পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vులిపి AAAAAA AAAA AAAAS AAAA S AAAAA AAAA AAAAeS MS SM AAAA SAAAAAM eeS eS eeS eeS eee ee MMMM MMS MAeS eeS eeS M ee eeS নিষ্ঠুরও বৰ্ব্বর ব্যবহারের যে-সব বৃত্তাস্ত কাগজে বাহির হয়, তাহার তুলনায় মহাত্মা গান্ধীর প্রতি ব্যবহার ভাল হইতেছে বলিতে হয়। কিন্তু উননের আগুনের চেয়ে তপ্ত খোলা ঠাণ্ড বলিয়া বাস্তবিক উহা ঠাও নয় । খবরের কাগজে সম্প্রতি এই খবর বাহির হইয়াছে, যে, মহাত্মা গান্ধীকে খবরের কাগজ পড়িতে দেওয়া হয় না, এবং তাহাকে রাত্রে প্রদীপ দেওয়া হয় না। তাহার বিনাশ্রমে কারাদণ্ড হইয়াছে। তাহার মানে এই যে, তাহাকে কেবল আটক করিয়া রাখা হইবে, যাহাতে তিনি বক্ততা, কথোপকথন বা লেখা দ্বারা দেশের লোকদের উপর প্রভাব বিস্তার করিতে না পারেন। তাহাকে কোন একার মানসিক বা শারীরিক দণ্ড দিবার কথা নাই। গবর্ণমেন্ট র্তাহার শরীরের খোরাক দিতে যেমন বাধা, মনের খোরাক দিতেও তেমনি বাধ্য । জগতের সংবাদ না পাইলে সভ্য লোকদের মন ঠিক থাকিতে পারে না ; বিশেষতঃ গান্ধীর মত লোকের । সুতরাং তাহাকে খবরের কাগজ দেওয়া উচিত। সেকালে অনেক দেশে রাজনৈতিক বন্দীদের চোখ তুলিয় ফেলা হইত। গান্ধীকে রাত্রে প্রদীপ না দেওয়ায় ইণ্ডিয়ান সোপ্তাল রিফমারের সেই কথা মনে পড়িয়াছে। অন্ধ করিয়া দেওয়া ও প্রদীপ --ন-দেওয়ূ এক জিনিষ নহৈ, কিন্তু প্রত্যহ কিছু সময়ের জন্ত উভয়ের ফল কতকটা এক রকম হয় বটে। শহরের চাকর-চাকরানী । কলিকাতার মত বড় শহরের হাজার হাজার চাকর বামুন চাকরানী বামনীর নৈতিক অবস্থা কাহারো অবিদিত নাই। বিধবাবিবাহ প্রচলিত হইলে যে ইহাদের প্রভূত মঙ্গল হয়, সমাজের হাওয়া পবিত্রতর হয়, তাহাতে সন্দেহ নাই । তাহাঁদের মধ্যে অবৈধ সম্বন্ধ ঘটিতেছে, কিন্তু বৈধ সম্বন্ধ স্থাপিত করিতে যে উদ্যম সাহস ও লোকহিতৈষণার প্রয়োজন, বঙ্গে তাহা নাই । প্রবাসী—শ্রাবণ, )లిశిషి SAASASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSSS AASAASAASAASAASAASAASAASAAASMAeeMAeSeSAASAA AAAS [ ২২শ ভাগ, ১ম খণ্ড হসূরৎ মোহানী " বোম্বাই হাইকোর্টের বিচারে স্থির হইয়াছে যে মৌলানা হস্রং মোহানী রাজার বিরুদ্ধে যুদ্ধ করিতে কাহাকেও উত্তেজিত বা উৎসাহিত করেন নাই। সত্য ও স্কায়ের জয় হইয়াছে, স্বখের বিষয়। কলিকাতায় খানাতল্লাসী কয়েকদিন পূৰ্ব্বে কলকাতার কয়েকটি খবরের কাগজের আফিস ও বহির দোকানে পুলিস খানাতল্লাসী করিয়া কিছু পায় নাই। সশস্ত্র বিপ্লব দ্বারা স্বাধীনতালাভপ্রয়াসী ভারতীয়দের কোন কোন পুস্তিকা ও কাগজ বিদেশ হইতে এদেশে ডাকে আসিয়া থাকে। পুলিস তাহার র্থেfজ করিতেছিল। মজা মন্দ নয় । খবরের কাগজওয়ালার ও পুস্তকবিক্রেতার এসব জিনিষ অর্ডার দিয়া আমদানী করে না, তাহদের নিজের জাহাজে ও রেলে ও নিজের ডাক বিভাগ দ্বারা এগুলি আসে না । গবর্ণমেণ্ট না জানিয়া এগুলি বহন করিয়া আনাইয়া বিতরণ করেন, এবং তাহার পর আবার খানাতল্লাসীও করিতেছেন। গোয়েন্দারা লোকের ঘরে গোপনে আফিং রাখিয়া দিয়া তাহার থানাতল্লাসী করায় । ইহা তাহারা ইচ্ছাপূৰ্ব্বক জানিয়া শুনিয় করে । পুলিস অবশ্য ঐ বিদেশী কাগজসকল ইচ্ছা করিয়া কাহারে ঘরে ফেলিয়া দেয় না ; কিন্তু সেগুলি আসে ত সরকারী ডাক বিভাগের মারফতেই ? আসাটাই বন্ধ কর না কেন ? 尊。 বেথুন কলেজের প্রিন্সিপ্যাল মিস জেনো ও মিস্ রাইটু বেথুন কলেজের कांव डान করিয়া চালাইতে পারেন নাই। মিস্ রাইট চলিয়া যাইবেন, শেনি যাইতেছে । তিনি গেলে যোগ্যতম বাঙালী মহিলাকে এই কাজ দিয়া শিক্ষামন্ত্রী পরীক্ষা করিয়া ८लथिएल ठेिद् कांछ झ्झ । মুক্তধারা - ( জাৰ্ম্মান সমালোচন ) কবীগ্র রবীন্দ্রনাথের নবতন নাটক মুক্তধারার একটি মে তারিখের সংখ্যায় প্রকাশিত হইয়াছে। এই সম সমালোচনা জাৰ্ম্মানীর সদর শহর বালি ন হইতে প্রকাশিত লোচনাটি প্রকাশ করিবার পূর্বাভাষ রূপে সম্পাদক মন্তব্য শ্ৰেষ্ঠ সংবাদপত্র ফেলিশ, টসাইটুং'এর ১৯২২ সালের ২৬ করিয়াছেন- - t