পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] গোয়ালিয়র দুর্গ SSASAS SS SAAAAAA AAAA AAAA MAAAS AAASASAAAAAS AAAAA AAAA AAAA AAAAS AAAAA AAAA AAAA AAAAMAMAAA AAAA AAAA AAAAMMAAA AAAA ASASASA AAA AAAAS AAASASAAA AAAA SASAAASAAA SASA AAA AAAA AAAA SAAA AAAA AAAA AAAA ASAS A SAS S S AAAAA AAAA AAAA AAAA AAAAA ৬৯৭ -یسسه هم ماه مه ۹ o গোয়ালিয়র দুর্গ “গোয়ালিয়র দুর্গ” কাতোয়ারের সূৰ্য্যসেন নামে 'r রাজার দ্বারা নিৰ্ম্মিত হইয়াছিল জানা যায় ; কিন্তু এই স্বৰ্য্যসেন যে কোন সময়ে ইহা নিৰ্ম্মাণ করাইয়াছিলেন তাহা নিৰ্দ্ধারণ করা অতিশয় কঠিন । বিলফোর্ডের মতে গোয়ালিয়র দুর্গ ৭৭৫ খৃষ্ট-পূর্বের । খড়গ রায় বলেন দুর্গটি প্রায় কলিযুগের প্রারম্ভের (৩১০১ পূৰ্ব্ব খৃষ্টা)। ফজল আলির মতে ইহা বিক্রম ৩৩৯ অকে ( ২৭৫ খৃষ্টাব্দে ) নিৰ্ম্মিত হইয়াছিল । হীরামনও ঐ সময়টি নিৰ্দ্ধারিত করিয়াছেন।” আমরা দুর্গমধ্যস্থিত "চতুৰ্ভূজ” মন্দিরের শিললিপিতে (খৃষ্টীয় ৫ম শতাব্দী ) ছনবংশীয় মিহিরকুলের নাম দেখিতে পাই। “শাশ-বহু”র মন্দিরে একটি একাদশ শতাব্দীর শিলালিপি আছে, তাহা হইতে বুঝিতে পারা যায় গোয়ালিযর দুর্গ ২৭৫ খৃঃ হইতে কচ্ছবাহাদিগের অধীনে ছিল। মাঝে মাঝে কিন্তু তাহাদেরও স্বাধীনতা-সূৰ্য্য অস্ত যাইত, কারণ, শিলালিপি হইতে জানা যায় তোমরবংশীয় রাজা ভোজদেব (বিক্রম ৯৯৩ অব্দ) ৮৭৬ হইতে ৯০০ খৃঃ অবধি ভারতের একছত্র অধিপতি ছিলেন । “গোয়ালিয়রনামা" এই তোমর-বংশের ছত্রিশটি রাজার উল্লেখ করিয়াছেন । ১০২৩ খৃষ্টাব্দে মহম্মদ গজনী গোয়ালিয়র দুর্গ"আক্রমণ করিয়াছিলেন, কিন্তু বিফলযত্ব হইয় পলায়ন করিতে বাধ্য হন। . তাহার পর ধোলারায়ের নাম পাওয়া যায় (বিক্রম ১১৯৩, পৃঃ ১০৩৬ ) । ইনিই এই বংশের সর্বশেষ রাজা ছিলেন । তিনি নিজের ভাগিনেয় পরমলদেব পরিহারকে দুর্গের ভার দিয়া বিবাহ করিতে যান। ভাগিনেয় মামাকে আর দুর্গটি প্রত্যপণ করে নাই। সেই অবধি ১০৩ বৎসর পর্য্যন্ত ‘গোয়ালিয়র দুর্গ পরিহার-বংশীয় রাজার অধীনে ছিল । কচ্ছবাহা Asiatic Society's Researches, IX., p. 2*3, Cunningham's A. S. I., Vol. II, p 371. . “গোয়ালিয়র-নামা” এইটি উর্দ ভাষায় লিখিত হস্তলিপি। Hunter's Imperial Gazetteer of India

বংশীয়গণ আর হত দুর্গ পুনরায় পাইলেন না। ১১৯৬ খৃষ্টাবে কুতুবউদ্দীন আয়বগ “গোয়ালিয়র দুর্গ” অধিকার করিলেন । ৮ ১২১০ খৃষ্টাব্দে হিন্দুদিগের সৌভাগ্যসূৰ্য্য পুনরুদিত হইল, তাহারা দুর্গটিকে পুনরায় অধিকার করিলেন এবং ১২৩২ খৃঃ অবধি আবার পরিহারগণই দুর্গের অধীশ্বর হইয়া •রছিলেন। ১২৩০ খৃষ্টাবে আলতামষ গোয়ালিয়র দুর্গের প্রতি আভিযান করিলেন ও অতি কষ্টে দুর্গ আক্রমণ করিতে সক্ষম হন।" বন্ধুবর শ্ৰীযুক্ত বী আর ভালেরাও (Historical Researcher Gwalior State) of, जैङि পুরাতন গোয়ালিয়র দুর্গের পথের ঘাটী হস্তলিপি পাইয়াছেন । লিপিটি এখনও প্রকাশিত হয় माझे । दौÉलठे श्ध्न क्रिशृिठिं अहनक ट्रॉन मठे श्ड्रेभ्रां গিয়াছে । পুস্তকটির নাম “গোপাচলাথ্যান” । এক স্থানে পড়িয়া দেখিলাম আলতামষ দুর্গ আক্রমণ করিয়াছেন, দুর্গাধিপতি রাণ। সারঙ্গদেব বাধাদানের চেষ্টা করিতেছেন, -- ------م. - سه س. ------- - - - -- -- - - - - ------ 5 Brigg's Feisshta, I., p. 202. 0 Cunningham's A. S. I. Vol. II, p, 381. 7 এই অবধি সৰ্ব্বত্বন্ধ তিনটি হস্তলিপি পুস্তক পাওয়া গিয়াছে। প্রথমটি উর্দ ভাষায় “গোয়ালিয়র-নাম৷”, দ্বিতীয়টি পাশা ভাষায় “কুলিয়া-গোষ্ট্রলিয়ারী" এবং তৃতীয়টি হিন্দুি ভাষায় “গোপীচলাখ্যান" । ... ".