পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AMMMMMMAAA AAAA AAAJMAMMAAA AAAA SAJSJMASJJJJSS AJSJJAAA AAAA .* ৪র্থ সংখ্য। ] সত্যেন্দ্র-পরিচয় Qb-Q র্তার 'অমুমতি চাইতে সাহস হয়নি।" পরে সত্যেন্ত্র তার নিজের গুণের জোরে বিশ্ববরেণ্য কবীন্দ্রের স্নেহভাজন হবার সৌভাগ্য অর্জন করেছিলেন । সত্যেন্দ্র যে রবীন্দ্রনাথকে কত বেশী ভক্তি-শ্রদ্ধা করতেন তার পরিচয় আমি বারবার পেয়েছি। সেবার রবীন্দ্রনাথ বিলাতে গিয়ে গীতাঞ্জলির অনুবাদ করে খুব নাম করেছেন। কবিস্বৰভ দূরদৃষ্টির অনুভবে সত্যেন্ত্র প্রায়ই বলতেন—“এবার রবি-বাৰু নোবেল প্রাইজ পান ত ঠিক হয়।” একদিন আমি প্রবাসীআপিসে প্রফের মধ্যে নিমগ্ন হয়ে আছি ; বেলা তখন তিনটে হবে ; সত্যেন্দ্র হঠাৎ আমার ঘরে ঢুকেই বলে উঠলেন—“আমি তোমায় মারব।” প্রফ থেকে হঠাৎ মুখ তুলে দেখি উল্লাসে সত্যেন্দ্র যেন উপ্‌চে পড়ছেন—সেই আনন্দ ,ধে কিসে প্রকাশ করবেন তার ভাষা খুঁজে পাচ্ছেন না । আমি বিস্মিত হয়ে জিজ্ঞাস করলাম—“কি এমন স্থখবর যে আমায় মারতে ত্রয়ী ইচ্ছে করছে?” সত্যেন্দ্র বললেন— ৮ অজিতকুমার চক্ৰবৰ্ত্তী ৬ সতীশচন্দ্র রায় v সত্যেন্দ্রনাথ দত্ত "আন্দাজ করে !” সত্যেন্দ্রের হাতে একথান এম্পায়ার খবরের কাগজ দেখে বললাম—“রবি-বাবু নোবেল প্রাইজ পেয়েছেন ?" এ আন্দাজ আমি করতে পেরেছিলাম সত্যেক্সের কাছে এর আগে বহুরার এই ঘটনার সম্ভাবনার উল্লেখ শুনেছিলাম বলে। সত্যেন্দ্র কাগজপাল টেবিলের উপর মেলে ধরে, শুধু খবরটা দেখালেন, কিছু বলতে পারলেন না। তার পর বললেন—“আজ আর কিছু कॉख नं. जाव इ:ि !' कूर्यः ८दब्रिट्य १फ़ !" अभि বল্লাম—রবি-বাবুকে টেলিগ্রাম করেছ?" সত্যেন্দ্র বললেন—“আমি (রবিবাবুর জামাই ) নগেন গাঙ্গুলীর কাছে এস্প্লানেডে শুনেই কাগজ কিনে নিয়ে তোমাকে খবর দিতে ছুটে সেছি। টেলিগ্রাম ত আমি করতে জানি না,-তুমি যা হয় করে। তখন আমরা দুজনে কান্তিক প্রেসে গিয়ে মণিলালকে খবর দিলাম, আর তিনজনের নামে রবি-বাবুকে টেলিগ্রাম কবুলাম আমাcwa "taat 2 itu aifati-Nobel pilze, our