পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম্ সুন্দরম।” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ * ২২শ ভাগ ভাদ্র, ১৩২৯ ৫ম সংখ্যা ১ম খণ্ড ভাসে গোপন-বাসী ( গান ) - ( গান ) জলে-ডোবা চিকণ শু্যামল কান পেতে রই আমার আপন কচি ধানের পাশে পাশে, আঁধার হৃদয়-গহন-ঘারে, ভরা নদীর ধারে ধারে so গোপন-বাসীর কান্না-হাসির হঁাসগুলি আজ সারে সারে গোপন কথা শুনিবারে ।

  • দুলে দুলে ঐ যে ভাসে । ভ্রমর সেথায় হয় বিবাগী

অম্নি করেই বনের শিরে কোন নিভৃত পদ্ম লাগি', মৃদু হাওয়ায় ধীরে ধীরে রাতের পার্থী গায় একাকী দিকৃ-রেখাটির তীরে তীরে e সঙ্গীবিহীন অন্ধকারে । মেঘ ভেসে যায় নীল আকাশে । অমনি করেই অলস মনে একৃল আমার তরীর কোণে মনের কথা সারা সকাল যায় ভেসে অfজ অকারণে । অম্নি করেই কেন জানি কে যে সে মোর কেই বা জানে, কন্তু তাহার দেখি অfভl, কিছু বা পাই অকুমানে, কিছু তাহার বুঝি না বা । মাঝে মাঝে তার বারতা দূর মাধুরীর আভাস আনি . আমার ভাষায় পায় কি কথা ? ভাসে কাহার ছায়াখানি ংস যে জানি পাঠায় বাণী - আমার বুকের দীর্ঘশ্বাসে। . গানের তানে লুকিয়ে তারে । ৩১ আষাঢ়, আত্রাই নদী ঐ রবীন্দ্রনাথ ঠাকুর -- ঐ রবীন্দ্রনাথ ঠাকুর g