পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ზe • । छाउiत्र cज, ७म, मांग, ७म, वि, नि प्रदेछ, वि: ( जैख्नेि? जठांश्रठि, २२ नः शांब्रिमन #cब्रांछ, कलिकांठ । २ । कविब्रांज झूर्णीनांन छÉ, ७भै, 4, बिछांब्रङ्ग, es नर शांब्रिमन cब्रांख्, कणिकाठ ॥ ৩। অধ্যাপক গঙ্গাচরণ দাস গুপ্ত, ডেভিড হেয়ার টেনিং কলেজ, কলিকাতা। ৪ । খ্ৰীযুক্ত বাবু পরেশচন্দ্র সেন, এম-এ, বি-এল, কাৰ্য্যাধ্যক্ষ, ১০ নং নবীন কুণ্ডুর লেন, কলিকাতা। এ । অধ্যাপক বিভূতিভূষণ দত্ত, ডি, এস-সি, ১৭ নং নবীন কুণ্ডুর লেন, কলিকাতা। ७ । वैयूख बांबू ब्रमभौद्रश्चन (मन४४, बिछांविानांल, मझ्कांग्रैौ কাৰ্য্যাধ্যক্ষ, ৩০ নং কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । ৭ । কবিরাজ মণীন্দ্রলাল কাব্যতীর্থ, যোগেন্দ্র ঔষধালয়, জোড়াদাকে, আপার চিৎপুর রোড, কলিকাত৷৷ ৮ ৷ ডাক্তার এস, সি, সেনগুপ্ত, এম, ডি, કરાર ૮૩ છે, નિઃ । ভিন্নবসল গুহা-মন্দিরের চিত্রাবলী অজণ্টাগুহার চিত্রাবলী বহু বংসর হক্টতে জনসমাজে থ্যাতি লাভ করিয়াছে । ছবিগুলির নকল ও তাহার তাহার পর মধ্য তাহারও অতঃপর খালিয়র সম্বন্ধে বহিও প্রকাশিত হইয়াছে । ভারতে রামগড় গুহার ছবি জানা পড়ে । কিছু কিছু নকল করা হইয়াছে। পল্লব যুগের গুহা-মঙ্গিরের প্রাচীর চিত্র রাজ্যের বাঘগুহার চিত্রাবলীর নকল শ্ৰীযুক্ত নন্দলাল বস্ব, ঐযুক্ত অসিতকুমার হালদার ও শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ কর করেন। কিছু দিন হইল, মান্দ্রজ প্রেসিডেন্সীর পুডুকোটাইর নিকটবত্ত সিত্তন্নবসল নামক স্থানের মন্দিরে প্রবাসী-আষাঢ়, ১৩২৯ [ ২২শ ভাগ, ১ম খণ্ড حصلى الله عليه وسلمحیحصحیہی ۔ কতকগুলি চিত্র আবিষ্কৃত হইয়াছে। এই মন্দির পাহাড়ের পাথর কাটা নিৰ্ম্মিভ। ইহাকে গুহা-মন্দির বলা যাইতে পারে। পণ্ডিচেরির ফরাসী অধ্যাপক ভূত্রেই বলেন, তথাকার চিত্রগুলি অজণ্টাগুহা িত্রাবলী । মত প্রক্রিয়া অনুসারে অঙ্কিত হুইয়াছিল। মন্দিরের ছাদের ভিতরের পিঠ, স্তম্ভ, প্রাচীরের ভিত্তরের দিক, প্রভৃতির উপর ছবিগুলি অঙ্কিত। অনেক ছবি নষ্ট হইয়াছে। যেগুলি এখনও অবশিষ্ট আছে, তাহার মধ্যে একটি কমল সরোবরের দৃশ্য প্রধান। তাহাতে পদ্মফুল ছাড়া মৎস্ত, হংস, মহিষ, হস্তী ও তিনটি মানুষের ছবি আছে । কমলসরোবরের চিত্র নানা বর্ণে রঞ্জিত। ফরাসী অধ্যাপক চিত্রকর নহেন বলিয় তাহার প্রতিলিপি লইতে পারেন নাই । একটি স্তম্ভের গায়ের এক নৃত্যরত নারীমূৰ্ত্তির কিয়দংশের রেখাচিত্র মাত্র তিনি প্রকাশ করিতে পারিয়াছেন । তাহার নকল আমরা ছাপিলাম। ংগ্রেসের অনুমোদিত কাজের সংবাদ বঙ্গের কোন জেলায় কত চরকা চলিতেছে, কত হাতের তাত চলিতেছে, কত তাতে কেবল চরকার স্থতা ব্যবহৃত হয়, কত জাতীয় বিদ্যালয় খোলা হইয়াছে ও তাহার ছাত্রসংখ্যা কত, ইত্যাদি সংবাদ বঙ্গের কংগ্রেস কমিটি প্রকাশ করিয়া ভালই করিতেছেন। এই-সব খবর জানিবার জন্য লোকের কৌতুহল আছে। খবর ভাল হইলে উৎসাহ বাড়ে, মন্দ হইলে নিরুৎসাহ না হইয়া মারো বেশী চেষ্টা করা কর্তব্য । খবরগুলি যাহাতে নিতুল হয় সেদিকে খুব বেশী নজর রাখা উচিত। বাংলা দেশে টিলক স্বরাজ্য ফণ্ডে কত টাকা উঠিয়াছিল, সে বিষয়ে যেরূপ ক্লেশকর বাদ প্রতিবাদ হইয়াছে, তাহা মনে রাখিয়া সংবাদ সংগ্রহ ও প্রকাশে বিশেষ সাবধান হওয়া উচিত। বাঁকুড়ার দারিদ্র্য নিবারণের চেষ্টা বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষে বিপন্ন লোকদের নিমিত্ত সাহায্য ভিক্ষা করিবার জন্ত দেশের লোকদের কাছে বার বার উপস্থিত হইতৃে হইয়াছে। তাহ'হইতে সকলে