাল ও আশ্রম, অদ্ধাশ্রম প্রভৃতি স্থাপন ও পরিচালন করেন, কয়জন নরখাদক অসভ্যজাতিদের উপকার করিতে গিয়া প্রাণ দিয়াছেন ? ইহা নিশ্চিত, বে, স্বাধীনতা মানুষের শক্তি, মহাপ্রাণতা, এবং হৃদয়ের উদারতা, মানস দৃষ্টির প্রসার ও বৃদ্ধি করে। স্বাধীন ফ্রান্সের লোকের আমেরিকানদিগের স্বাধীনতাযুদ্ধে সাহায্য করিয়াছিল, গ্রীসের স্বাধীনতা-সমরে স্বাধীন ইংলণ্ডের কবি বায়রন ও অন্ত ইংরেজরা সহায় হইয়াছিল। এরূপ সাহায্য করিবার শক্তি ও সুযোগ পরাধীন জাতিদের নাই। জনহিত৭াধন ব্যাপারেই মে স্বাধীন জাতিদের শক্তির পরিচয় পাওয়া যায় তাহী নহে। অন্তবিধ নানা দুঃসাধ্য কাৰ্য্য সাধনেও তাহার অগ্রণী। উত্তর মেরু ও দক্ষিণ মেরু আবিষ্কার স্বাধীন জাতীয় লোকেই করিয়াছে। হিমালয় আমাদের দেশের পর্বত ; কিন্তু তাহার উচ্চতম শৃঙ্গ-সকল আরোহণ করিতেছে স্বাধীন পাশ্চাত্য দেশের লোকেরা ; কিন্তু এই দেশেরই কুলির তাহাদের সঙ্গে ভারবাহী হইয়া যাইতেছে । জ্ঞানরাজ্যেও স্বাধীনতার জয় । বিজ্ঞানে, দর্শনে, ইতিহাসে, শিল্পে, জাজ ইউরোপ-আমেরিকার স্বাধীন জাতিরাই অগ্রণী। এশিয়ার জাপানও ভারতবর্ষের একশত বৎসরেরও অধিক কালপরে পাশ্চাত্য সংস্পর্শে ভাসিয়াছে।