পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8b প্রাধান্ত দেখা যায় না। মুসলমান এবং খৃষ্টীয়ানদের মধ্যেও পুরুষ এবং মুীির এতখানি সাম্য নাই। ইহাদের বিবাহ-ক্রয়-বিক্রয়-&থা নয় । কন্যা তাহার সমস্ত জিনিষপয়ের মালিক, মাঝে মাঝে তাহার স্বত্ব রক্ষার জন্য ভtহণকে তুমুল কলহ করিতে হয়। পূৰ্ব্বে যখন বহু Wր * * -- - - - -م *** ... to —বেটসিমিসারাক নারী, আংশিক ইউরোপীয় পোষাকে ইহাদের চেহার কতকটা মালয় এবং কতকটা নিগ্রে জীতির মতন— বিবাহ-প্রথা খুব বেশীরকম চলিত ছিল, তখন এক জনের এক এক স্ত্রী, ভিন্ন ভিন্ন বেড়া-দেওয়া স্থানে বাস । করিত। এই বেড়া-দেওয়া স্থানটিতে সেই স্ত্রীর পূর্ণ অধিকার ছিল। বিবাহেঁর পূৰ্ব্বে মেয়ের। যাহা ইচ্ছা করিতে পারিত। তাহার কাজে বাধা দেওয়ার ক্ষমতা পুরুষের ছিল না । বিবাহ মনোমত না হইলে, সহজেই বিবাহ বাতিল করিবার অধিকার প্রত্যেক স্ত্রীলোকেরই ছিল । প্রবাসী—আশ্বিন, ১৩২৯ [ २२* ७ां★, ३भ थ७ মৃালাগাসি-নারীর স্থান সমাজে পুরুষের সঙ্গে এফ ছিল । বৰ্ত্তমান শ্বেতাঙ্গ-সভ্যতার আগমনে নারীর স্থান ভাল হওয়া অপেক্ষা অনেক পরিমাণে খারাপই হইয়াছে বলা যায়। ফরাসী-বিজয়ের পূৰ্ব্বে দ্বীপের শাসন ব্যাপারে নারীদের খুব বেশী হাত ছিল । অনেক জাতির মধ্যে নারী-প্রাধান্তই ছিল, এই-সমস্ত জাতির পুরুষের নারীদের অধীনে বাস করিত। কিন্তু মালাগাসি-নারীর বর্তমান জীবন দেখিয়া পূৰ্ব্বঅবস্থা স্থির করা শক্ত। তবে এটা বেশ স্থির হইয়া গিয়াছে যে নারীও দেশের "রাজা” হইতে পারিত—তবে তাহ সময়-বিশেষে । কমাণ্ডান্ট, গুইল্যার লিখিত সাকালাভ জাতির ইতিহাস পাঠে এমন অনেক রাণীর কথা জানিতে পারা যায়, যtহারাষ্ট প্রকৃত পক্ষে দেশ শাসন করিত ; রাজার মন্ত্রীর স্থান অধিকার করিত । মাজুঙ্গা ইত্যাদি প্রদেশে মুসলমান-প্রাধান্ত বেশী । এখানে নারীর স্থান পুরুষদের সমান নয়। শ্বে তাঙ্গরাও যে যে স্থানে বাস করিতেছে, সেই-সব স্থানেও পুরুষপ্রাধান্ত লক্ষিত হয়। মালাগাসি-নারীদেরও প্রাধান্ত দিন দিন কমিয়া আসিতেছে। শ্বেতাঙ্গ-সভ্যতার শুভ্র আলোক কৃষ্ণাঙ্গ নারীদের কৃষ্ণবর্ণের প্রতি লজ্জা আনিয়া দিতেছে, সেইজন্যই বোধ হয় তাহারা আস্তে আস্তে ঘরের কোণে প্রবেশ করিতেছে । মালাগাসি-নারীরা তাহীদের নিজেদের অধিকার সম্বন্ধে বেশ সচেতন । তাহার বেশ ভাবপ্রবণ, বন্ধুত্বের এবং প্রণয়ের সম্মান তাহারা রক্ষা করে। বেট্‌সিলেও এবং এণ্টিমেরিন জাতির নারীদের মন বড় কোমল । মনের কোমলতা আফ্রিকার নিগ্রো মেয়েদের একেবারে নাই বলিলেই হয় । অনেক জাতির স্ত্রী-সঙ্ঘ আছে। পূৰ্ব্ব-দক্ষিণের জ্যাফিসোরো জাতির মধ্যে এই রকম সভ্য খুবই শক্তিশালী। কোন পুরুষ যদি কোন নারীর প্রতি কোন অন্যায় ব্যবহার করে, তবে নারী-সজ্য বসে—তাহারা রাজার কাছে সেই পুরুষের শাস্তি প্রার্থনা করে । নারীসক্সের কথা রাজা-মহাশয় সব সময় রাধিয়া থাকেন। এণ্টৈমোরো জাতির পুরুধের যখন শীকারে ঘূমি,