পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] 事 欧 sk 欢 ভিক্ষ-পাওর। এ জীবন না রাখিলে লর! এ হীন প্রাণের কাজ যখনি ফুরাবে তখনি ধূলায় এরে করিব নিক্ষেপ, চরণে দলির এরে চুর্ণ ক’রে দেব। (৩) প্রতিশোধস্পৃহা চরিতার্থ করিবার জন্য রঘুপতিও একদিন মহারাজ গোবিন্দমাণিক্যের নিকট ভিক্ষ চাহিয়াছিল, এবং ভিক্ষা-লব্ধ দুইদিনের কলঙ্কে রঘুপতির সমস্ত গৰ্ব্ব সমস্ত তেজ নিভিয়া গিয়াছিল । রুদ্র চণ্ডের মধ্যে রঘুপতি-চরিত্রের পূর্বাভাস দেখিতে পাই । যাহা হউক অল্পগ্রহ-ক্ষুব্ধ রুদ্রচণ্ড রোযে অপমানে জলিতে লাগিল । অমিয়ার জন্যই এই অপমান, রুদ্রচণ্ডের নিকট অমিয়াও দুই চক্ষের বিষ হইয়া উঠিল। অমিয়া পায়ে পড়িয়া কঁাদিয়া ক্ষমা চাওয়াতেও কোন ফল হইল না । রুদ্রচণ্ড। শিশুৰ হৃদয় একি পেয়েছিস্ তুই ! দুই ফেঁট৷ অশ্ন দিয়ে গলাতে চাহিস্ । এখনি ও অঞজল মুছে ফেলু তুই । অঞজলধারা মোর দু' চক্ষের বিষ । আর নয়, শোন শেষ আদেশ আমার দূর হী রে – ধর' পিত, ধর গে। আমার – , ছু স্নে, ছু সনে মোরে, রীক্ষসি, ছু স্লে । ( 8 ) অমিয়া বিষঃ-হৃদয়ে চাদকবির সন্ধানে রাজধানীতে চলিয়া গেল । ইতিমধ্যে মহম্মদ-খোরী হস্তিনাপুর আক্রমণ করিবার জন্য যুদ্ধ-যাত্রা করিয়াছে। এক দূত রুদ্ৰচণ্ডের সন্ধানে অরণ্যে আসিয়া উপস্থিত। রুদ্ৰচণ্ডের কুটীর এমন অন্ধকার যে দূত পথ দেখিতে পায় না। দূত। একি ঘোর স্তন্ধ বন, একি অন্ধকার । চারিদিকে ঝোপঝাপ পথ নাহি কোথা । ওই বুঝি হবে তার অধীর কুটার, ওইথানে রাস্ত্রচও বাস করে বুঝি ! ( s ) রুদ্রচণ্ড মানুষ সহ্য করিতে পারে না, দেখিয়াই ক্রুদ্ধ হইয়া উঠিল। রদ্রচণ্ড । পথ ভুলে বুঝি তুই এসেছিস্ হেথ • আমি রহচও, এই অরণ্যের রাজা । আমির । 5 | দূতকে (৩) রত্রচও, ৪র্থ দৃপ্ত, পৃঃ ২১ । . ( ৪ ) রুদ্রচণ্ড, 8ಳಿ”, পৃঃ ২৩ ৷ g ( e ) রদ্রচণ্ড, ৭ম দৃপ্ত, পৃঃ ২৯ । রবীন্দ্র-পরিচয় ( రిసి নগর-নিবাসী তোর হেথা কেন এলি ? ঐশ্বৰ্য্য মাঝরে তোর প্রাসাদে থাকিস্, ননীর পুতুল বত ললনারে ল’য়ে ” अप्नु भूउि यँथि, अनशन छोरुl, ফুলের পাপড়ি পরে পড়িলে চরণ ব্যথায় অধীর হয়ে উঠিস্ যে তোর নগর-ফুলের কীট হেথ তোরা কেন ? আমি পৃথ্বীরাজ নই, আমি রুদ্রচণ্ড । মৃদু মিষ্ট কথা শুনি আল্লাদে গলিয়৷ রাজ্য-ধন্স উপহার দিইনাক আমি । ( ৬ } मूङ বুঝাইয়। বলিল যে সে কোন অপকার করিতে আসে নাই । দূত। রুদ্রচণ্ড । মিছে কেন করিচ্ছে রোম। উপকার করিতেই এসেছি হেথায় । ( ৭ ) উপকাবের কথা শুনিয়া রুদ্রচণ্ড আরও জলিয়া উঠিল । রুদ্রচণ্ড । বটে বটে, উপকার করিতে এসেছ । তোমরা নগরবাসী লীঙ-দেহ সবে উপকার করিবারে সদাই উদ্যত । তোমাদের নগরের বালক সে চাদ উপকার করিতে আসেন তিনি ছেথ, উপকার ক’রে মোরে রেখেছেন কিনে। ( ৮ ) দূত তখন জানাইল যে মহম্মদঘোরী পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছেন, থোরী রুড়চণ্ডের সাহায্য প্রার্থনা করিতেছেন, প্রতিশোধ গ্রহণের উপযুক্ত সময় উপস্থিত। রুদ্রচও এই সংবাদ পাইয়া অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিল । এতদিন ধরিয়া সে পৃথ্বীরাজকে নিজহস্তে শাস্তি দিবার সংকল্প করিয়া আসিয়াছে, আজ মহম্মদধোরী বুঝি রুদ্রচণ্ডের মুখের গ্র স কাড়িয়া লয় ! অপরের হস্তে পৃথ্বীরাজ নিহত হইলে রুদ্ৰচণ্ডের প্রতিহিংসাপ্রবৃত্তি চরিতার্থ হইবে না। রুদ্রচণ্ড দূতকে দূর করিয়া দিল এবং ঘোরীর আক্রমণ-বাৰ্ত্ত প্রচার করিবার জন্য রাজধানী যাত্রা করিল। রাজধানীতে আসিয়া রুদ্ৰচণ্ডের প্রাণ অস্থির হইয় উঠিয়াছে, এত লোক এত কোলাহল তাহার সহ হয় না। একি ঘের কোলাহল নগরের পথে সম্মুখে, দক্ষিণে বামে, সহস্ৰ বৰ্ব্বর গণয়ের উপর দিয়া যেতেছে চলিয় । 欢 $: k রুদ্রচণ্ড । ۵۰-هه راه ۹ ,eت ( ن ) ( ) রায়চণ্ড, ৭ম দৃষ্ঠ, পৃ ৩১ ৷ اده: راه ۹ ,ه g5 ( )