পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা । •“অাছে। গুপ্তচর-বিভাগের নায়েব মন্ত্রীর নিকট খবর তলৰ কবিগছেন। চরেরা সৰ্বর মুখে মুখে আদেশ পাইয়াছে, কিন্তু কোনরূপ পরোয়ানা জারি হয় নাই। স্বাদশাহও কোনরূপ ফমান কিম্ব ইরুবাদ প্রচার করেন नाँझे ।” e দ্বিতীয় ব্যক্তি আবীর জিজ্ঞাসা করিল, , “ইহাতে আমীদের আশঙ্কার কোন কারণ মাছে ?” প্রশ্নকৰ্ত্তার প্রতি পথিক একবার বিদ্যুতের স্থায় কটাক্ষ করিলেন । জিজ্ঞাসা করিলেন, “তোমার নিজের কোন আশঙ্কা হইতেছে ?” দ্বিতীয় ব্যক্তি কহিল, “কিছু মাত্র না। আমরা যে ব্রত গ্রহণ করিয়াছি, কোনরূপ অtশঙ্কা থাকিলে, অথবা কোনও কালে আশঙ্কার সম্ভাবনা হইলে, তাহা করিতে পারিতাম না । আমার প্রশ্নের উদ্দেশ্য, যে কার্য্যে আমরা নিযুক্ত আছি, তাহার কোন ব্যাঘাত হুইবার আশঙ্কা আছে কি না।” “তোমার কথাতেই ইহার উত্তর দেওয়া যায়, কিছু মাত্র না । যে কয়জন আমরা এখানে উপস্থিত আছি .যদি এই দণ্ডে নিহত হই তাহা হইলেও নির্দিষ্ট কর্শ্বের কোনও ব্যাঘাত হইবে না। আমাদের, সম্প্রদায়ের সকল কথাই তোমরা অবগত আছ, তধে এ সংশয় কেন ? বাদশাহের বাদশাহী নিমেষের মধ্যে যাইতে পারে, কিন্তু আমাদের কৰ্ম্ম কখন নিবরিত হইতে পারে না, কারণ আমাদূের কাহারও কোনরূপ স্থার্থ নাই, অথচ আমাদের সঙ্কল্পও বিচলিত হয় না। নির্দিষ্ট কৰ্ম্ম একজন না পারে আর-একজন করিবে ।” অপর দুই ব্যক্তি নীরবে সকল কথা শুনিতেছিল, একটিও কথা কহে নাই। পথিককে যে দ্বার খুলিয়া দিয়াছিল সে আসিয়া দূরে দাড়াইল । সঙ্কেত-মত নিকটে আসিয়া পথিককে একটি অঙ্গুরী দেখাইল । দেখিয়া পথিক কহিলেন, “এখানে লইয়। আইস ।” छघ्नखी MAeMMMMMAAA AAAA AAAA ASASASA A ASJJAAA AAAA AAAASASASSجمتی۔ ھلا جمی_s'مسئے beరి) ء ه م م م . ق . . . . . . . ، ه هاء ه - ه ء ه ء . . . . . . . . . . . - ه - ه - ، ص . م - দ্বাররক্ষক ফিরিয়া গিয়া একটি স্ত্রীলোককে সঙ্গে করিখ জানিল । *. বনে মনুলবায় ও বিহারীলাল যাহাকে দেখিয়াছিলেন এই সেই রমণী ! : পথিক জিজ্ঞাসা করিলেন, “তোমার কি বলিৰার जांzई ?” রমণী স্পষ্ট মধুর স্বরে কহিল, “আদেশ পালন করিয়াছি।” 畿 “উত্তম । তোমার আবাসস্থান কেহ অবগত আছে ?” “আপুনি আছেন ", এইবার প্রথম পথিকের মুখে ঈষৎ হাসির চিহ্ন দেখা দিল, কিন্তু তৎক্ষণাং অন্তর্হিত হইল । * পথিক কহিলেন, “আমি না জানিলে তুমি কেমন করিয়া” যাইতে? আর কেহ জুনে ?” * • * * "বলিতে পারি না, কিন্তু আর কেহু জানে বলিয়া মনে হয় না ।" - “যাহাঁদের দেখিয়াছ ?” • “দেখিয়াছি।” “তাহাদের সম্বন্ধে কিছু জানিতে পারিয়াছ ?” “বিশেষ কিছু নয়, কিন্তু এ পর্যন্ত ভাল করিয়া চেই করিতে পারি নাই।” g পথিক কহিলেন, "আবশ্যক হইলে তোমায় সংবাদ দিব অথবী তোমার সহিত সাক্ষাৎ করিব।” . রমণী চলিয়া গেল। পথিক উঠিয়া দাড়াইলেন। অপর চারি জনও সঙ্গে সঙ্গে উঠিল। সংক্ষেপে সম্ভাষণ করিয়া সকলেই প্রস্থান করিলেন। কেহ কাহারও নাম করিলেন না, ব্যক্তিগত কোন কথা জিজ্ঞাসা করিলেন না। সকলেই অজ্ঞাত রহিলেন । কথা বলিয়াছিলাম তাহাদিগকে (ক্রমশঃ ) ঐ নগেন্দ্রনাথ গুপ্ত s . . "L