পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] এবং তাহারা অনেকে উৎসাহ সাহস ও দক্ষতার সহিত অক্লান্তভাবে কাজ করিতেছেন। বাদ্ধক্যসত্ত্বেও আলীদের জননী তাহাদের অন্যতম। বাঙালী লস্করদের প্রশংসা ঈজিপ্ট জাহাজ জলমগ্ন হওয়ার পর লস্কর অর্থাৎ ভারতীয় নাবিকদের খুব নিন্দাবাদ আরম্ভ হয়। তাহীদের অপরাধ বোধ হয় এই, যে, সমুদ্রতরঙ্গ বাছিয়া বাছিয়া কেবল কালা আদমিদিগকেই কেন গ্রাস করিল না। যাহা হউক, নিন্দার দ্বিতীয় সর্গে বলা হইল, পূৰ্ব্ববঙ্গের লস্কররা কোন দোষ করে নাই, বোম্বাই অঞ্চলের নাবিকের করিয়া থাকিবে। তৃতীয় সর্গে বলা হইল, যারা দোষ করিয়াছিল, তার লস্করই নহে, গোয়ার খানসাম সর্দার-খানসামা প্রভৃতি। শেষে বলা হইতেছে, বাঙালী লস্করেরা বরাবর খুব সাহস ধৈৰ্য দক্ষত আত্মোৎসর্গ ও মিতাচারের পরিচয় দিয়াছে। যারা গোরা নাবিকদের সমান কাজ তাদের চেয়ে ঢের কম বেতন লইয়া এবং অপকৃষ্ট ও কম জায়গায় থাকিয়া করে, তাদের নিন্দা ক্ষণকালের জন্তও করা ঘোর অকৃতজ্ঞতা । একজন জাপানীর আত্মবলিদান রবার্টসন স্কটু সাহেবের লিখিত "জাপানের ভিত্তি” (The Foundation of Japan) at No osts একজন জাপানী কৃষকের আত্মোৎসর্গের একটি অাখ্যান আছে । একবার দুভিক্ষের সময় ঐ চাষার গ্রামে কেবল তাঁহারই পুরা এক বস্ত ধান ছিল। বস্তাটি 6jणाझे इग्न नाई । उॉशब्र७ अग्नकहे श्ग्रांश्लि, किड़ ভবিষ্যৎ ভাবিয়া সে অপরের মঙ্গলের জন্য নিজেকে বলি দিতে মনস্থ করিল। সে ঐ ধান খাইৰার জন্য ব্যবহার করিতে ইচ্ছা করে নাই, কারণ তাহ হইলে আগামী বীজ বপনের সময় গ্রামে আর বীজ থাকিবে না। ফলে একদিন দেখা গেল, গে, সে তাহার কুটীরে ধানের বস্তার উস মাথা রাখিয়া অনশনে মরিয়া আছে । বিবিধ প্রসঙ্গ—ভারতীয়ের বিলাতী AAAAAA AAAA AAAA AAAAMMA MMMM MMM MMM MAeMM eM MeMMM MAMM MA AAAA AAAA SAAA AAAAM AAAA AAA AAAAM Mee eeee eAAMMMeMABeSJAAA AAAA AAAA AAASA SSASAS SSAS নিন্দ ৪৬৯ SAAAAAA AAA SAAAAAS S AAAAA AAAA AAAA AAAAM AeeM AAAA AA AeM eeSAASAASAASAASAASAASAASAA ভারতীয়ের বিলাতী নিন্দ দি লেডিজ, ওয়াল্ড নামক একখানা বিলাতী কাগজে ভারতের খোকাখুকীদের সম্বন্ধে একটা খুব আজগুবি রকমের প্রবন্ধ কয়েক মাস পূর্বে বাহির হর । তার সবটাই উপভোগ্য নহে ; কারণ কতকগুলি মিথ্যা নিন্দাও তাহাতে আছে। গোট। দুই নমুনা দিতেছি। এক জায়গায় বলা হইতেছে— In after life these sedate infants develop into patriots, who take pot-shots at the hated white man. “ভবিষ্যৎ জীবনে এই শাস্ত শিশুর দেশভক্ত হইয় উঠে এবং বিদ্বেষভাজন শ্বেতকায় মানুষদের উপর গুলি ছেড়ে ।” যেন ঐটাই আমাদের সব ছে েদের নিত্যকৰ্ম্ম ! রামদীন ও মোতী নামক দুই কাল্পনিক .ভাইবোনের বিষয় লিখিতে লিখিতে লেখক বলিতেছে : The twain seldom have more than two or three little brothers and sisters to help them in the daily task ; for father and mother—being wise in their generation—do not burden themselves with larger families than they can afford to bring up. Indeed, to such an extent do they push their economy, that new arrivals sometimes mysteriously disappear within a few minutes of their birth, arrangements being made whereby wild animals and snakes relieve the callous parents of superfluous hostages of fortune Occasionally the perpetrators of infanticide are brought to book by the limbs of the law. But as the black policeman is ready to compound the gravest felony in return for a rupee, the innocents are slaughtered with impunity.—The Ladies World. Novcmber, 1921, р, 129. তাৎপৰ্য্য। “এদের দুজনকে রোজকার কাজে সাহায্য করিবার জন্য দুতিনটির বেশী ভাইবোন থাকে না ; কারণ তাদের বাপ-মা খুব চালাক, যত বড় পরিবার পালন করিতে পারে, তার চেয়ে বড় পরিবারের বোঝা তার ঘাড়ে রাখে না। বাস্তবিক, তাদের মিতব্যয়িতাটার তার এত বাড়াবাড়ি করে, যে, নবাগত শিশুর কখন কখন জন্মের কয়েক মিনিটের মধ্যেই অস্তুষ্ঠিত হয় ;–এরূপ বন্দোবস্ত করা থাকে, যাতে বস্ত জন্তু বায়াপে নিমম বাপমাকে তাদের অতিরিক্ত সস্তানের বোঝা হইতে মুক্ত করে। কখন কথন শিশুহত্যাকারীর আইনরক্ষকদের চেষ্টায় শাস্তি পায়। কিন্তু কাল পাহারাওয়াশ একটা টাকার বিনিময়ে খুব গুরুতর অপরাণীর সঙ্গেও রফ করিতে প্রস্তুত বলিয়া, নির্দোষ শিশুর অবাধে হত ইয়।"